Advertisement

Tithi Basu: ক্রিকেটার প্রেমিক অতীত, ফের প্রেমে পড়লেন পর্দার 'ঝিলিক'

Tithi Basu: মা সিরিয়ালের মাধ্যমে একসময় ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন ঝিলিক। কোঁকড়া চুলের মেয়েটির মায়া মাখানো মুখ কিছুতেই ভুলতে পারতেন না দর্শকেরা। প্রায় ৫ বছর সেই সিরিয়াল চলার পর আর কোনওদিন ছোটপর্দায় দেখা মেলেনি ঝিলিক তথা তিথি বসুর। একেবারেই বিনোদন জগত থেকে বাইরে তিথি।

কার সঙ্গে প্রেম করছেন তিথি?কার সঙ্গে প্রেম করছেন তিথি?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Aug 2025,
  • अपडेटेड 5:39 PM IST
  • মা সিরিয়ালের মাধ্যমে একসময় ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন ঝিলিক।

মা সিরিয়ালের মাধ্যমে একসময় ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন ঝিলিক। কোঁকড়া চুলের মেয়েটির মায়া মাখানো মুখ কিছুতেই ভুলতে পারতেন না দর্শকেরা। প্রায় ৫ বছর সেই সিরিয়াল চলার পর আর কোনওদিন ছোটপর্দায় দেখা মেলেনি ঝিলিক তথা তিথি বসুর। একেবারেই বিনোদন জগত থেকে বাইরে তিথি। এখন ভ্লগিং করেই তাঁর জনপ্রিয়তাকে ধরে রেখেছেন পর্দার ঝিলিক। মাঝে তিথি সম্পর্কে জড়িয়েছিলেন ক্রিকেটার দেবাযুধ পালের সঙ্গে। কিন্তু সেই সম্পর্ক হঠাৎ ভেঙে যায়। ব্রেকআপের দুবছর পর ফের নতুন সম্পর্কে জড়ালেন তিথি। সামনে আনলেন প্রেমিককে। 

তিথি এর আগেও তাঁর প্রেমিককে নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকেও ছবি পোস্ট করেন। তবে এবার প্রেমিককে সঙ্গে নিয়ে ছবি দিলেন তিথি। হলুদ রঙের পোশাক পরেছেন তিথি আর তাঁর প্রেমিক পরেছেন স্ট্রাইপ টি-শার্ট। প্রেমিকের ঠোঁটের খুব কাছে তিথির মুখ, এক হাত দিয়ে জড়িয়ে রয়েছেন প্রেমিককে। তবে প্রেমিকের মুখ দেখাননি অভিনেত্রী। মুখের ওপর বড় লাল হার্টের ইমোজি। তবে দাড়িটা আড়াল করতে পারেননি। এই ছবি পোস্ট করে তিথি হিন্দিতে ক্যাপশনে লেখেন, 'ভুলেয়া লোগ ব্যস ইয়াদ তু।' যার বাংলা তর্জমা, সবাইকে ভুলেছি শুধু তোমায় মনে আছে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

তিথি এই মুহূর্তে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, তা স্পষ্ট করে জানাননি। যদিও মাঝে মধ্যেই প্রেমিকের কথা নিজের ভ্লগে উল্লেখ করে থাকেন তিনি। এমনকী প্রেমিকের জন্মদিনেও তিথি নিজের হাতে রান্না করে খাইয়েছিলেন তাঁর প্রেমিককে। তবে সেই সময়ও তিথি নিজের প্রেমিকের সম্পর্কে কিছুই জানাননি। অনেকদিনই হল রোল, ক্যামেরা, লাইট থেকে দূরে পর্দার ঝিলিক। এত দিন পড়াশোনা আর শরীরচর্চা নিয়ে ব্যস্ত থাকতেন। কলেজ পাশ করার পর আপাতত তিনি মজে ইউটিউব আর ফেসবুকে।

এইসবের মাঝেই তিথি সম্পর্কে জড়িয়েছিলেন দেবাযুধ পালের সঙ্গে। প্রেমিকের সঙ্গে একাধিক ছবিতে ভরে থাকত তিথির সোশ্যাল মিডিয়া পেজ। কলেজ জীবন থেকে তিথি ও দেবাযুধ পালের সম্পর্ক। একই কলেজে মনস্তস্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন তাঁরা। একসঙ্গে একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন তাঁরা। মাঝেমাঝেই বাইক নিয়ে বেরিয়ে পড়তেন ঘুরতে। নিজেদের চ্যানেলে সেই সব ভিডিও ভাগ করে নিতেন। সেই সাড়ে চার বছরের সম্পর্ক ভাঙে তিথির। সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়লেও ফের উঠে দাঁড়ান অভিনেত্রী। নতুন উদ্যমে শুরু করেন তাঁর একার ইউটিউব চ্যানেল। দেবায়ুধ আপাতত ব্যস্ত নিজের ক্রিকেট নিয়ে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement