Advertisement

Tithi Basu: 'মা' সিরিয়ালই শেষ, সেই 'ঝিলিক' তিথি আর কেন ফিরলেন না অভিনয়ে?

Tithi Basu: একসময় দারুণ জনপ্রিয় ছিল 'মা' সিরিয়াল। আর এই সিরিয়ালের হাত ধরেই রাতারাতি জনপ্রিয় হয়েছিল ঝিলিক তথা তিথি বসু। তবে এখন তিথি বেশ অনেকটাই বড়। কলেজের গণ্ডীও পেরিয়ে গিয়েছেন। মাঝে মাঝেই বিভিন্ন বিষয় নিয়েও চর্চায় থাকেন তিনি। সেই সময় তিথি যাঁদের সঙ্গে অভিনয় করেছিল তারা এখন প্রত্যেকেই চুটিয়ে অভিনয় করছে। কিন্তু মা সিরিয়ালের পর তিথি তথা ঝিলিককে আর পর্দায় দেখা যায়নি।

তিথি বসুতিথি বসু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Sep 2023,
  • अपडेटेड 1:49 PM IST
  • একসময় দারুণ জনপ্রিয় ছিল 'মা' সিরিয়াল। আর এই সিরিয়ালের হাত ধরেই রাতারাতি জনপ্রিয় হয়েছিল ঝিলিক তথা তিথি বসু।

একসময় দারুণ জনপ্রিয় ছিল 'মা' সিরিয়াল। আর এই সিরিয়ালের হাত ধরেই রাতারাতি জনপ্রিয় হয়েছিল ঝিলিক তথা তিথি বসু। তবে এখন তিথি বেশ অনেকটাই বড়। কলেজের গণ্ডীও পেরিয়ে গিয়েছেন। মাঝে মাঝেই বিভিন্ন বিষয় নিয়েও চর্চায় থাকেন তিনি। সেই সময় তিথি যাঁদের সঙ্গে অভিনয় করেছিল তারা এখন প্রত্যেকেই চুটিয়ে অভিনয় করছে। কিন্তু মা সিরিয়ালের পর তিথি তথা ঝিলিককে আর পর্দায় দেখা যায়নি। এমনকী বর্তমানেও তিথি কোনও সিরিয়াল করছেন না। একেবারেই নিজেকে অভিনয় জগত থেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। কিন্তু কেন এই দুরত্ব? 

সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া সেই সাক্ষাৎকারে তিথিকে বলতে শোনা গিয়েছে যে তিনি বাঁধাধরা কাজ করতে মোটেও ভালোবাসেন না। সিরিয়ালে অভিনয় করাটাও একটা নির্দিষ্ট সময়ের কাজ। সেটা করতে আগ্রহী নন তিথি। বরং এখন যে তিনি ব্লগার হিসাবে পরিচিতি তৈরি করেছেন, এটাই তাঁকে আনন্দ দেয়। 

তবে 'মা' সিরিয়ালের পর কেন এতবছর অভিনয় থেকে দূরে ছিলেন তিথি? ঝিলিক সেই সাক্ষাৎকারে বলেন, 'আমার আইসিএসসি পরীক্ষার ঠিক আগে মা-বাবার মধ্যে বিচ্ছেদ হয়। সে এক বিভীষিকাময় পরিস্থিতি।' শুধু তাই নয়, মা-বাবার বিচ্ছেদের পর তাঁর জীবনও আমূল বদলে যায়। তিথি সেই সময় ইংরাজি মাধ্যম স্কুলে পড়তেন, আর সেখানে মাইনে বেশি ছিল বলে অল্প বয়স থেকেই তাঁকে উপার্জনের চিন্তা ভাবিয়েছিল। তবে তিথি এও জানান যে তখন যদি তিনি অভিনয় করতেন তাহলে হয়ত পড়াশোনা চালাতে পারতেন না। তাই বাবা ছেড়ে যাওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলেন কষ্ট করে লেখাপড়াটা চালিয়ে নিয়ে যাবেন তিথি। 

বর্তমানে নিজস্ব কনটেন্ট ও ভিডিও তৈরির দিকেই মন দিয়েছেন তিনি। এখন তাঁকে সিরিয়ালের ফ্লোরে শট দিতে দেখা যায় না। কিন্তু ক্যামেরার সামনে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন তিথি। তিনি এখন ব্লগার। নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। তিথি বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। এখন আর অভিনয়ে ফেরার ইচ্ছাও নেই। তাঁর ব্লগ ও ইউটিউভ চ্যানেল থেকে যথেষ্ট আয় হচ্ছে তিথির। কিছুদিন আগেই ব্রেকআপ নিয়েও চর্চায় ছিলেন ঝিলিক তথা তিথি বসু। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement