একজন টলিপাড়ার সুন্দরী আর একজন রাজনীতি জগতের লোক। বিএমডব্লিউ গাড়িতে চেপে দুজনে গেলেন কোথায় সেটা জানা না গেলেও, কামারহাটির বিধায়ক মদন মিত্র ও অভিনেত্রী মধুমিতা সরকারের এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় অন্যতম আলোচনা বিষয়। নীল বিএমডব্লিউ গাড়িতে অভিনেত্রীর হাতে হাত রেখে বসে আছেন কামারহাটির বিধায়ক। চালকের আসনে দেখা যায় মধুমিতা সরকারকে। এই ছবি এখন নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেখানে ক্যাপশন হিসেবে লেখা, 'নতুন ড্রাইভার।'
তারকাদের সঙ্গে বিধায়কের সম্পর্ক বেশ মধুর
টলিউডের তারকাদের সঙ্গে মদন মিত্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা কারোরই অজানা নয়। সেরকমই মধুমিতা সরকারের সঙ্গেও চেনা-পরিচিতি রয়েছে কামারহাটির বিধায়কের। ছবিতে দেখা গিয়েছে, গাড়িতে চালকের আসনে বসে রয়েছেন মধুমিতা সরকার। তিনি পরে রয়েছেন সবুজ রঙের স্লিভলেস কোঅর্ড ড্রেস এবং চোখে সানগ্লাস। চেনা পোশাকে পাশে বসে রয়েছেন মদন মিত্র। নেট দুনিয়ায় এই ছবি পোস্ট হতেই একের পর এক কমেন্ট আসতে শুরু করে দেয়। সকলেরই এক প্রশ্ন মধুমিতা সরকারের সঙ্গে সম্পর্ক কি তবে গভীর হল মধুমিতা সরকারের?
মদনের পাশাপাশি কটাক্ষ
এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মদন মিত্র বলেন, 'সম্পর্ক তো আছেই। না থাকলে আর একসঙ্গে দেখা যাবে কেন? শুধু মধুমিতা কেন, অনেকের সঙ্গেই তো আমার সম্পর্ক আছে। সামনেই মুক্তি পাবে আমার সিনেমা। লিড ক্যারেক্টার করেছি ওখানে। নাম ‘ও লাভলি।' মদন মিত্রের পাশাপাশি নেটিজেনরা মধুমিতা সরকারকে ট্রোল করতে ছাড়েননি। তাঁকে কটাক্ষ করে বলা হয়, 'আঙ্কেল চিপস।'
আরও পড়ুন: Cheeni 2: মা- মেয়ে নয়, এবার নয়া চরিত্রে অপরাজিতা- মধুমিতা! আসছে মৈনাকের 'চিনি ২'
বিএমডব্লিউ গাড়ি নিয়েও ওঠে প্রশ্ন
বেশ কিছুদিন আগেই মধুমিতা সরকার এই রয়্যাল নীল রঙের বিএমডব্লিউ গাড়িটি কিনেছেন। যেটা নিয়ে কম প্রশ্নের মুখে পড়তে হয়নি তাঁকে। আর সেই থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। সন্দেহ দানা বেঁধেছে যে এই গাড়ি কি অভিনেত্রী নিজের টাকায় কিনেছেন নাকি তাঁকে অন্য কেউ উপহার হিসেবে দিয়েছেন। এই গাড়ি কার দেওয়া বা অভিনেত্রী নিজে কিনেছেন কিনা সেই দিকে না গিয়ে মদন মিত্র কিন্তু জানিয়েছেন যে অভিনেত্রী তাঁর বিএমডব্লিউতে চড়ার শখ মিটিয়ে দিয়েছেন।
মদন-মধুমিতা একসঙ্গে অনুষ্ঠানে
প্রসঙ্গত, মদন মিত্র ও মধুমিতা দুজনে একসঙ্গে একটি অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে অবশ্য আরও অনেকেই অতিথি হিসাবে আসেন। এই অনুষ্ঠানেই বিএমডব্লিউ গাড়ি নিয়ে আসেন মধুমিতা সরকার। সেই গাড়িতেই মদন মিত্রকে উঠতে বলেন অভিনেত্রী। আর সেই ছবি এখন ভাইরাল। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তৃণমূল বিধায়ক নেটিজেনদের খোঁচা দিয়ে এদিন বলেন, 'দেখতে চাইছিলাম, আমার পোস্ট ভাইরাল, না কি আমার আর মধুমিতার রসায়ন!'