Advertisement

Met Gala 2025: প্রথমবার Met Gala-তে মাতৃত্বের উদযাপন, বেবি বাম্প আগলে রেড কার্পেটে কিয়ারা

Met Gala 2025: প্রতি বছরের ন্যায় এই বছরও নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে আয়োজিত হয়েছে মেট গালা ফ্যাশন ইভেন্ট। যেখানে বিশ্বের নামী ফ্যাশন ব্রান্ড, ডিজাইনার ও মডেলরা অংশ নেন। দেখা যায় বলিউডের তারকাদেরও।

বেবি বাম্প নিয়ে রেড কার্পেটে কিয়ারাবেবি বাম্প নিয়ে রেড কার্পেটে কিয়ারা
Aajtak Bangla
  • মুম্বই,
  • 06 May 2025,
  • अपडेटेड 10:22 AM IST
  • প্রতি বছরের ন্যায় এই বছরও নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে আয়োজিত হয়েছে মেট গালা ফ্যাশন ইভেন্ট।

প্রতি বছরের ন্যায় এই বছরও নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে আয়োজিত হয়েছে মেট গালা ফ্যাশন ইভেন্ট। যেখানে বিশ্বের নামী ফ্যাশন ব্রান্ড, ডিজাইনার ও মডেলরা অংশ নেন। দেখা যায় বলিউডের তারকাদেরও। ২০২৫ সালের মেট গালায় সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন শাহরুখ খান। এই বছরই মেট গালাতে শাহরুখের অভিষেক ঘটল। তবে SRK-এর পাশাপাশি এই বছর মেট গালাতে অভিষেক ঘটল হবু মা কিয়ারা আডবাণীরও। আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চেই প্রথমবার বেবিবাম্প দেখা গেল ডিভা কিয়ারার। 

ঐতিহাসিক এই মুহূর্তে, কিয়ারাই প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি মেট গালা রেড কার্পেটে তাঁর বেবিবাম্প নিয়ে হাঁটলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নায়িকার একাধিক ছবিতে দেখা গিয়েছে, কিয়ারা তাঁর বেবিবাম্প ফ্লন্ট করছেন। মেট গালা কার্পেটে কিয়ারা পরেছিলেন কালো রঙের বডি হাগিং পোশাক। প্রেগন্যান্সি গ্লো একেবারে স্পষ্ট তাঁর চোখে-মুখে। একদিকে যেমন মেট গালার রেড কার্পেটে হেঁটে ইতিহাস তৈরি করেছেন শাহরুখ তো অন্যদিকে উড বি মাম্মি কিয়ারার ফ্যাশন সেন্সও সকলের নজর কেড়েছে।

মেট গালায় কিয়ারা পরেছিলেন ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তার বিশেষভাবে ডিজাইন করা পোশাক। কালো ও গোল্ডেন ডিজাইন করা সেই টিউব গাউনে কিয়ারাকে কোনও প্রিন্সেসের থেকে কম কিছু লাগছিল না। ওজন একটু বেড়েছে অভিনেত্রীর, কানপাশা, হাল্কা মেকআপ ও বেবিবাম্প নিয়ে মেট গালার কার্পেট মাতিয়ে দিলেন সিদ্ধার্থ-ঘরণী। কিয়ারার পোশাকের নাম ব্রেভহার্টস। গাউনে ক্রিস্টলের সঙ্গে রয়েছে সোনার তৈরি ব্রেস্টপ্লেট। মম টু বি কিয়ার এই পোশাকের ওপর মা ও সন্তানের হৃদয়ের মেলবন্ধন ঘটিয়েছেন গৌরব গুপ্ত। যা সকলের নজর কেড়েছে। 

ছবি সংগৃহীত

এই প্রথমবার মেট গালার কার্পেটে ভারতীয় অভিনেত্রী কিয়ারা তাঁর বেবিবাম্প প্রদর্শন করলেন, যা আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে নজির হয়ে থাকল। এই ইভেন্টে কিয়ারার আত্মপ্রকাশ শুধুই রেড কার্পেটে অভিনেত্রী গ্ল্যাম ডিভাকে মেলে ধরা নয়, বরং মাতৃত্ব, নারীত্বকে উদযাপন করেছেন তিনি। চলতি বছরে  মেট গালার থিম  'সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল' যার সঙ্গে রয়েছে 'টেইলর্ড ফর ইউ' ড্রেস কোড। কিয়ারার পাশাপাশি সকলের নজর ছিল শাহরুখ খানের লুকসের দিকেও। এই ফ্যাশন ইভেন্টে জনপ্রিয় সেলিব্রিটি বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে দেখা মিলল শাহরুখের।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement