Advertisement

Mithun Chakraborty Health Update: মিঠুন কেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন? হেল্থ আপডেট দিলেন ছেলে

Mithun Chakraborty Health Update: আবার কি অসুস্থ হয়ে পড়েছিলেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী? শনিবার একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। যাতে দেখা যায় হাসপাতালের বেডে শুয়ে আছেন মিঠুন। তাঁর হাতে লাগানো চ্যানেল। এই ছবি ইন্টারনেটে প্রকাশ্যে আসতেই তাঁর আরোগ্য কামনা করেন অনুরাগীরা।

 মেগাস্টার মিঠুন চক্রবর্তী মেগাস্টার মিঠুন চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 May 2022,
  • अपडेटेड 1:57 PM IST
  • আবার কি অসুস্থ হয়ে পড়েছিলেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী?
  • শনিবার একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়
  • যাতে দেখা যায় হাসপাতালের বেডে শুয়ে আছেন মিঠুন

Mithun Chakraborty Health Update: আবার কি অসুস্থ হয়ে পড়েছিলেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী? শনিবার একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। যাতে দেখা যায় হাসপাতালের বেডে শুয়ে আছেন মিঠুন। তাঁর হাতে লাগানো চ্যানেল। এই ছবি ইন্টারনেটে প্রকাশ্যে আসতেই তাঁর আরোগ্য কামনা করেন অনুরাগীরা।

সোশ্যাল মিডিয়ায় এক বিজেপি নেতা সঞ্জয় সিং ছবি দিয়ে লিখেছিলেন, ‘আমার সবচেয়ে প্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। ঈশ্বরের কাছে দ্রুত সুস্থতা কামনা করি।’ তবে কেমন আছেন 'মহাগুরু' মিঠুন?

আজ তককে মিঠুন চক্রবর্তীর পুত্র মিমো চক্রবর্তী জনিয়েছেন, বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিডনিতে স্টোনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভাইরাল হওয়া ছবিটি হাসপাতালেরই, যাতে তাঁকে বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে এখন তিনি একেবারে সুস্থ আছেন। হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন। 

আরও পড়ুন

শনিবার মিঠুনের এই ছবি দেখার পর, ছবিটি সত্যি কিনা তাতে সিলমোহর মেলেনি। বিজেপি নেতা অনুপম হাজরা থেকে শুরু করে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সকলেই তাঁর এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। অনেকে দাবি করেন ছবিটি ভুয়ো। একাধিক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, মিঠুনের ভাইরাল হওয়া ছবিটি পুরনো। যদিও ছবিটি কবেকার তা নিশ্চিত করা যায়নি। তবে তাঁর ছেলে মিমোর কথা অনুযায়ী, তিনি সুস্থই আছেন। ভালো আছেন। 

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান কেন মিঠুন। তারপর থেকেই দলবদল নিয়ে চর্চার কেন্দ্রে আসেন তিনি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান নিয়ে বিতর্ক, সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। নির্বাচনী প্রচারে তাঁর বক্তব্য নিয়েও তৈরি হয় বিতর্ক।

Read more!
Advertisement
Advertisement