দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের সিনেমার পাশাপাশি অভিনেত্রী টলিউডেও একের পর এক সিনেমা করে দর্শকদের মন জয় করেছেন। অবসর সময়ে অভিনেত্রী পরিবারের সঙ্গে কাটাতেই ভালোবাসেন। কিন্তু এরই মাঝে শরীর খারাপ নিয়ে জয়াকে ছুটতে হল চিকিৎসকের কাছে। সঙ্গে তাঁর পোষ্য, সেও একই রোগে ভুগছে। তাই দুজনে মিলে একসঙ্গে ডাক্তারের কাছে যাচ্ছেন। সেই ভিডিও পোস্ট করলেন জয়া সোশ্যাল মিডিয়া পেজে।
রবিবার দুপুরে জয়া একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে নিজেকে ও পোষ্যকে গরম পোশাকে ঢেকে গাড়িতে করে চিকিৎসকের কাছে যাচ্ছেন অভিনেত্রী। তাঁর পরনে কালো জ্যাকেট, ব্লু ডেনিম এবং মাথায় কমলা রঙের টুপি ছিল। অন্যদিকে, নায়িকা তাঁর পোষ্যকে পরিয়ে ছিলেন একটি সবুজ রঙের জ্যাকেট। পোষ্যকে কোলে বসিয়ে আদর করতে করতে তিনি নিয়ে যাচ্ছিলেন ডাক্তারের কাছে। এই ভিডিও পোস্ট করে জয়া ক্যাপশনে লেখেন, 'আমার বাড়ির সবচেয়ে ছোট সদস্য জিমির সঙ্গে আলাপ করুন। ডাক্তারের কাছে যাচ্ছি, কারণ আমাদের দু'জনেরই ঠান্ডা লেগে গিয়েছে।'
জয়ার এই কুকুরটি দেশি। একে কিছুদিন আগেই নিয়েছেন অভিনেত্রী। এই ভিডিও পোস্ট হওয়ার পর অনেকেই অভিনেত্রীর সুস্থতা কামনা করার পাশাপাশি দেশী কুকুরকে অ্যাডপ্ট করেছেন বলে তাঁকে সাধুবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, জয়া বহু দর্শকের প্রিয় অভিনেত্রী হলেও, তাঁকে অনেক সময়ই নানা কটাক্ষের মুখে পড়তে হয়। কিছুদিন আগে বাঙালির ঐতিহ্যশালী জামদানি শাড়িতে মর্ডান টুইস্ট দিতেই জয়ার উপর চটেছিল তাঁর দেশের মানুষরা।
বয়স ৪০-এর ওপর হলেও জয়াকে দেখে বোঝার উপায় নেই। নিজেকে ফিট রেখেছেন কোন যাদুমন্ত্রে তা বোঝা বড় দায়। যদিও জয়া জানিয়েছেন যে তিনি ভাত খেয়েই ডায়েট করেন। এছাড়াও ফিটনেস বজায় রাখতে জিম-যোগা করেন তিনি। ত্বকের যত্ন রাখতে জয়া ঘরোয়া উপাদানেই ভরসা রাখেন। সম্প্রতি জয়াকে দেখা গেল রেড হট লুকে। জয়ার পরনে টকটকে রেড হল্টার নেক ড্রেস । হালকা মেক-আপ, ঠোঁটে ব্রাউন শেডের লিপস্টিক। কানে ছোট্ট দুল। ছিমছাম অথচ ক্লাসি, বোল্ড, অ্যাটট্রাক্টিভ, সম্প্রতি এই লুকসেই ধরা দিয়েছেন জয়া।
জয়া আহসান । দুই বাংলায় জনপ্রিয় অভিনেত্রী। ঢালিউডের পাশাপাশি টলিউডেও চুটিয়ে কাজ করছেন। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে বলাই বাহুল্য। শুধু গুণ, রূপেও যে নায়িকা কত হৃদয়ে আগুন জ্বালিয়েছে তার ইয়ত্তা নেই। জয়ার জেল্লা ফেটে পড়ছে । বিদুষী, সুন্দরী মহিলার ডেফিনেশন যদি কিছু থাকে, তাহলে সেটা জয়া আহসান।