Advertisement

Television Gossip: চলছে প্রি-বোর্ড, সঙ্গে গভীর রাত পর্যন্ত শ্যুটিং, কীভাবে পড়াশোনা করছে পর্দার 'কুসুম'?

Television Gossip: ছোটপর্দার জনপ্রিয় সিরিয়াল 'কুসুম'। আর এই ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করে ইতিমধ্যেই দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে তানিষ্কা তিওয়ারি। তবে তানিষ্কা ছোটপর্দায় যতই বড়দের মতো হাবভাব দেখাক না কেন, সে কিন্তু বয়সে সকলের চেয়ে অনেকটাই ছোট। দশম শ্রেণীর ছাত্রী তানিষ্কা। শ্যুটিং সামলে পড়াশোনা করেন তিনি।

তানিষ্কা তিওয়ারিতানিষ্কা তিওয়ারি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2025,
  • अपडेटेड 10:53 AM IST
  • দশম শ্রেণীর ছাত্রী তানিষ্কা।

ছোটপর্দার জনপ্রিয় সিরিয়াল 'কুসুম'। আর এই ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করে ইতিমধ্যেই দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে তানিষ্কা তিওয়ারি। তবে তানিষ্কা ছোটপর্দায় যতই বড়দের মতো হাবভাব দেখাক না কেন, সে কিন্তু বয়সে সকলের চেয়ে অনেকটাই ছোট। দশম শ্রেণীর ছাত্রী তানিষ্কা। শ্যুটিং সামলে পড়াশোনা করেন তিনি। ফেব্রুয়ারিতে মাধ্যমিক দেবে পর্দার 'কুসুম'। কিন্তু তার আগেই শুরু হয়ে গিয়েছে প্রি-বোর্ড-এর পরীক্ষা। শ্যুটিং আর পরীক্ষা একসঙ্গেই চালিয়ে যাচ্ছে তানিষ্কা। 

গত ১৭ নভেম্বর থেকে প্রি-বোর্ড পরীক্ষা শুরু হয়েছে পর্দার কুসুম-এর। শ্যুটিং করছে আবার পরীক্ষাও দিতে যাচ্ছে তানিষ্কা। সবটা কীভাবে সামলাচ্ছে সে? সোশ্যাল মিডিয়ায় তানিষ্কার এক ভিডিও থেকে জানা যায় যে ইতিমধ্যেই দুটি পরীক্ষা সে দিয়ে ফেলেছে। একটি ইংলিশ ও অন্যটি বিজ্ঞান। তানিষ্কা জানিয়েছেন যে এই দুটো পরীক্ষা তার ভালই হয়েছে। তবে ইংরাজি পরীক্ষা তার বেশি ভাল হয়েছে। প্রি-বোর্ড পরীক্ষা হলেও তানিষ্কা শ্যুটিং থেকে ছুটি পায়নি। সেটেই পড়াশোনা করতে হয়েছে। 

তাছাড়া তানিষ্কা জানিয়েছেন যে তাঁর জ্বরও ছিল। ওষুধ খেয়ে সে পরীক্ষা দিতে গিয়েছিল। শ্যুটিং চলছে রাত তিনটে পর্যন্ত। তবে তানিষ্কা জানিয়েছে শটের ফাঁকে সময় পেলেই বই নিয়ে বসে যায় সে। এত ব্যস্ততার কারণে ঘুমটাও ঠিক মতো হচ্ছে না পর্দার কুসুমের। যদিও এই নিয়ে কোনও আক্ষেপ নেই তার। কারণ সে ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছিল। ২ ডিসেম্বর শেষ হবে তার প্রি-বোর্ড-এর পরীক্ষা। তারপরই দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। 

পর্দার কুসুম মাধ্যমিকের পর হিউম্যানিটিজ নিয়ে একাদশ-দ্বাদশে পড়াশোনা করতে চায়। মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান নিয়ে ও পড়ার ইচ্ছে রয়েছে। তানিষ্কা পরবর্তীকালে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়বে বলে জানা গিয়েছে। 'কুসুম' ধারাবাহিক-এর মাধ্যমে বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তানিষ্কা তিওয়ারি। একাধিক সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এই সিরিয়ালে তিনি প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পায়। ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে চার বছর পার করে ফেলেছেন তানিষ্কা। বলিউডেও ডেবিউ করে ফেলেছে পর্দার কুসুম।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement