Advertisement

Tollywood Gossip: মিমি-অঙ্কুশদের পিকনিক, রাজ-শুভশ্রীর নাইট পার্টি, ইয়ারএন্ড কেমন কাটছে টলিউডের? দেখুন

Tollywood Gossip: শীতকাল মানেই মনটা একটু উড়ু উড়ু হয়েই যায়। এই সময় ঠান্ডা পরশ মেখে রাতে বা দিনে পিকনিক-পার্টি করার মজাটাই আলাদা। সাধারণ মানুষ ইতিমধ্যেই ডিসেম্বরে চুটিয়ে আনন্দ করা শুরু করে দিয়েছেন। বাদ নেই টলিউড তারকারাও।

টলিউড তারকাদের পার্টি মুড অন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Dec 2024,
  • अपडेटेड 2:07 PM IST
  • রাজ-শুভশ্রী থেকে অনিন্দ্য-মিমি, কাঞ্চন-শ্রীময়ীরা সকলেই পার্টি-পিকনিক করতে ব্যস্ত হয়ে পড়েছেন।

শীতকাল মানেই মনটা একটু উড়ু উড়ু হয়েই যায়। এই সময় ঠান্ডা পরশ মেখে রাতে বা দিনে পিকনিক-পার্টি করার মজাটাই আলাদা। সাধারণ মানুষ ইতিমধ্যেই ডিসেম্বরে  চুটিয়ে আনন্দ করা শুরু করে দিয়েছেন। বাদ নেই টলিউড তারকারাও। রাজ-শুভশ্রী থেকে অনিন্দ্য-মিমি, কাঞ্চন-শ্রীময়ীরা সকলেই পার্টি-পিকনিক করতে ব্যস্ত হয়ে পড়েছেন। আর সেই ঝলকই মাঝে মাঝে নজরে আসছে সোশ্যাল মিডিয়া পেজে। 

অনিন্দ্য-মিমি
সম্প্রতি অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে একসঙ্গে দেখা গেল পিকনিকের মেজাজে। ডিজাইনার অভিষেক রায়ের ঘরোয়া আয়োজনে জমে উঠেছিল এই তারকাদের পিকনি। খাওয়া-দাওয়াও ছিল জম্পেশ। মাটন থেকে চিংড়ি, আলু ভাজা, পোস্ত, চাটনি, মিষ্টি, পান সবই ছিল। আর সেখানে মিমির সঙ্গে হালকা খুনসুটি করতে দেখান যায় অঙ্কুশকেও। সব মিলিয়ে এঁদের পিকনিকটা কিন্তু দারুণভাবে হিট হয়। এদিন হ্যাপি পিকনিক ডে লেখা কেকও আনা হয়েছিল। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

রাজ-শুভশ্রী
একে তো বক্স অফিসে সন্তান ছবির সাফল্য আর তার ওপর ডিসেম্বর মাস, সব মিলিয়ে পার্টি তো বনতি হ্যায়। একেবারে ঘরোয়া এক পার্টিতেই দেখা গেল রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ তাঁদের বেশ কিছু বন্ধু-বান্ধবদের। যেখানে গিটারের সুরে এক-একটা হিন্দি-বাংলা গানে গলা মেলাতে দেখা গেল শুভশ্রীকে। শুধু তাই নয়, পুষ্পা গানেও নাচলেন অভিনেত্রী। এদিন ছিল প্রি-ক্রিসমাস পার্টি। এদিন শুভশ্রী-রাজ দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন। রাজ-শুভশ্রীর এই পার্টিতে দেখা মিলেছিল কিছু চেনা মুখদেরও। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

শ্রীময়ী-কাঞ্চন
রাজ ও শুভশ্রীর প্রি-ক্রিসমাস পার্টিতে দেখা গেল কাঞ্চন ও শ্রীময়ীকেও। বাড়িতে একরত্তিকে রেখেই জমিয়ে পার্টি করলেন তাঁরা। শ্রীময়ী এদিন বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। যেখানে তাঁকে ও কাঞ্চনকে দেখা গিয়েছে সাধের লাউ গানে নাচ করতে। এদিন শ্রীময়ীও পরেছিলেন কালো রঙের পোশাক। এমনিতে রাজ ও শুভশ্রীর সঙ্গে কাঞ্চন-শ্রীময়ীর বন্ধুত্ব বেশ ভাল। আর তাই তাঁদের পার্টিতে কাঞ্চন-শ্রীময়ী থাকবেন না তা হয় না।

Advertisement
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

 

ইয়ালিনি-ইউভানকে নিয়ে শুভশ্রীর ক্রিসমাস কার্নিভাল
শ্যুটিং ও কাজের ফাঁকে শুভশ্রী কখনই ইউভান ও ইয়ালিনিকে সময় দিতে ভোলেননি। সময় পেলেই তাঁদের নিয়ে বেড়িয়ে পড়েন অভিনেত্রী। ডিসেম্বর মানেই ক্রিসমাস কার্নিভাল। আর সেই কারনিভালেই দেখা গেল দুই সন্তানকে নিয়ে শুভশ্রীকে। কার্নিভালে ইউভান ও ইয়ালিনি কেমন মজা করছে তারই টুকরো টুকরো ছবি পোস্ট করতে ভোলেননি শুভশ্রী। কখনও মায়ের কোলে আবার কখনও বা দোলনা চড়ছে ইয়ালিনি আর ইউভানকে দেখা গেল দেদার মজা করতে। এইসব ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে শুভশ্রী লেখেন মায়েদের কর্তব্য। 

  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement