Advertisement

Kunal-Mimi: যদিও প্রাক্তন সাংসদ তারকার সঙ্গে আলাপ নেই, তবুও...মিমি-র ছবি পোস্ট করে কী লিখলেন কুণাল?

Kunal-Mimi: সব বিষয়ে দারুণভাবে ওয়াকিবল থাকতে ভালোবাসেন তৃণমূলের কুণাল ঘোষ। বর্তমানে শাসক দলের কোনও পদে না থাকলেও কোনও ঘটনাই তাঁর চোখ এড়িয়ে যায় না। সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ যে কতটা অ্যাক্টিভ থাকেন তা কারোরই অজানা নয়। মাঝে মধ্যেই এমন কিছু শেয়ার করে বসেন যে আপনাকে অবাক হতেই হয়।

মিমির ছবি শেয়ার করলেন কুণালমিমির ছবি শেয়ার করলেন কুণাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Mar 2025,
  • अपडेटेड 3:34 PM IST
  • মিমি এই মুহূর্তে রয়েছেন ফিনল্যান্ডে।

সব বিষয়ে দারুণভাবে ওয়াকিবল থাকতে ভালোবাসেন তৃণমূলের কুণাল ঘোষ। বর্তমানে শাসক দলের কোনও পদে না থাকলেও কোনও ঘটনাই তাঁর চোখ এড়িয়ে যায় না। সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ যে কতটা অ্যাক্টিভ থাকেন তা কারোরই অজানা নয়। মাঝে মধ্যেই এমন কিছু শেয়ার করে বসেন যে আপনাকে অবাক হতেই হয়। রবিবার হঠাৎ করেই তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রীর সুন্দর একটি ছবি শেয়ার করেন কুণাল ঘোষ। 

মিমি এই মুহূর্তে রয়েছেন ফিনল্যান্ডে। সেখানকার বরফে ঢাকা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। ফিনল্যান্ড থেকে একাধিক ছবি-ভিডিও পোস্ট করেছেন মিমি। সেখান থেকেই কুণাল একটি ছবি পোস্ট করেন প্রাক্তন তৃণমূল সাংসদের। ছবিতে মিমিকে কাপ হাতে তৃপ্তিতে চোখ বুজে বসে থাকতে দেখা গিয়েছে। সেই ছবি শেয়ার করে কুণাল যেমন নিজের মুগ্ধতার কথা শেয়ার করেছেন তেমনি খানিকটা আক্ষেপের সুর তাঁর গলায়। 

কুণাল লেখেন, 'মিমিকে পর্দায় আমার দারুণ লাগে, তার উপর আমি চা-ভক্ত। তাই ফিনল্যান্ড ভ্রমণে মিমির এই চা-তৃপ্তির ছবিটি দেখে মুগ্ধ। ভারি শক্তিশালী অভিনেত্রী। 'যোদ্ধা'র রাজকুমারী সাজসজ্জার থেকে 'বোঝে না সে বোঝে না'র সাধারণ লুকটিই যেন অসাধারণ। 'রক্তবীজ'এ 'সংযুক্তা' করেছে। এর মধ্যে দেখলাম 'আমারও পরাণ যাহা চায়' রবীন্দ্রসঙ্গীতটি চমৎকার গেয়েছে। যদিও প্রাক্তন সাংসদ তারকার সঙ্গে আমার আলাপ নেই, তবু, রবিবাসরীয় সকালে পর্দার প্রিয় মুখটির চা-তৃপ্তির ছবিটি পোস্ট করলাম।' কুণালের এই পোস্ট দেখেই স্পষ্ট যে তিনি মিমিতে মজেছেন। আর এত বছর দলে থাকার পরও মিমির সঙ্গে আলাপ করতে পারেননি কুণাল। সেই দুঃখ একেবারে স্পষ্ট। 

আর এই পোস্ট দেখে নেটিজেনদের একাধির ভাল-মন্দ কমেন্ট আসছে কুণাল ঘোষের পোস্টে। তবে কেউ কেউ বলছেন, কুণাল দা প্রেমে পড়েছেন। কিন্তু মুখে বলতে পারছেন না মিমিকে বুঝেছি। আবার কেউ লিখেছেন, দিদি মনে হয় প্রার্থী খুঁজে পাচ্ছে না তাই প্রাক্তন সাংসদকে আবার মনে হয় বিধানসভায় দাঁড় করাতে চায়, তাই দিদির নির্দেশে তুমি মিমির পা চাটতে শুরু করেছো। 

Advertisement

সম্প্রতি মিমি গিয়েছিলেন ফিনল্যান্ড ভ্রমণে। সাদা বরফে মোড়া ফিনল্যান্ডের একগুচ্ছ ছবি দিয়েছেন। যদিও কুণালের মন কেড়েছে নায়িকার চা-পানের ছবিটি। মাথায় টুপি, গায়ে জ্যাকেট মুখে রূপটানের নামমাত্র ছোঁয়া। বন্ধ চোখে চায়ের কাপে চুমুক দিতে দিতে যেন এক অমোঘ তৃপ্তি প্রকাশ পাচ্ছিল ছবিটিতে। নায়িকার মতোও কুণালও চা-প্রেমী। সেই কারণেই ছবিটি আরও বেশি নজর কেড়েছে তাঁর। প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত দলের সাংসদ ছিলেন মিমি। কিন্তু গত বছর নির্বাচনের আগে আগেই মিমি রাজনীতি ছেড়ে দেন।   

Read more!
Advertisement
Advertisement