Advertisement

Aryan Khan Drug Case: প্রতারণার অভিযোগে গ্রেফতার আরিয়ান মামলার সাক্ষী কিরণ গোসাভি

পুনের ফরাসখানা থানায় কিরণ গোসাভির বিরুদ্ধে প্রতারণার একটি মামলা দায়ের করা হয়েছে। এটি ২০১৮ সালের ঘটনা। তার বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়েছে। বেশ কয়েকদিন ধরে তিনি পলাতক ছিলেন। পুনে পুলিশের দুটি দলও গোসাভিকে ধরতে উত্তর প্রদেশে গিয়েছিল।

কিরণ গোসাভির বিখ্যাত সেলফিকিরণ গোসাভির বিখ্যাত সেলফি
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 28 Oct 2021,
  • अपडेटेड 8:51 AM IST
  • পুনের ফরাসখানা থানায় কিরণ গোসাভির বিরুদ্ধে প্রতারণার একটি মামলা দায়ের করা হয়েছে।
  • তার বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়েছে।

মুম্বই ক্রুজ ড্রাগস (Aryan Khan Drug Case) মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) বিতর্কিত সাক্ষী কিরণ গোসাভিকে গ্রেফতার করেছে পুলিশ। পুনে পুলিশ গোসাভিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। গোসাভির বিরুদ্ধে প্রতারণার অনেক মামলা রয়েছে এবং সে গুলির একটিতে পুলিশ তাকে খুঁজছিল। পুনে পুলিশ জানিয়েছে, গভীর রাতে গোসাভিকে গ্রেফতার করা হয়েছে।

পুনের ফরাসখানা থানায় কিরণ গোসাভির বিরুদ্ধে প্রতারণার একটি মামলা দায়ের করা হয়েছে। এটি ২০১৮ সালের ঘটনা। তার বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়েছে। বেশ কয়েকদিন ধরে তিনি পলাতক ছিলেন। পুনে পুলিশের দুটি দলও গোসাভিকে ধরতে উত্তর প্রদেশে গিয়েছিল।

 

আরও পড়ুন

পুলিশের মতে, ২০১৮ সালে কিরণ গোসাভি এবং শেরবানো কুরেশি পুনের চিন্ময় দেশমুখ নামে এক যুবককে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার জন্য প্রলোভন দিয়েছিলেন। এই অজুহাতে ওই যুবকের কাছ থেকে প্রতারণা করে তিন লাখ টাকা নিয়েছিল তারা। এই ঘটনায় পুনে পুলিশ ইতিমধ্যেই মুম্বই থেকে শেরবানো কুরেশিকে গ্রেপ্তার করেছে এবং এখন গোসাভিকেও গ্রেপ্তার করা হয়েছে।

আরিয়ান খানের সঙ্গে সেলফি তুলে আলোচনায় এসেছেন কিরণ গোসাভি। গোসাভিও আরিয়ান মামলায় এনসিবি-র সাক্ষীও।

 

Read more!
Advertisement
Advertisement