টলিউডের ব্যস্ত অভিনেতাদের মধ্যে প্রসেনজিৎ অন্যতম। তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে বারংবার। যে কোনও চরিত্রে প্রসেনজিৎ অসাধারণ। তাঁকে দেখতে এখনও হলে ভিড় জমান দর্শকেরা। তবে প্রসেনজিৎ টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডের তাঁর ছাপ ফেলেছেন। সাংঘাই দিয়ে বলিউডে সফর শুরু করেন প্রসেনজিৎ। জুবিলি’র পর আরও দুটি বলিউড কাজ করেন তিনি। এবার নতুন বছরে নতুনভাবে আসতে চলেছেন অভিনেতা। তারই ইঙ্গিত দিলেন সোশ্যাল মিডিয়া পেজে।
প্রসেনজিৎ শনিবার একটি পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে অভিনেতা তাঁর নিজের ছবি পোস্ট করে জানান, আপনারা ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারির জন্য প্রস্তুত নন। নেটফ্লিক্সে কিছু আসতে চলেছে। এই ছবির ক্যাপশনে প্রসেনজিৎ লেখেন, নতুন বছর, নতুন আমি, নতুন খবর। দেখুন ৩ ফেব্রুয়ারি নেটফ্লিক্স ইন্ডিয়া-তে কী আসতে চলেছে। প্রসঙ্গত, টলিউডে কাজ করার পাশাপাশি প্রসেনজিৎকে প্রায়ই মুম্বই যাতায়াত করতে দেখা গিয়েছে। বলিউডে অভিনেতা যে কাজ করছেন সেই খবর আর চাপা নেই।
নেটফ্লিক্সে এটি সিরিজ নাকি সিনেমা তা খোলসা করেননি প্রসেনজিৎ। তবে তিনি যে নেটফ্লিক্সে আসতে চলেছেন তা ভালই বোঝা যাচ্ছে। সাংঘাই, জুবিলি, স্কুপ সিরিজে প্রসেনজিতের অভিনয় সকলের নজর কেড়েছে। নীরজ পাণ্ডের নতুন সিরিজ ‘খাকি: বেঙ্গল চ্যাপ্টার’-এ তিনি খলনায়ক ‘বরুণ রায়। এই সিরিজে প্রসেনজিৎ ছাড়াও দেখা যাবে বাংলার আরও কিছু অভিনেতাকে। ইতিমধ্যে শ্যামবাজার, রাইটার্স-সহ একাধিক অঞ্চলে শ্যুটিংও সেরে ফেলেছেন অভিনেতা। প্রসেনজিতের পাশাপাশি জিৎ-ও একই ধরনের পোস্ট করেছেন। তাহলে কি খাকি সিরিজ আসছে নেটফ্লিক্সে?
প্রসেনজিতের শেষ হিন্দি ছবি ২০১৬-র ‘ট্র্যাফিক’। মালয়ালম ছবির হিন্দি সংস্করণটির পরিচালক রাজেশ পিল্লাই। প্রসেনজিৎ ছাড়াও ছবিতে অভিনয় করেন মনোজ বাজপেয়ী, জিমি শেরগিল, দিব্যা দত্ত, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো প্রথম সারির অভিনেতারা। তার পর দীর্ঘ বিরতি। এরপর ২০২৩ সালে জুবিলি-এর মাধ্যমে প্রসেনজিৎ হিন্দি সিরিজে পা রাখেন। এরপরেই তাঁকে দেখা গিয়েছে হনসল মেহতার স্কুপ সিরিজে। এবার তাঁকে কোন সিরিজ বা সিনেমায় নেটফ্লিক্সে দেখা যায়, তারই অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।