Advertisement

Viral Nandini Didi Marriage: মালা বদলের সময় চোখে জল, বিয়ের সাজে দেখুন নন্দিনী দিদিকে, PHOTOS

Viral Nandini Didi Marriage: ডালহৌসি পাড়ার ছোট্ট ভাতের হোটেল থেকে হঠাৎ করেই ভাইরাল হয়ে যান মমতা গঙ্গোপাধ্যায় ওরফে ভাইরাল নন্দিনী দি। জিনস-টপ ও কানে ব্লুটুথ গুঁজে একমনে রান্না করা থেকে শুরু করে ভাত বেড়ে দেওয়া, খুব সহজেই নন্দিনীকে ভাইরাল করে দেয় নেটপাড়া। ইউটিউবারদের কল্যাণে আর পাঁচজন ফুটপাতের দোকানদারের তুলনায় 'স্মার্ট দিদি' নন্দিনী এখন দারুণ জনপ্রিয়।

নন্দিনী দির বিয়ের ছবিনন্দিনী দির বিয়ের ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Mar 2025,
  • अपडेटेड 3:59 PM IST
  • ডালহৌসি পাড়ার ছোট্ট ভাতের হোটেল থেকে হঠাৎ করেই ভাইরাল হয়ে যান মমতা গঙ্গোপাধ্যায় ওরফে ভাইরাল নন্দিনী দি।

ডালহৌসি পাড়ার ছোট্ট ভাতের হোটেল থেকে হঠাৎ করেই ভাইরাল হয়ে যান মমতা গঙ্গোপাধ্যায় ওরফে ভাইরাল নন্দিনী দি। জিনস-টপ ও কানে ব্লুটুথ গুঁজে একমনে রান্না করা থেকে শুরু করে ভাত বেড়ে দেওয়া, খুব সহজেই নন্দিনীকে ভাইরাল করে দেয় নেটপাড়া।  ইউটিউবারদের কল্যাণে আর পাঁচজন ফুটপাতের দোকানদারের তুলনায় 'স্মার্ট দিদি' নন্দিনী এখন দারুণ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার্সের সংখ্যা রোজই বেড়ে চলেছে। সেই নন্দিনী দি হঠাৎ করে বিয়ে করে নিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিওতে এসে নন্দিনী দি তাঁর বিয়ের কথা জানিয়েছেন। হাতে শাঁখা-পলা, মেহেন্দি আর একমাথা সিঁদুর দেখে অনেকেই অবাক হয়েছিলেন। তবে এবার সামনে এল নন্দিনী দির বিয়ের একটি শর্ট ভিডিও। 

নন্দিনী দি সেই ভিডিওতেই জানিয়েছিলেন যে দোলের দিনই তিনি বাঙালি রীতিতে বিয়ে সেরে নিয়েছেন। এবার সামনে এল সেই বিয়ের ভিডিও। বিয়ের দিন নন্দিনী দি বেছে নিয়েছিলেন গাঢ় বেগুনি রঙের শাড়ি, মীনে করা ব্লাউজ ও সোনার গয়না। সোনালি ওড়না ও শোলার মুকুট এবং কপালে চন্দন, খুব সুন্দর লাগছিল নন্দিনীকে। বরবেশে রুদ্র দাসও পরেছিলেন বেগুনি রঙের পাঞ্জাবি। গলায় ফুলের মালা। ভিডিওতে দেখা গিয়েছে, মালা বদলের সময় চোখে জল নন্দিনী দির। ইনস্টাগ্রাম স্টোরিতে এই ভিডিও শেয়ার করেছেন ভাইরাল দিদি। যার নেপথ্যে বাজছে জিৎ-কোয়েলের তুমি আমার চিরসাথী। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

প্রসঙ্গত, ২০২৩ সালের শেষের দিকে রুদ্র দাসের সঙ্গে তাঁর সম্পর্কের কথা সামনে এনেছিলেন নন্দিনী গঙ্গোপাধ্যায়। এরপর ২০২৪ সালেই তাঁরা আইনি বিয়ে সেরে নেন। সোশ্যাল মিডিয়ায় বহুবার নন্দিনীর সঙ্গে তাঁর স্বামীর দেখা মিলেছে। এবার এই বছর সামাজিকভাবে বিয়েটা সেরে নিলেন নন্দিনী-রুদ্র। তবে বিয়ের পর কাজ থামাননি নন্দিনী দি। লাল রঙের ঢাকাই শাড়ি, হাতে শাঁখা-পলা ও মেহেন্দি হাতেই নতুন বউ পাইস হোটেলের রান্না-বান্না সারছেন। 

প্রসঙ্গত, ডালহৌসির অফিস পাড়ায় ফুটপাতে ভাতের হোটেল চালিয়ে বিখ্যাত তিনি। ইউটিউবারদের কল্যাণে আর পাঁচজন ফুটপাতের দোকানদারের তুলনায় 'স্মার্ট দিদি' নন্দিনীর হোটেলে ভিড়ও অনেকটাই বেশি থাকত। তবে ডালহৌসিতে সেই হোটেল বন্ধ করে নিউটাউনে হোটেল খুলেছেন তিনি। দক্ষিণ কলকাতাতেও রয়েছে নন্দিনী দির ভাতের হোটেল। 

Advertisement

নন্দিনী পড়াশোনা করেছেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে। বেঙ্গালুরুতেও চাকরি করেছেন। তবে সেসব ছেড়ে শুরু করে দেন মা-বাবার সঙ্গে ডালহৌসির এই হোটেল। সোশ্যাল মিডিয়ায় খ্যাতির সঙ্গে ট্রোলও যেন আপনা থেকেই চলে আসে। ট্রোলের শিকার হন নন্দিনীও। তবে সেই সব ট্রোলকে বিশেষ পাত্তা না দিয়ে নিজের মতো করে এগিয়ে চলেছেন তিনি। এই মুহূর্তে ইনস্টায় তাঁর ফলোয়ার্সের সংখ্যা ২ লক্ষেরও বেশি।   

Read more!
Advertisement
Advertisement