Advertisement

These Young Stars Shined 2025: ২০২৫-এ নতুন মুখদের জয় জয়কার, কারা কারা নজর নজর কাড়লেন?

These Young Stars Shined 2025: এই বছরটাও শেষের মুখে। আবার নতুন বছর নতুন আশা নিয়ে হাজির হবে। তবে এই বছর বাংলা এবং হিন্দিতে বেশ কিছু নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা নিজেদের প্রতিভা দেখিয়ে বিশেষভাবে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। অভিনয় থেকে পরিচালনা, সবেতেই কামাল করে দেখিয়েছেন এই প্রজন্মের কিছুজন।

২০২৫ সালে নজর কেড়েছে যে সব নতুন তারকারা২০২৫ সালে নজর কেড়েছে যে সব নতুন তারকারা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Dec 2025,
  • अपडेटेड 11:51 AM IST
  • এই বছর বাংলা এবং হিন্দিতে বেশ কিছু নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা নিজেদের প্রতিভা দেখিয়ে বিশেষভাবে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন।

এই বছরটাও শেষের মুখে। আবার নতুন বছর নতুন আশা নিয়ে হাজির হবে। তবে এই বছর বাংলা এবং হিন্দিতে বেশ কিছু নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা নিজেদের প্রতিভা দেখিয়ে বিশেষভাবে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। অভিনয় থেকে পরিচালনা, সবেতেই কামাল করে দেখিয়েছেন এই প্রজন্মের কিছুজন। আসুন দেখে নিই কাদের ভাগ্য উজ্জ্বল হয়েছে এই বছর। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

আহান পাণ্ডে ও অনিত পাড্ডা
মোহিত সুরির সাইয়ারা ছবির মাধ্যমে এই দুই নবাগত ও নবাগতা অভিনেতা-অভিনেত্রী বলিউডে পা রাখেন। আহান ও অনিত প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নেন। তাঁদের নিয়ে আলোচনা-চর্চা থামতেই চাইছে না।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

 

আরিয়ান খান
শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এই বছর পরিচালনায় ডেবিউ করেন। নেটফ্লিক্সে তাঁর সফলতম সিরিজ Ba***ds Of Bollywood বেশ চর্চিত। আসোচনা হয়েছে শাহরুখ-পুত্রকে নিয়েও। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

লক্ষ্য লালওয়ানি
আরিয়ান খানের ডেবিউ ছবি Ba***ds Of Bollywood-এ প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করে রাতারাতি সকলের নজরে আসেন লক্ষ্য। এর আগে লক্ষ্য কাজ করেছেন কিল ছবিতে। 

আমন দেবগণ
অভিনয় জগতে আমন দেবগনের হাতেখড়ি হয়েছে ‘আজাদ’ ছবিটি দিয়ে। তাঁর অভিনয় অনেকেরই নজর কেড়েছে। আমানের সহজ, সাবলীল অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। এখন আগামী বছর অর্থাৎ ২০২৬-এ তিনি নতুন কী চমক নিয়ে আসেন, তা দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শক।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

রাসা থাদানি
রাশা থাদানি ‘আজাদ’ ছবির জনপ্রিয় গান ‘উই আম্মা’-তে অসাধারণ নৃত্যশৈলি দিয়ে দর্শকদের মন জয় করেছেন। আমানের সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। তাঁর অভিনয়শৈলি দেখে বোঝার উপায় নেই যে এটি তাঁর প্রথম কাজ।

ঐশ্বর্য ঠাকরে
অভিনেতা ঐশ্বর্য ঠাকরে অনুরাগ কাশ্যপের ‘নিশানচি’ ছবি দিয়ে তাঁর কেরিয়ার শুরু করেছেন। প্রথম ছবিতেই তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন। তাঁর সাবলীল অভিনয় ব্যাপক প্রশংসাও কুড়িয়েছে।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

অবনিত কউর
অবনিত কউর ‘লাভ ইন ভিয়েতনাম’ ছবি দিয়ে প্রথমবার বড়পর্দায় আসেন। ছবিতে অবনিত ‘সিমি’ নামে এক সাহসী পাঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর প্রাণবন্ত ব্যক্তিত্ব সবার নজর কেড়েছে। দর্শক এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যাতে তিনি খুব শীঘ্রই বলিউডের আরও ছবিতে অভিনয় করেন।

Advertisement
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

সারা সেনগুপ্ত
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার মেয়ে সারা আন্তর্জাতিক মডেলিং দুনিয়ায় নিজের পা শক্ত করে নিয়েছেন। তাঁকে নিয়ে প্রায়দিনই চর্চা হয়। আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখও সারা। এছাড়াও ব়্যাম্পেও তাঁর পারফর্ম্যান্স নজর কেড়েছে সকলের। সারার পাশাপাশি শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়াও ডেবিউ করতে চলেছেন বাংলা ছবিতে।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

 

Read more!
Advertisement
Advertisement