Advertisement

Tithi Basu: ট্রেনে তিথির গালিগালাজ-দুর্ব্যবহার VIRAL, 'ঝিলিক' কী বলছেন?

Tithi Basu: সিমলা ঘুরতে যাওয়ার পথে ট্রেনে তারস্বরে গান চালিয়ে বিপাকে পড়লেন মা সিরিয়াল খ্যাত ঝিলিক তথা তিথি বসু। ট্রেনের অন্যান্য যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার সহ গালিগালাজ করা সহ একাধিক অভিযোগ উঠেছে তিথির বিরুদ্ধে। তিথিরই কামড়ায় থাকা এক সহযাত্রী তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

তিথি বসুতিথি বসু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Mar 2025,
  • अपडेटेड 10:40 AM IST
  • সিমলা ঘুরতে যাওয়ার পথে ট্রেনে তারস্বরে গান চালিয়ে বিপাকে পড়লেন মা সিরিয়াল খ্যাত ঝিলিক তথা তিথি বসু।

সিমলা ঘুরতে যাওয়ার পথে ট্রেনে তারস্বরে গান চালিয়ে বিপাকে পড়লেন মা সিরিয়াল খ্যাত ঝিলিক তথা তিথি বসু। ট্রেনের অন্যান্য যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার সহ গালিগালাজ করা সহ একাধিক অভিযোগ উঠেছে তিথির বিরুদ্ধে। তিথিরই কামড়ায় থাকা এক সহযাত্রী তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে ঝিলিক তথা তিথিকে দেখা গিয়েছে ট্রেনের সিটে বসে থাকতে। তবে কী ঘটনা ঘটেছে, ট্রেনের মধ্যে কাদের সঙ্গে ঝগড়া হয়েছে, সবটা তিথি জানিয়েছেন তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে। 

রবিবার এক ভ্রমণসংস্থার মাধ্যমে এক ব্যক্তি তিথির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন,  ‘এই মুহূর্তে আমি কালকা যাওয়ার জন্য নেতাজি এক্সপ্রেসে রয়েছি। আমাদের কামরায় সহযাত্রী হিসেবে দু’জন ব্লগারও রয়েছেন। কিন্তু এই ব্লগাররা জানেন না যে, তাঁদের পাবলিকপ্লেসে উল্লাস করার অধিকার আছে কিনা। উঁচু আওয়াজে চিৎকার, গান আর হট্টগোল, হাসি সব মিলিয়ে এমনই করছেন তাঁরা যে আশপাশে থাকা অন্য যাত্রীদের কথা ভাবছেনই না। তাঁদের এই আচরণে সত্যি আমি স্তম্ভিত। বারবার অনুরোধ করার পরও তাঁরা চিৎকার করেই যাচ্ছেন, জোরে জোরে গান চালাচ্ছেন। এই নিয়ে বলতে গেলে তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন। আমি জানি না এটা কীভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এই মেয়েটিকে দেখছেন, এ সবচেয়ে বাজে ভাষা ব্যবহার করেছিল।’

এই পোস্টের পরই তিথিকে উদ্দেশ্য করে একাধিক ট্রোল ও নিন্দা শুরু হওয়ার পরই ট্রেনের মধ্যে থেকেই ভিডিও করে অভিনেত্রী পুরো ঘটনা সামনে আনেন। মাঝরাতে ঘুম থেকে উঠে তিথি তাঁর ভিডিওবার্তায় বলেন, আমি এখন নেতাজি এক্সপ্রেসে আছি। একটু আগে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে ২টো। একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে আমার ছবি দিয়ে, যেখানে আমি খুব আদো আদো মুখ করে একটা মানুষের দিকে তাকিয়ে ছিলাম, সেই ছবিটা দিয়ে লেখা হয়েছে, আমি বির্ত করেছি, খারাপ ভাষা ব্যবহার করেছি গান চালানো হয়েছে বলে। পোস্টটা খুব ভাইরালও হয়েছে। কেউ যদি আমার ছবি দিয়ে ভাইরাল হতে চায় হোক। আমি তো জানি লোকজন শিক্ষিত, কিন্তু আজ বুঝলাম যে মানুষজন দু’পক্ষের কথা না শুনেই নানা মন্তব্য করতে শুরু করে দেন।

Advertisement

এরপর তিথি নিজের মুখেই ট্রেনে গান চালানোর কথা স্বীকার করে নেন। পাশাপাশি এও জানান যে তিনি অন্যের অসুবিধার কথা ভেবে গানের আওয়াজ কমিয়েও দেন। এরপর তিথি বলেন, তারপর বিকেলে আমাদের কামরায় যাঁরা ছিলেন তাঁরা আমাদের সঙ্গে হইহই করছিলেন। সিমলা ঘুরতে যাওয়া হচ্ছে বলে সকলে একসঙ্গে মজা করছিলাম। কিন্তু তখনও এসে এক মহিলা বলেন, গান কেন চলছে? তখন আমারা বলি যে আমরা গান বন্ধ করব না, কিন্তু আস্তে করতে পারি। আর তখন তাঁদের সঙ্গে খুব ভদ্র ভাবেই কথা বলেছি। তারপর তিনি আরপিএফকে অভিযোগ জানান, আমাদের গান বন্ধ করিয়ে দেন। আমারা বন্ধও করে দিই। কিন্তু যাঁরা পোস্টটি করেছেন তাঁরা কোনও পক্ষেই ছিলেন না। হঠাৎ করে পোস্ট করে দিয়েছেন।

এরপর মা অভিনেত্রী জানিয়েছেন যে ট্রেনের ভেতর একটা ঝামেলা হয়েছিল, সেটাতে তিনি জড়িয়ে পড়েন। তিথি এরপর বলেন, আমার মুখ চেনা বলে আমি কিছু বলব না, এটা মানুষ ভুল ভাবে। সম্মান তাঁরাই পাবে যাঁরা সম্মান দেবে। যদিও এই ভিডিও পোস্ট করেও তিথির কোনও লাভই হয়নি। উল্টে নেটিজেনরা তাঁকেই ট্রোল করতে শুরু করে দেন। 

Read more!
Advertisement
Advertisement