Advertisement

'ফুটপাতে ঘুমোতাম, খাবার জোটেনি', বলতে বলতে কেঁদে ফেললেন মিঠুন

একসময় পেটভরে খেতে পাননি। দিনের পর দিন অপমান সহ্য করতে হয়েছে। গায়ের রং কালো বলে ফিল্মি দুনিয়ার লোকজনও কম কথা শোনায়নি। জীবন সংগ্রাম করতে শুয়েছেন ফুটপাথে।

ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Nov 2022,
  • अपडेटेड 2:35 PM IST
  • একসময় পেটভরে খেতে পাননি
  • দিনের পর দিন অপমান সহ্য করতে হয়েছে
  • বলতে বলতে কেঁদে ফেললেন মিঠুন

একসময় পেটভরে খেতে পাননি। দিনের পর দিন অপমান সহ্য করতে হয়েছে। গায়ের রং কালো বলে ফিল্মি দুনিয়ার লোকজনও কম কথা শোনায়নি। জীবন সংগ্রাম করতে শুয়েছেন ফুটপাথে। এসব বলতে বলতে চোখের জল বাঁধ মানল না অভিনেতা মিঠুন চক্রবর্তীর। কেঁদে ফেললেন তিনি। 

গানের রিয়েলিটি শো সারেগামাপা লিটল চ্যাম্পস-এ উপস্থিত ছিলেন মিঠুন। সেই অনুষ্ঠানে প্রতিযোগীদের অনুপ্রাণিত করেন। আর সেখানেই এক সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেন অভিনেতা। 

আরও পড়ুন : টেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর, আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে

তিনি জানান, গায়ের রঙের কারণে তাঁকে সমস্যায় পড়তে হয়েছে। অপমানিত হতে হয়েছে। সেজন্য তিনি প্রায়ই কান্নাকাটি করতেন। শো-তে মিঠুন বলেন-আমি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি যে অন্য কাউকে সেভাবে দেখতে চাই না। প্রত্যেকেরই সংগ্রাম আছে, আমারও ছিল।   কিন্তু আমার গায়ের রং নিয়ে আমাকে খারাপ বলা হয়েছে। আমার গায়ের রঙের কারণে আমি বছরের পর বছর অপমানিত হয়েছি। এক সময় খালি পেটে ঘুমোতাম। কী খাব, কোথায় যাব, কোথায় থাকব জানতাম না। দিনের পর দিন ফুটপাথে শুয়েছি। 

এসব বলতে বলতেই কেঁদে ফেলেন মিঠুন চক্রবর্তী। বলেন, এই কারণেই চান না, তাঁর ওপর বায়োপিক হোক। কারণ  তিনি যে  যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন তা আর কেউ পাক এটা তাঁর কাম্য নয়। 

বলেন, 'আমার গল্প কাউকে অনুপ্রাণিত করবে না। আমার গল্প মানসিকভাবে ভেঙে ফেলবে। ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করার জন্য লড়াই করেছি। আমি কিংবদন্তি নই কারণ আমি হিট ছবি দিয়েছি। আমি একজন কিংবদন্তি কারণ আমি আমার জীবনের সমস্ত ব্যথা এবং সংগ্রামকে অতিক্রম করেছি।' 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement