
চলতি বছরেই মুক্তি পাচ্ছে কোয়েল মল্লিকের মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির ছবি। বড়দিনে অরিন্দম শীল কোয়েলকে সঙ্গে করে নিয়ে আসছেন 'মিতিন একটি খুনির সন্ধানে'। সম্প্রতি এই ছবির ট্রেলার লঞ্চ হয়েছে। আর কোয়েলকে পর্দায় মহিলা গোয়েন্দা রূপে দেখার জন্য বহুদিন ধরেই অপেক্ষা করছেন দর্শকেরা। তবে এই ছবির শ্যুটিং করার সময়ই গুরুতর আহত হয়েছিলেন টলি কুইন। ঠিক কী হয়েছিল কোয়েলের সঙ্গে?
অরিন্দম শীলের এই মিতিন মাসি শ্যুটিংয়ের সময় নানাবিধ সমস্যা দেখা দিয়েছিল। পরিচালকের ওপর মিটু-এর অভিযোগ এনেছিলেন এক অভিনেত্রী। সেই সময়ও শ্যুটিং বন্ধ ছিল বেশ কিছুদিন। তবে এর আগেও মাঝপথে শ্যুটিং বন্ধ রাখা হয়। আর সেটা কোয়েল মল্লিকের জন্য। কেন বন্ধ ছিল শ্যুটিং, এ প্রসঙ্গে নায়িকা এক সংবাদমাধ্যমকে বলেন যে মিতিন ছবির অ্যাকশন দৃশ্য ভাল করে করার জন্য মুম্বই থেকে মাস্টার আনা হয়েছিল। আর সেই অ্যাকশন দৃশ্য করতে গিয়েই বিপত্তি ঘটে কোয়েলের সঙ্গে। তাঁর হাতের কব্জির হাড় ভেঙে যায়। স্বাভাবিকভাবেই বহুদিন পর্যন্ত হাতে ব্যথা ছিল নায়িকার। আর যে কারণে শ্যুটিং বন্ধ রাখতে হয়েছিল।
কোয়েল আরও বলেন, আমরা এটাকে কুলি সিন্ড্রোম বলেছিলাম, কুলি ছবিতেও অমিতাভ বচ্চনের অ্যকসিডেন্ট হয়েছিল। তবে ওর সঙ্গে তো তুলনা নয়, আমার এই দুর্ঘটনার জন্যই ছবির শুট বন্ধ রাখতে হয় , যতক্ষণ না সুস্থ হই। এটা ঠিক হতে একটু সময় লেগে গিয়েছিল। প্রসঙ্গত, নেপালগঞ্জে সেই সময় শ্যুটিং চলছিল এই ছবির। হাতে বড় ধরনের আঘাত পান তিনি। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা তাঁকে সেই সময়ই বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছিলেন।
জানা যায়, অ্যাকশন দৃশ্য করার সময়ই কোয়েলের দুবার চোট লাগে। সহ অভিনেতার লাথি সজোরে তাঁর হাতের কব্জির কিছুটা উপরে প্রথমবার লাগার পর দ্বিতীয় টেকের সময় ফের একই জায়গায় আঘাত পান নায়িকা। এরপরই যন্ত্রণা শিরু হয় এবং নিমেষে হাত ফুলে যায়। হাসপাতালে প্রাথমিক পরীক্ষা ও এক্স রে করার পর ডান হাতে ফ্র্যাকচার ধরা পড়ে। আর সেই সময় বেশ কয়েকদিনের জন্য মিতিন মাসি ছবি শ্যুটিং বন্ধ রাখা হয়েছিল।