Advertisement

Sharthopor Box Office Collection: কোয়েলের 'স্বার্থপর' কামব্যাক, বক্স অফিসে ছক্কা হাঁকাল, কেমন চলছে?

বাংলা ইন্ডাস্ট্রিতে ভাল ছবি হলেও তা অনেক সময়ই বেশ কিছু কারণের জন্য কদর পায় না। পুজোর সময় যে কটা ছবি মুক্তি পেয়েছিল তার মধ্যে দর্শকদের পছন্দের বিচারে একটা ছবিও ভাল ফল করতে পারেনি। যদিও তাদের বক্স অফিস কালেকশন অন্য কথা বলছে। এখনও বেশ কিছু প্রেক্ষাগৃহে সেইসব ছবি চললেও কালীপুজোর সময় অর্থাৎ গত ২০ অক্টোবর একেবারে ভিন্ন ধর্মী ছবি মুক্তি পেয়েছে।

'স্বার্থপর' ছবির বক্স অফিস কালেকশন'স্বার্থপর' ছবির বক্স অফিস কালেকশন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Oct 2025,
  • अपडेटेड 10:17 AM IST
  • বাংলা ইন্ডাস্ট্রিতে ভাল ছবি হলেও তা অনেক সময়ই বেশ কিছু কারণের জন্য কদর পায় না।

বাংলা ইন্ডাস্ট্রিতে ভাল ছবি হলেও তা অনেক সময়ই বেশ কিছু কারণের জন্য কদর পায় না। পুজোর সময় যে কটা ছবি মুক্তি পেয়েছিল তার মধ্যে দর্শকদের পছন্দের বিচারে একটা ছবিও ভাল ফল করতে পারেনি। যদিও তাদের বক্স অফিস কালেকশন অন্য কথা বলছে। এখনও বেশ কিছু প্রেক্ষাগৃহে সেইসব ছবি চললেও কালীপুজোর সময় অর্থাৎ গত ২০ অক্টোবর একেবারে ভিন্ন ধর্মী ছবি মুক্তি পেয়েছে। পরিচালক অন্নপূর্ণা বসু ও সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় স্বার্থপর ছবি এখনও পর্যন্ত দর্শকদের নিরাশ করেনি। কোয়েল মল্লিক ও কৌশিক সেনের অনবদ্য অভিনয়, ভাই-বোনের আইনি লড়াইয়ের গল্প একপ্রকার দর্শকদের মনে জায়গা করে নিতে সফল হয়েছে। 

স্বার্থপর
অভিনয়
-কোয়েল মল্লিক, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, ইন্দ্রজিৎ চক্রবর্তী
পরিচালনা-অন্নপূর্ণা বসু
প্রযোজনা-সুরিন্দর ফিল্মস 

ভাই-বোনের আইনি লড়াই
বাবার সম্পত্তিতে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরও ভাগ থাকে না, ২০২৫-এ দাঁড়িয়ে এ কথা অনেকেই মনে করেন। তাই বহু শিক্ষিত বাড়িতে চলে পৈতৃক সম্পত্তি নিয়ে মায়ের পেটের ভাই-বোনেদের আইনি লড়াই। এই লড়াইতে কে জয়ী আর কে হারল সেটার চেয়েও বড় কথা, ছোটবেলা থেকে যে ভাই বা দাদা বোন বা দিদির একটা ছোট্ট ইচ্ছে পূরণের জন্য উঠেপড়ে লাগত, সেই সম্পর্ক কোথাও যেন গিয়ে হেরে যায় এই সম্পত্তি বিবাদে। স্বার্থপর ছবি সেই নিয়েই। অপর্ণা (কোয়েল) বনাম সৌরভ (কৌশিক)-এর আইনি লড়াই। 

দর্শকরা পছন্দ করছেন
২০ অক্টোবর মুক্তির প্রথম দিন থেকেই অন্নপূর্ণা বসুর প্রথম ছবি সিনেমা হলে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছে। যদিও কোয়েল-কৌশিকের ছবির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিল আয়ুষ্মান ও রশ্মিকা মন্দানার থাম্মা ছবিটি। স্বার্থপর হল পেলেও প্রাইম টাইমে শো সেভাবে পায়নি। তবে বাংলা ছবির গুণমুগ্ধরা যে এখনও আছে তা প্রমাণ করে দিল একের পর এক হাউস ফুলের বোর্ড। স্বার্থপর ছবিটি যথার্থ অর্থেই দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। কোয়েল, কৌশিক সেন, রঞ্জিত মল্লিক, অনির্বাণ চক্রবর্তীর অসাধারণ অভিনয় এই ছবিটিকে সেরা ছবি হিসাবে গণ্য করেছে। এবার তাহলে দেখে নেওয়া যাক শনি ও রবি, সপ্তাহান্তের দুদিন কেমন আয় করল স্বার্থপর। 

Advertisement

বক্স অফিস কালেকশন
* বিশ্বব্যাপী নেট কালেকশন-০.৫৭ কোটি
* ভারতে নেট কালেকশন-০.৫১ কোটি
* বাংলায় নেট কালেকশন-০.৫১ কোটি

 শনি ও রবিবারের বক্স অফিস কালেকশন
 শনিবার (২৫ অক্টোবর)-০.০৯ কোটি
 রবিবার (২৬ অক্টোবর)-০.১৭ কোটি

প্রথম ছবি হিসেবে পরিচালক অন্নপূর্ণা বসুর গল্প বলার ধরন সত্যিই প্রশংসনীয়। ভাই-বোনের ভালোবাসা, আইনি লড়াই, পারিবারিক সিনেমায় কোয়েলের কামব্যাক সব মিলিয়ে ভাইফোঁটার আবহে স্বার্থপর বেশ সফল ছবি বলা যেতে পারে। 

Read more!
Advertisement
Advertisement