Advertisement

Lagnajita Chakraborty: 'হাতটা আমার স্কার্টের ভিতর...,' রাজেশ রোশনের বিরুদ্ধে বিস্ফোরক লগ্নজিতা

Lagnajita Chakraborty News: এবার আরও এক তারকা সামনে আনলেন তাঁর সঙ্গে ঘটে যাওয়া এরকমই এক অনভিপ্রেত ঘটনা। লগ্নজিতা চক্রবর্তী এবার মুখ খুললেন রাজেশ রোশনের বিরুদ্ধে। 

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Dec 2024,
  • अपडेटेड 3:31 PM IST

টলিউড থেকে বলিউড, 'কাস্টিং কাউচ' নিয়ে বিভিন্ন সময় সরব হয়েছেন একাধিক তারকা। আরজি কর কাণ্ডের আবহে, টলিপাড়াতেও একের পর এক নারী নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসছে। আরও বেশি করে উঠে আসছে 'কাস্টিং কাউচ','মি টু' অভিযোগ। যদিও বাংলা ইন্ডাস্ট্রি এই ধরণের হেনস্থার ঘটনা নতুন নয়। বহু ক্ষেত্রে কোনও মহিলারা এগিয়ে এসে অভিযোগ করতে ভয় পান। এবার আরও এক তারকা সামনে আনলেন তাঁর সঙ্গে ঘটে যাওয়া এরকমই এক অনভিপ্রেত ঘটনা। লগ্নজিতা চক্রবর্তী এবার যৌন হেনস্থার অভিযোগ তুললেন রাজেশ রোশনের বিরুদ্ধে। 

এক পডকাস্ট চ্যানেলে সম্প্রতি লগ্নজিতার একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে ক্যামেরার সামনেই যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন গায়িকা। লগ্নজিতা বলেন, "আমি একটা নাম বলছি যাকে সবাই চেনে, কিন্তু তাঁর সঙ্গে কারও কিছু এসে যায় না। তিনি হচ্ছেন হৃত্বিক রোশনের কাকা রাজেশ রোশন। তিনি একজন অত্যন্ত পরিচিত সঙ্গীত পরিচালক। আমি যখন বোম্বে থাকতাম, সান্তা ক্রুজে আমার সঙ্গে একদিন উনি দেখা করেন।" 

শিল্পী আরও বলেন, "আমি ওঁর বাড়িতে ঢুকে বসে আছি, উনিও বসে আছেন। চারিদিকে পিয়ানো ও অন্যান্য বাদ্যযন্ত্র আছে। ততদিনে আমার অনেকগুলো বিজ্ঞাপনের জিঙ্গেলস গাওয়া হয়ে গেছে। ওঁর সামনেই একটা আইপ্যাড খোলা ছিল, উনি বললেন কণ্ঠ শোনাতে। আমি তখন ইউটিউবে আমার কাজগুলো খুঁজছি। আমি সেদিন স্কার্ট পরেছিলাম। আমার পরিষ্কার মনে আছে, উনি ক্রমশ আমার কাছে আসছেন। আমি আমি তখন ভাবছিলাম, দেখি আর কতটা কাছে আসে। আমার ক্যামেরায় বলতে একটু খারাপই লাগছে, এরপর কিছু না বলেই উনি ওঁর হাতটা আমার স্কার্টের ভিতর ঢুকিয়ে দিলেন...।"        

আরও পড়ুন

ভিডিওটির কমেন্ট বক্সে বহু নেটিজেন লগ্নজিতার জন্য দুঃখ প্রকাশ করেছেন, তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন তাঁকে এরকম ঘটনার সম্মুখীন হতে হয়েছে বলে। অন্যদিকে অনেকে রাজেশ রোশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন।   

Advertisement

প্রসঙ্গত, বাংলা সঙ্গীত জগতে লগ্নজিতা চক্রবর্তী পরিচিত নাম। একের পর এক ছবিতে প্লেব্যাক করে তিনি সকলের মন জয় করেছেন। সে তালিকায় রয়েছে 'প্রেমে পড়া বারণ', 'বসন্ত এসে গেছে', 'এ ভাবে গল্প হোক আমাদের রূপকথার' থেকে 'হৃদয়ের রং'-র মতো গান। ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত 'ঠোঁটকাটা' নামে। নিন্দুকরা শত কটূকথা বললেও, 'কেয়ার নট অ্যাটিটিউটই' রাখতে পছন্দ করেন লগ্নজিতা। 

 

Read more!
Advertisement
Advertisement