Advertisement

Spicy Television Gossip: নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি দিতিপ্রিয়ার! সিরিয়াল থেকে সরতে পারেন জিতু?

কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের আর্য সিংহ রায় ওরফে জিতু কমল। সুস্থ হয়ে সিরিয়ালের সেটে ফিরেছেন। আর ফিরতেই ফের শিরোনামে এল 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালটি। আবার ঝামেলা দিতিপ্রিয়া-জিতুর।

জিতু-দিতিপ্রিয়াজিতু-দিতিপ্রিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Nov 2025,
  • अपडेटेड 2:06 PM IST
  • কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের আর্য সিংহ রায় ওরফে জিতু কমল।

কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের আর্য সিংহ রায় ওরফে জিতু কমল। সুস্থ হয়ে সিরিয়ালের সেটে ফিরেছেন। আর ফিরতেই ফের শিরোনামে এল 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালটি। আবার ঝামেলা দিতিপ্রিয়া-জিতুর। আর যে কারণে সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার জল্পনা শুরু হয়েছে টেলিভিশন দুনিয়ায়। শোনা যাচ্ছে, রোম্যান্টিক দৃশ্যে জিতুর সঙ্গে একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন না দিতিপ্রিয়া। আর যে কারণেই একাধিক সমস্যা দেখা দিয়েছে। কিছুমাস আগেই নায়ক-নায়িকার মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছিল। যা প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে মিটমাট হয়ে যায়। 

টেলিপাড়ার অন্দরের খবর, নায়ক প্রতিদিন সময় মতো ফ্লোরে পৌঁছে গেলেও তাঁকে নায়িকার জন্য অপেক্ষা করতে হচ্ছে। এমনকী, ঘনিষ্ঠ দৃশ্য থাকলেও তা নাকি দিতিপ্রিয়া নিজের সুবিধামতো করতে বলছেন। এখানেই শেষ নয়, সমস্যার সূত্রপাত হয় দিতিপ্রিয়ার কিছু বেঁধে দেওয়া শর্তে। যেখানে বলা হয়েছে, রোম্যান্টিক সিন থাকলেও কোনওভাবেই সেখানে নায়ককে ছুঁতে দেওয়ার অনুমতি দেবেন না তিনি। আর এতেই ভীষণভাবে আত্মসম্মান বোধ হারিয়েছেন ধারাবাহিকের নায়ক জিতু কমল। এই নিয়ে দিতিপ্রিয়া মুখ না খুললেও সোশ্যাল মিডিয়ায় পুরো বিষয়টি একপ্রকার মেনে নিয়েছেন ধারাবাহিকের নায়ক।

জিতু তাঁর ফেসবুক পেজে লিখেছেন, 'হ্যাঁ, আমার সহ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় আমার সঙ্গে শর্ট দিতে রাজি নন।' এরপর জিতু লেখেন, 'আমি খুব খারাপ একজন মানুষ, মহিলা অভিনেতাদের সঙ্গে অভিনয় করার যোগ্য নই, শরীর খারাপের মিথ্যে নাটক করেছি, তা না হলে ১০ ঘণ্টা কাজ করছে কী করে হসপিটাল থেকে ফিরে। এইসব অভিযোগগুলি তুলেছেন।' জিতু জানান যে তিনি প্রযোজনা সংস্থার মারফত এইসব খবর জানতে পেরেছেন এবং সেই প্রযোজনার অনেকেই বিষয়টিতে সহমত জানিয়ে জিতুকে সিরিয়াল থেকে সরে দাঁড়ার পরামর্শ দিয়েছেন। এরপর জিতু নিজেই প্রশ্ন করেছেন যে তিনি নিজের প্রশ্নের মুখে পড়ছেন। তাঁর কি কোনও আত্মসম্মান নেই। নায়ক জানিয়েছেন এইসব অভিযোগের ভিত্তিতে তিনি একটি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। শেষে নায়কের সংযোজন, 'আমার কারোর প্রতি কোনও বিশেষ অভিযোগ নেই। আগে বলুন আপনি ইন্টারভিউতে আগের মতোই মিথ্যে কথা বলেছেন, নইলে ডামি ব্যবহার করতে হচ্ছে কেন?আগে সৎ হতে হবে তারপর অভিনেতা, ষ্টার, সুপারস্টার, মেগাস্টার হবেন)।'   

Advertisement

জিতুর এই পোস্টে অনেক নেটিজেনই দাবি জানিয়েছেন যে জিতুকে নয়, দিতিপ্রিয়াকে সরিয়ে দেওয়া হোক। বয়কট দিতিপ্রিয়া বলে কমেন্টও করছেন তাঁরা। আগামীতে ধারাবাহিকের শ্যুটিংও বন্ধ হবে বলে আশঙ্কা করছেন অনেকেই। নায়কের আরও দাবি, প্রযোজনা সংস্থা নাকি একপেশে মনোভাব দেখিয়েছে বরাবর। কোনও সমস্যাতেই নায়কের কথা ভাবেননি নায়িকা ও সর্বোপরি প্রযোজনা সংস্থা। এখন দেখার বিষয় জিতু কি সত্যিই সরে যাবেন এই সিরিয়াল থেকে নাকি তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হবে চিরদিনই তুমি যে আমার?

Read more!
Advertisement
Advertisement