Advertisement

ক্যাটরিনাকে বিয়ে করতে চেয়েছিল, সেই উঠতি অভিনেতাই হুমকি দিচ্ছিল ভিকি-ক্যাটকে

অভিযুক্ত ব্যক্তি ক্যাটরিনার বড় ভক্ত বলে জানা গিয়েছে। ওই অভিনেতা নাকি ক্যাটরিনাকে বিয়ে করতে চাইতো, আর তার জেরেই বিগত কয়েক মাস ধরে লাগাতার অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিরক্ত করছিল বলে অভিযোগ। এমনকি অভিযুক্ত অভিনেত্রীর সঙ্গে ভিডিও এবং ছবি এডিট করে পোস্টও করত সোশ্যাল মিডিয়ায়। 

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ
Aajtak Bangla
  • মুম্বই,
  • 25 Jul 2022,
  • अपडेटेड 3:55 PM IST
  • ক্যাটরিনাকে সোশ্যাল মিডিয়ায় হুমকি
  • বিয়ে করার ইচ্ছা উঠতি অভিনেতার
  • গ্রেফতার করলো মুম্বই পুলিশ

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal) ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক উঠতি অভিনেতাকে গ্রেফতার করলো মুম্বই পুলিশ। ধৃতের নাম মনভিন্দর সিং। 

অভিযুক্ত ব্যক্তি ক্যাটরিনার বড় ভক্ত বলে জানা গিয়েছে। ওই অভিনেতা নাকি ক্যাটরিনাকে বিয়ে করতে চাইতো, আর তার জেরেই বিগত কয়েক মাস ধরে লাগাতার অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিরক্ত করছিল বলে অভিযোগ। এমনকি অভিযুক্ত অভিনেত্রীর সঙ্গে ভিডিও এবং ছবি এডিট করে পোস্টও করত সোশ্যাল মিডিয়ায়। 

ঘটনায় সান্তাক্রুজ থানায় ভিকি কৌশলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত ইনস্টাগ্রামে হুমকি মেসেজ পোস্ট করতো বলে অভিযোগ। হুমকি দেয় ক্যাটরিনাকেও। এরপরেই তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত গত বছর ৯ ডিসেম্বর বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। 

আরও পড়ুন


 

Read more!
Advertisement
Advertisement