Advertisement

Sourav Ganguly Biopic: কবে থেকে সৌরভের বায়োপিকের শ্য়ুটিং শুরু? জানালেন পরিচালক

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক বলিউডে তৈরি হচ্ছে, এই খবর অজানা কারোর নয়। যার প্রস্তুতি পর্ব চলছে এখন জোর কদমে। পরিচালক বিক্রমাদিত্য মোতোয়ানি সহ বায়োপিক নির্মাতাদের পুরো দল সম্প্রতি রেকির কাজ করে গিয়েছেন এই শহরে।

কবে থেকে বায়োপিকের শ্যুটিং শুরু?কবে থেকে বায়োপিকের শ্যুটিং শুরু?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jan 2026,
  • अपडेटेड 4:46 PM IST
  • সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক বলিউডে তৈরি হচ্ছে, এই খবর অজানা কারোর নয়।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক বলিউডে তৈরি হচ্ছে, এই খবর অজানা কারোর নয়। যার প্রস্তুতি পর্ব চলছে এখন জোর কদমে। পরিচালক বিক্রমাদিত্য মোতোয়ানি সহ বায়োপিক নির্মাতাদের পুরো দল সম্প্রতি রেকির কাজ করে গিয়েছেন এই শহরে। আর এরকম সময় ছবির আর এক পরিচালক লাভ রঞ্জন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে বড় আপডেট শেয়ার করলেন। এই ছবি মহারাজের অসাধারণ ক্রিকেট কেরিয়ার ও ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক হিসাবে তাঁর কেরিয়ারের ওপর মনোযোগ দেওয়া হয়েছে। 

রোমান্টিক কমেডি ছবির জন্য জনপ্রিয় পরিচালক লাভ রঞ্জন সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে কথা বলেছেন। লাভ রঞ্জন সাক্ষাৎকারে বলেছেন, চলতি বছরের মার্চেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু হয়ে যাবে। যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে এর থেকে বেশি আর কোনও তথ্য তিনি দিতে চাননি। প্রসঙ্গত, একাধিক রিপোর্ট অনুযায়ী, সৌরভের এই বায়োপিকে নাম চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। 

কলকাতাতেই এই ছবির অধিকাংশ শ্যুটিং হওয়ার কথা রয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুতোয় পা গলানোর আগে রাজকুমার রাও নিজেকে কঠিন প্রস্তুতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন। শোনা গিয়েছে, অভিনেতা বাঁ-হাতে ক্রিকেট খেলার সব খুঁটিনাটি শিখছেন। রাজকুমার তাঁর চরিত্রে অভিনয় করবেন, তা আগেই জানিয়ে ছিলেন মহারাজ। অভিনেতাও জানান যে তিনি এই চরিত্রে অভিনয় করা নিয়ে প্রথমে নার্ভাস ছিলেন তিনি। 

ইডেন গার্ডেন্স, এরিয়ান ক্লাব সহ ময়দানের বিভিন্ন মাঠেও হবে সিনেমার শ্যুটিং। সৌরভের ছোটবেলা তুলে ধরা হবে সিনেমায়। তাই হোমওয়ার্ক সেরে রাখছেন নির্মাতারা। সম্প্রতি, সৌরভ কোথায় যেতেন, কী করতেন, সব কিছু বড় পর্দায় ফুটিয়ে তোলার জন্য কলকাতার বিভিন্ন স্থানই ঘুরে দেখেন পরিচালক, আর্ট ডিরেক্টর, ডিওপি-রা। সিনেমায় ১৩ বছরের সৌরভকে দেখানো হবে। তাই সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে শুরু করে একাধিক জায়গায় রেকি করা হয়। 

এমনকী, সৌরভের বীরেন রায় রোডের বাড়িতে গিয়ে দীর্ঘ সময় কাটান পরিচালক ও ছবি নির্মাণের সঙ্গে যুক্ত অন্যান্যরা। সৌরভ নিজে এখন প্রিটোরিয়া ক্যাপিটালস নিয়ে এসএটি-২০-তে ব্যস্ত। তিনি ফিরলেই তাঁর সঙ্গে বসা হবে। পর্দার ডোনা কে হবেন, সৌরভের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত। শোনা যাচ্ছে, বাঙালি কোনও নায়িকা থাকতে পারেন ডোনার ভূমিকায়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement