বর্তমান সময়ে অনেক কিছুই বদলে গিয়েছে। মা-ঠাকুরমাদের আমলে যে নিয়ম চলত তা এখন আর চলে না। আগে দুর্গাপুজোর শেষে দশমীর দিন মাকে বরণ করতে দেখা যেত শুধুমাত্র বিবাহিত নারীদের। কিন্তু এখন মাকে বরণ অবিবাহিতরাও করেন। যা নিয়ে প্রশ্ন কম ওঠে না। টলিউড তারকারা সেই তালিকায় এগিয়ে। অনেক অভিনেত্রী আছেন যাঁরা বিবাহিত নন, কিন্তু মা দুর্গাকে বরণ করেন। শুধু তাই নয়, অনেকের হাতেই শাঁখা-পলা পরতে দেখা যায়। সম্প্রতি হাতে শাঁখা-পলা ও সিঁথিতে সিঁদুর পরে মাকে বরণ করা নিয়ে কটাক্ষের মুখে পরতে হয়েছিল অভিনেত্রী চাঁদনি সাহাকে। এবার শাঁখা-পলা পরা নিয়ে ট্রোলড হলেন অভিনেত্রী জেসমিন রায়।
সম্প্রতি জেসমিন কিছু ছবি পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে তাঁকে শাঁখা-পলা পরে মাকে বরণ করতে দেখা গিয়েছে। অভিনেত্রীর এই ছবি দেখে খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। জেসমিন লাল পাড় সাদা শাড়ি ও হাতে শাঁখা-পলা পরে মাকে বরণ করলেন। আর এই চবি পোস্ট হতেই ট্রোলড হলেন তিনি। একজন লিখেছেন, তুমি শাঁখা পলা পরেছো বুঝলাম না? হিন্দু মতে বিয়ে হলে শাঁখা-পলা পরে। অন্য একজন লিখেছেন, শাঁখা পলা কি এখন ফ্যাশন হয়ে গিয়েছে? কেউ জানিও।
তবে এইসব ট্রোল নিয়ে ভাবিত নন জেসমিন। এক সংবাদপত্রের কাছে অভিনেত্রী বলেন, ওগুলো মোটেই শাঁখা পলা নয়। ওরকম দেখতে লাল সাদা চুড়ি। প্রতি বছর এই প্রশ্নটা সবাই করেন, তাই খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু সোশ্যাল মিডিয়া এই সমস্ত কথা সত্যি আমাকে ভাবায়। কে কি পরবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে মন্তব্য করার কোনও মানেই হয় না। প্রসঙ্গত, ছোটপর্দার খুবই চেনা মুখ জেসমিন। একাধিক সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। ‘ত্রিনয়নী’, ‘গাঁটছড়া’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘পান্ডব গোয়েন্দা’, ‘জয় কালী কলকাতাওয়ালী’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘দ্বিতীয় বসন্ত’, ‘রূপকথা’, ‘আরব্য রজনী’ সহ বহু ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি।
এর আগে অভিনেত্রী চাঁদনি সাহাও সিঁথিতে সিঁদুর ও শাঁখা পলা পরে মাকে বরণ করতেই ট্রোলের শিকার হন। বৃহস্পতিবার, দশমীতে দুর্গা প্রতিমাকে বরণ করার পর সমাজমাধ্যমে কিছু ছবি ভাগ করে নেন চাঁদনী। যেখানে দেখা যাচ্ছে লাল শাড়ি পরা চাঁদনীর সিঁথি জুড়ে সিঁদুর, সঙ্গে লাল টিপ এবং হাতে শাখা-পলা।তাঁকে দেখে মনে হচ্ছে যেন সদ্য বিবাহিত অভিনেত্রী। এই ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেওয়ার পর অনেকেই চাঁদনীকে জিজ্ঞাসা করেন তিনি বিবাহিত কিনা, কেন সিঁদুর পরেছেন? কিন্তু জবাব দেননি তিনি। পরে সংবাদমাধ্যমকে চাঁদনি বলেন, একেবারেই বিয়ের সম্পর্কিত কোনও বিষয় নয়। আমার সিঁদুর পরতে খুব ভাল লাগে তাই এদিন পরেছিলাম।