
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের অবসর সময় এখন কাটে কৃষভির সঙ্গে। মেয়েকে নিয়েই এখন জমজমাট তারকা জুটির সংসার। কৃষভিও সকলের বেশ প্রিয়। ছবি বা ভিডিও দিলেই তাকে ভালোবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা। কাঞ্চন-শ্রীময়ীর কন্যার বয়স সবে ১ বছর, আর এরই মধ্য়ে ফের সুখবর শোনালেন তারকা দম্পতি। কৃষভি ভাই পেল। মেয়ের খেলার জন্য ভাই নিয়ে এলেন তারকা দম্পতি।
যেরকমটা ভাবছেন, সেরকমটা একেবারেই নয়। কাঞ্চন ও শ্রীময়ী আবার মা-বাবা হননি। তাঁরা তাঁদের বাড়িতে এনেছেন চার পেয়ে সন্তান অর্থাৎ একটি ছোট্ট মিষ্টি পোষ্য। আর তার সঙ্গেই কৃষভির পরিচয় করিয়ে দিচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী। সম্প্রতি বাড়ির নতুন সদস্যকে নিয়ে ভিডিও পোস্ট করেছেন শ্রীময়ী। যেখানে দেখা গিয়েছে, কৃষভির সঙ্গে খেলছে সেই পোষ্য। কৃষভি একটু ভয় পেলেও ছোট্ট পোষ্যের সঙ্গে খেলার ইচ্ছে তার প্রবল।
বাবা কাঞ্চনের কোলে বসেই চলছে সেই পোষ্যের সঙ্গে কৃষভির ভাব জমানোর চেষ্টা। কৃষভি একটু একটু ভয়ও পাচ্ছে, তখন কাঞ্চন বলছেন এটা তো তোমার বন্ধু, ভাই হয়। আর শ্রীময়ী মেয়ের সঙ্গে পোষ্যের আরও ভাব করানোর চেষ্টা করছেন। মেয়েকে সাহস জোগাতে কাঞ্চন বলছেন, ‘কিচ্ছু করবে না।’ তারপর পোষ্যের উদ্দেশ্যে অভিনেতাকে বলতে শোনা যায়, আয় আয় আদর করে দিই আয়।' এই কথা শোনার পরই কৃষভি ফ্লাইং কিস দিতে শুরু করে বাড়ির নতুন সদস্যকে। তারপর কাঞ্চন যখন পোষ্যকে 'সিট' বলে তা শুনে শুনে কৃষভিও আধো আধো স্বরে ‘সিট, সিট’ বলতে শুরু করে।
এই ভিডিও পোস্ট করে শ্রীময়ী ক্যাপশনে লেখেন, আমাদের কৃষভির নতুন খেলার সাথী। বর্তমানে শ্রীময়ীও তাঁর নতুন সিরিয়ালের শ্যুটিং নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছেন। আর কাঞ্চনের তো রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি অভিনয় পেশাটিও আছে। সব মিলিয়ে কাঞ্চনের ব্যস্ততা এখন তুঙ্গে। তাই মেয়ের জন্য খেলার সঙ্গী নিয়ে এসেছেন তাঁরা। কৃষভি এখন শ্রীময়ীর মায়ের কাছেই থাকে। এতদিন শ্রীময়ী সঙ্গে থাকলেও এখন তাঁকেও শ্যুটিংয়ে যেতে হবে। তাই মেয়ে যাতে সারাদিন খেলাধূলোর মধ্যে আনন্দে থাকে, তার জন্য বাড়িতে পোষ্য নিয়ে আসা।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। এরপর ২৫ মার্চ সামাজিক ভাবে সমস্ত রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। আইনি বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী সন্তানের জন্ম দেন। এই বছর নভেম্বরে ১ বছরে পা দিল কৃষভি।