Advertisement

Tithi Basu: 'বেশি অশ্লীল হয়ে গেল', ব্রালেটে খোলামেলা ছবি দিতেই ট্রোলড পর্দার 'ঝিলিক'

Tithi Basu: এককালে ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন তিথি বসু। মা সিরিয়ালের মাধ্যমে দর্শকদের ঘরে ঘরে ঝিলিক হয়ে ভালোবাসা পান তিথি। বহু বছর আগে সেই সিরিয়াল সম্প্রচার হত। শুধু তা-ই নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘বন্ধু’ ছবিতে শিশুশিল্পী হিসাবেও কাজ করেছিলেন তিনি। তবে বহু বছর লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে রয়েছেন তিথি।

তিথি বসুতিথি বসু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Oct 2025,
  • अपडेटेड 11:08 AM IST
  • এককালে ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন তিথি বসু।

এককালে ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন তিথি বসু। মা সিরিয়ালের মাধ্যমে দর্শকদের ঘরে ঘরে ঝিলিক হয়ে ভালোবাসা পান তিথি। বহু বছর আগে সেই সিরিয়াল সম্প্রচার হত। শুধু তা-ই নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘বন্ধু’ ছবিতে শিশুশিল্পী হিসাবেও কাজ করেছিলেন তিনি। তবে বহু বছর লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে রয়েছেন তিথি। তার বদলে ভ্লগিংকেই পেশা হিসাবে নিয়েছেন। এখন সোশ্যাল মিডিয়ায় তাঁকে প্রতিদিনই দেখা যায়। ট্রোলিং নিত্য সঙ্গী। সম্প্রতি আরও একবার নেটিজেনের একাংশের কটাক্ষের শিকার হলেন পর্দার ঝিলিক। 

সম্প্রতি ঝিলিক কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি কুরুশের মাল্টি কালার ব্রালেট পরেছেন। সঙ্গে নীল রঙের স্কার্ট। ব্যাকলেস ব্রালেট, দেখা যাচ্ছে পিঠের বেশ কিছুটা অংশ। নানান ভঙ্গীমায় ছবি তুলেছেন তিনি। আর সেই ছবি পোস্ট হতেই ট্রোলের শিকার হলেন পর্দার ঝিলিক। কেউ কেউ তাঁর এই বোল্ড লুকের প্রশংসা করলেও অনেকেই তাঁর নিন্দায় সরব হয়েছেন। 

কেউ লিখেছেন, মোটেও ভাল লাগছে না। আবার কেউ লেখেন, লজ্জা বেচে দিয়েছো বাজারে। কেউ লেখেন, বেশি অশ্লীল হয়ে গেলো ছিঃ। আবার কেউ লিখেছেন, তোম মা এইসব তোর আদিখ্যেতা দেখে না। কেউ লিখেছেন, কাপড় পরার দরকার কি। যদিও এইসব ট্রোল-কটাক্ষ নিয়ে একেবারেই চিন্তিত নন তিথি। তিনি নিজের মতো করে জীবন চালাচ্ছেন। কয়েক বছর আগে ব্রেকআপের পর ফের নতুন করে সম্পর্কেও জড়িয়েছেন তিনি। তবে এখনই প্রেমিকের মুখ সামনে নিয়ে আসতে রাজি নন তিনি। 

এর আগে তিথির কাছে বহু সিরিয়ালে অভিনয় করার সুযোগ এলেও, চরিত্র পছন্দ না হওয়ায় তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে অভিনয়ে ফিরতে আগ্রহী তিথি। ভাল চরিত্র পেলে তিনি অবশ্য়ই ফের অভিনয় ফিরবেন। প্রসঙ্গত,  তিথির সমসাময়িক একসঙ্গে যারা অভিনয় করতেন তাঁরা সবাই মন দিয়েছেন অভিনয়ে। কেউ বড় পর্দায় জনপ্রিয়, আবার কেউ ছোট পর্দায়। কিন্তু পর্দার ঝিলিক নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছেন নিয়মিতভাবে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement