টলিপাড়ার পাওয়ার কাপল কৌশানী মুখোপাধ্যায় ও বনি সেনগুপ্ত। তাঁদের প্রেমচর্চা বহুদিনের। একসঙ্গে বহু পুজো কাটিয়েছেন এই জুটি। যদিও কবে বিয়ে করছেন, সে বিষয়ে এখনও কেউই কিছু জানাননি। গত ১০ বছর ধরে সম্পর্কে রয়েছেন বনি-কৌশানী। পুজো মানেই তাঁদের কাছে নতুন স্মৃতি তৈরি করা। এই বছর পুজোতে সেরকমই কিছু করলেন এই জুটি। একসঙ্গে ঢাক বাজালেন বনি-কৌশানী। যার ভিডিও ভাইরাল।
পুজোতে অষ্টমীর দিন বনি ও কৌশানী গিয়েছিলেন অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের পুজোতে। যেখানে তাঁদের একসঙ্গে ঢাক বাজাতে দেখা যায়। বনির সঙ্গে পাল্লা দিয়ে কৌশানীও ঢাক বাজান। মন্ত্রী অরুপ বিশ্বাসের ঢাকের তালে তালে বনি ও কৌশানী ঢাক বাজিয়ে সকলকে মুগ্ধ করলেন। তবে এই প্রথম নয়, পুজোতে এর আগেও বনি ও কৌশানী দুজনেই ঢাক বাজিয়েছেন। ঢাক বাজানোর আনন্দ বনি ও কৌশানীর মুখে স্পষ্ট। কখনও আস্তে আবার কখনও জোরে জোরে ঢাক বাজাতে দেখা গেল এই জুটিকে। এই ভিডিও শেয়ার করে কৌশানী ক্যাপশনে লেখেন, ঢাক না বাজালে পুজো সম্পূর্ণ হয় না।
এ বছর পুজোতেই মুক্তি পেয়েছে কৌশানীর রক্তবীজ ২। তাঁর অভিনয় বেশ প্রশংসিত। কৌশানীর আইটেম গানটিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই বছর প্রথমবার মহালয়াতে অংশ নিলেন কৌশানী। পুজোর সময় বনি-কৌশানীর এদিক-ওদিক যাওয়া থাকলেও একে-অপরের সঙ্গে সময় কাটাতে ভোলেন না তাঁরা। কৌশানীর বাড়িতেও ছোট করে দুর্গাপুজোর আয়োজন হয়। সেখানেই বনির সঙ্গে অঞ্জলি দেন কৌশানী। পুজো মানেই নায়িকার কাছে দেদার ঘোরা আর চুটিয়ে খাওয়া-দাওয়া।
প্রতি বছরের মতো এ বছরও বনির সঙ্গে পুজোয় ঘুরেছেন কৌশানী। এক সাক্ষাৎকারে কৌশানী বলেছিলেন, বনির সঙ্গেই বারবার পুজোর প্রেম। বনি আমার সঙ্গে থেকে থেকে ধার্মিক হয়ে গিয়েছে। আমার বাড়িতে বারো মাসে তেরো পার্বণ। সবকটাতে বনি বসে, অঞ্জলি দেয়। না খেয়ে উপোস থাকে পুজোতে। প্রত্যেক পুজোতেই বনির সঙ্গেই প্রেম করতে চান কৌশানী। এই মুহূর্তে কৌশানীর কেরিয়ার মধ্য গগনে। চুটিয়ে একের পর এক কাজ করছেন অভিনেত্রী। অপরদিকে বনির হাতেও রয়েছে বেশ কিছু ভাল প্রজেক্ট। তবে বিয়েটা কবে সারছেন তাঁরা সেই বিষয়ে কিছুই এখনও জানাননি।