Advertisement

Gourab Mondal: জ্যাসমিনকে ভুলে বিয়ের পিঁড়িতে পর্দার 'শ্রীকৃষ্ণ' গৌরব, বৃন্দাবনেই পাতবেন সংসার

Gourab Mondal: দর্শক তাঁকে শ্রীকৃষ্ণ হিসাবেই চেনেন। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ সিরিয়ালের মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পান বাংলা সিরিয়ালের একসময়কার অন্যতম জনপ্রিয় মুখ গৌরব মণ্ডল। তবে তিনি আরও এক কারণে পরিচিত ছিলেন, তা হল তিনি অভিনেত্রী জ্যাসমিন রায়ের প্রেমিক ছিলেন। কিন্তু এখন সেই সম্পর্ক অতীত।

কবে বিয়ে করছেন টেলি অভিনেতা গৌরব মণ্ডল?কবে বিয়ে করছেন টেলি অভিনেতা গৌরব মণ্ডল?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jun 2023,
  • अपडेटेड 12:13 PM IST
  • দর্শক তাঁকে শ্রীকৃষ্ণ হিসাবেই চেনেন। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ সিরিয়ালের মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পান বাংলা সিরিয়ালের একসময়কার অন্যতম জনপ্রিয় মুখ গৌরব মণ্ডল।
  • গৌরব বেশ কিছু সিরিয়ালে অভিনয় করার পর ২০২২ সালে আচমকাই রাশিয়ান এক কন্যার সঙ্গে আংটি বদল করে নেন।
  • তবে এবার শোনা গিয়েছে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গৌরব।

দর্শক তাঁকে শ্রীকৃষ্ণ হিসাবেই চেনেন। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ সিরিয়ালের মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পান বাংলা সিরিয়ালের একসময়কার অন্যতম জনপ্রিয় মুখ গৌরব মণ্ডল। তবে তিনি আরও এক কারণে পরিচিত ছিলেন, তা হল তিনি অভিনেত্রী জ্যাসমিন রায়ের প্রেমিক ছিলেন। কিন্তু এখন সেই সম্পর্ক অতীত। গৌরব বেশ কিছু সিরিয়ালে অভিনয় করার পর ২০২২ সালে আচমকাই রাশিয়ান এক কন্যার সঙ্গে আংটি বদল করে নেন। এরপর থেকেই তাঁর সিরিয়ালে কাজ ধীরে ধীরে কমতে থাকে। কলকাতা ছেড়ে এখন তিনি বৃন্দাবনেই থাকছেন। তবে এবার শোনা গিয়েছে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গৌরব। 

জ্যাসমিনের পর গৌরব সম্পর্কে জড়ান রাশিয়ান নৃত্যশিল্পী চিন্তামণি ডায়নার সঙ্গে। তাঁর সঙ্গেই বাগদান পর্ব সারেন তিনি। এরপর অধিকাংশ সময় বৃন্দাবনেই কাটান গৌরব-চিন্তামণি। সিরিয়ালেও কাজ আর করতে দেখা যায় না গৌরবকে। অভিনেতার সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই কৃষ্ণনাম করছেন সেরকমই ছবি-ভিডিও রয়েছে। 

খুব শীঘ্রই চিন্তামণি ডায়নার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন গৌরব। তবে বিয়ে কলকাতায় নয়, বরং বৃন্দাবনেই হবে। বিয়ের পর সেখানেই পাকাপাকিভাবে সংসার পাতবেন গৌরব-চিন্তামণি। জন্মসূত্রে রাশিয়ান এই নৃত্যশিল্পী আদপে মনেপ্রাণে ভারতীয়। এ দেশের সংস্কৃতি, সভ্যতার, কৃষ্টির প্রতি তাঁর টান। কৃষ্ণের ভক্ত এই বিদেশিনী। ডায়নার বাবা-মা ইস্কনের সঙ্গে যুক্ত, তাই ছোট থেকেই কৃষ্ণপ্রেমে মজেই বড় হয়ে ওঠা। এ বার জীবনসঙ্গী বাছলেন পর্দার শ্রীকৃষ্ণ গৌরবকে।

এক সংবাদমাধ্যমকে গৌরব জানান যে এ বছরই তাঁরা বিয়ে করতে চলেছেন। গৌরব বলেন যে তাঁর জীবনের একটা অধ্যায় চলছে। শ্রীকৃষ্ণের দেখানো পথেই অভিনেতা চলছেন। তবে বিয়ের আগে কিছু দায়িত্ব পালন করতে হবে। গৌরব বলেন, অদ্ভুত রকম আধ্যাত্মিক যাত্রাপথে রয়েছি। নিজের সব থেকে সেরা আমিটা যাতে হয়ে উঠতে পারি সেই চেষ্টাই করছি। আধ্যাত্মিক পথে হেঁটে অদ্ভুত শান্তি পেয়েছি। ভবিষ্যতে কী হবে সেটা এখনই জানি না। তাহলে কী আর গৌরবকে অভিনয় করতে দেখা যাবে না। অভিনেতা জানান যে তিনি এখন বৃন্দাবনে রয়েছেন বলে সব জাগতিক মোহমায়া ত্যাগ করেছেন এমনটা নয়। কর্মজীবন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এমনটা নয়। তিনি এখনও অভিনয় জগতে রয়েছেন। মাস তিনেক আগে গৌরবের সিরিয়াল ‘নয়নতারা’ শেষ হয়েছে। আপাতত বিরতি। তবে খুব শীঘ্রই আবার টেলিভিশনে ফিরবেন।

Advertisement
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

একটা সময় জ্যাসমিনের সঙ্গে গৌরবের সম্পর্ক নিয়ে সরগরম ছিল টেলি পাড়া। দুজনের সোশ্যাল মিডিয়া জুড়েই তখন ছবি-ভিডিও, রিলসের ছড়াছড়ি। তাঁদের প্রেম কখনই চাপা ছিল না বরং একেবারে খুল্লাম খুল্লাই প্রেম চালাতেন তাঁরা। তবে হঠাই করেই জ্যাসিমন-গৌরবের সম্পর্কে চিড় ধরে এবং তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এখন জ্যাসমিনও নতুন সম্পর্কে জড়িয়েছেন। আর গৌরবও শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন।   

Read more!
Advertisement
Advertisement