বাংলা ধারাবাহিকের আয়ু নাকি এখন কয়েক মাসের। এখন তো দুমাস-তিনমাস চলার পরই ঝাঁপি বন্ধ করতে হচ্ছে সিরিয়াগুলোর। সেই তালিকায় নাম রয়েছে বহু জনপ্রিয় সিরিয়াল। আর তারই মাঝে 'নিম ফুলের মধু' সম্প্রতি ৮০০ পর্ব সম্পূর্ণ করল। নভেম্বরেই এই সিরায়াল ২ বছরে পা দিল। এখনও রমরমিয়ে চলছে নিম ফুলের মধু। আর এই ৮০০ পর্বের উদযাপন হল উদর পূর্তি করেই।
শনিবার পল্লবীর সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে পল্লবী তথা পর্ণা, কৃষ্ণা তথা অরিজিতা ও এই সিরিয়ালের খল নায়িকা ইশা তথা তনয়াকে দেখা গেল টেবিলে বসে জমিয়ে বিরিয়ানি খেতে। এই ভিডিওটি মোবাইলে তুলেছেন পর্ণার দেওরের স্ত্রী রুচিরা ওরফে সৌমি চক্রবর্তী। সৌমি এই ভিডিওতে তিনজনকেই জিজ্ঞেস করেছেন কেমন লাগছে বিরিয়ানি ট্রিট পেয়ে। আর সেই উত্তরে পল্লবী, অরিজিতা ও ইশা তিনজনেই জানান যে তাঁদের প্রিয় এই বিরিয়ানি আর নিম ফুলের মধুর ৮০০ পর্ব তাই আরও স্পেশাল এটা।
২০২২ সালে শুরু হয়েছিল নিম ফুলের মধু সিরিয়ালের পথ চলা। উত্তর কলকাতার যৌথ পরিবার দত্ত বাড়িতে বিয়ে হয়ে আসা পর্ণা কীভাবে তাঁর পরিবারে সঙ্গে মানিয়ে নেন, সেই গল্প নিয়েই শুরু হয় এই সিরিয়াল। প্রথমদিকে এই সিরিয়াল টিআরপি তালিকায় বেঙ্গল টপার হলেও এখন সেভাবে আর টিআরপি কালিকায় জায়গা করতে পারে না। কিন্তু তাতে জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি। কৃষ্ণা ও পর্ণার টক-মিষ্টি ঝগড়া দর্শকেরা দারুণ উপভোগ করে থাকেন। পল্লবী এবং রুবেল-এর জুটি এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ।
গল্পে বিভিন্ন সময়ে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়, যা দর্শকের পছন্দ হয়। তাই দীর্ঘ সময় ধরে এই ধারাবাহিক টিআরপি তালিকায় ভাল নম্বর পেয়ে এসেছে। এক সাক্ষাৎকারে পল্লবী জানিয়েছিলেন যে মহিলাদের ঋতুকালীন সমস্যা নিয়ে এই সিরিয়াল বার্তা দিয়েছে। আবার রাতে মহিলারা ঝকঝকে শাড়ির পরিবর্তে বাস্তবের মতো রাতপোশাকেই ঘুমাতে যান, সেটাও দেখানোর চেষ্টা করেছে এই সিরিয়াল। বর্তমানে টানটান উত্তেজনা নিয়ে চলছে সিরিয়ালটি। যেখানে পর্ণা ও রুবেলের মেয়ে পুঁটি বড় হয়ে গিয়েছে, যার চরিত্রে দেখা যাচ্ছে সোমু সরকারকে।