
বছরভর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival/KIFF) দিকে। শুরু হয়ে গেছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival Date) কাউন্টডাউন। এবার কী কী বিশেষত্ব? মঙ্গলবার, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সবিস্তারে জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, হরনাথ চক্রবর্তী, শান্তনু বসু, কোয়েল মল্লিক, জুন মালিয়া-সহ আরও অনেকে।
৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ৬ থেকে ১৩ নভেম্বর অবধি। এবারের থিম, কিংবা বিস্তারিত সমস্ত তথ্য জানা যাবে খুব শীঘ্রই। প্রতিবারের মতো এবছরেও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের চলচ্চিত্র। ৬ তারিখ কিফের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও বিশেষ অনুষ্ঠান করবেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়।
উদ্বোধনী ছবি হিসাবে বেছে নেওয়া হয়েছে অজয় কর পরিচালিত, উত্তম কুমার-সুচিত্রা সেনের ছবি 'সপ্তপদী'। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ধনধান্য প্রেক্ষাগৃহে এদিন বিকেল ৫.৩০ মিনিটে দেখানো হবে ছবিটি। এবছরের চলচ্চিত্র উৎসবে ভারত-সহ মোট ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি দেখানো হবে। যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি। ১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে এই বছর। কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার ছবি প্রদর্শিত হবে। বিভিন্ন বিভাগে একাধিক ছবির প্রতিযোগিতা ও পুরষ্কার থাকছে। প্রতি বছরের মতো এবারও সিনে আড্ডার আয়োজন হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন ‘গানে গানে সিনেমা’।
'চলচ্চিত্র মেলায় বিশ্ব' এই থিমেই মূলত সেজে উঠবে নন্দন সহ অন্যান্য ভেন্যু। এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্যাপিত হবে ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী, রিচার্ড বার্টনের শতবর্ষ। বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র এবং শশী আনন্দকে। ঋত্বিকের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে দেখানো হবে তাঁর বেশ কয়েকটি ছবি। সেই তালিকায় রয়েছে ‘অযান্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘কোমল গান্ধার’, ‘তিতাস একটি নদীর নাম’। এছাড়া 'শোলে'-র ৫০ বছর উপলক্ষে 'সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার' দেবেন রমেশ সিপ্পি। সমসাময়িক ১৫টি বিদেশি ছবির প্রথম প্রদর্শন হবে এই উৎসবে।