Advertisement

Sara Sengupta: বিকিনিতে উষ্ণতা বাড়ালেন সারা, কার হাত ধরে বিদেশে ঘুরছেন যিশু-কন্যা?

Sara Sengupta: বয়স সবে মাত্র ১৯। কলেজের গণ্ডি পার করে ফেলেছেন যিশু ও নীলাঞ্জনার কন্যা সারা। গ্ল্যামার ওয়ার্ল্ডেই নিজের জমি শক্ত করতে চান তিনি। তবে সিনেমা বা অভিনয়ে নয়। সারা নজর কাড়ছেন মডেলিং দুনিায়।

সারা সেনগুপ্তসারা সেনগুপ্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jul 2025,
  • अपडेटेड 11:16 AM IST
  • সারা নজর কাড়ছেন মডেলিং দুনিায়।

বয়স সবে মাত্র ১৯। কলেজের গণ্ডি পার করে ফেলেছেন যিশু ও নীলাঞ্জনার কন্যা সারা। গ্ল্যামার ওয়ার্ল্ডেই নিজের জমি শক্ত করতে চান তিনি। তবে সিনেমা বা অভিনয়ে নয়। সারা নজর কাড়ছেন মডেলিং দুনিায়। ইতিমধ্যেই তাঁর লুকস সাড়া ফেলেই আন্তর্জাতিক মডেলিং দুনিয়াতেও। একটু একটু করে এগিয়ে চলেছেন সারা। একেবারেই তাঁকে স্টারকিডের তকমা দেওয়া যাবে না, কারণ মডেলিং ওয়ার্ল্ডে সারা নিজের পরিচয় নিজেই গড়েছেন। কলকাতা ছেড়ে মুম্বইতেই থাকছেন যিশু-নীলাঞ্জনার বড় মেয়ে। আর একটু সুযোগ পেতেই বন্ধুদের সঙ্গে ভ্যাকেশনে গেলেন সারা। সেখান থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। 

আর সেই ছবিগুলির মধ্যে একটি ছবি নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ছবিতে সারাকে দেখা যাচ্ছে সাদা রঙের স্কার্ট ও ব্যাকলেস টপ পরেছেন। খোলা চুল ও চোখে সানগ্লাস। সারা হাত ধরে ছবি তুলেছেন এক পুরুষের সঙ্গে।  আর এই ছবি পোস্ট হতেই টলিপাড়ায় গুঞ্জন শুরু। সারার জীবনে কি তবে প্রেম এল? তবে এই পুরুষটি সারার বিশেষ কেউ নাকি শুধুই বন্ধু এই বিষয়ে কিছুই জানা যায়নি। বিদেশে গিয়ে বন্ধু-বান্ধবদের সঙ্গে চুটিয়ে ছুটি উপভোগ করছেন সারা, সেটা বলাই বাহুল্য। 

এরই মাঝে সারাকে বিকিনিতেও দেখা গিয়েছে। কালো রঙের বিকিনি ও সাদা স্কার্টে যিশু-কন্যা নেটপাড়ায় উষ্ণতা বাড়িয়ে দিয়েছেন। সারাকে দেখে চোখ ফেরানো রীতিমতো দায়। একটি ছবিতে দু গালে হাত দিয়ে পোজ দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও এই বয়সে আকাশছোঁয়া জনপ্রিয়তা সারার। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ‌্যা প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি। মা-বাবার বিচ্ছেদের মাঝেই সারা তাঁর কেরিয়ারকে সব সময়ই এগিয়ে রেখেছেন। মা নীলাঞ্জনা শর্মার সঙ্গেই সারা ও তাঁর বোন জারা থাকেন। যিশু আলাদাই থাকছেন। 

সোশ্যাল মিডিয়ায় আর বাবাকে ফলো করেন না সারা। এমনকী, যিশুও সম্প্রতি আনফলো করে দিয়েছেন মেয়েকে। যার থেকে স্পষ্ট, বাবার সঙ্গে দূরত্ব এসেছে সারার। যদিও সারার ডেবিউ সিনেমা উমা-তে যিশুর সঙ্গেই কাজ করেন তিনি। সম্প্রতি আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনে কভার গার্ল হিসাবে দেখা গিয়েছে সারাকে। ভবিষ্যতে অভিনয়ের ইচ্ছে থাকলেও এখন চুটিয়ে মডেলিংয়ে কাজ করতে চান সারা।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement