Advertisement

Oscar 2025 Iti Maa- Putul Song: 'সব গয়না বিক্রি করে ছবিটা শেষ করেছি ...,' অস্কারের দৌড়ে সামিল 'পুতুল' নিয়ে পরিচালক ইন্দিরা

Indira Dhar Mukherjee: আগামী বছর মার্চ মাসে ঘোষিত হবে পুরস্কার। এই মুহূর্তে চলছে ঝাড়াই-বাছাই পর্ব। গানটি কি সত্যি মনোনয়ন পেয়েছে? কীভাবে অস্কারের দৌড়ে সামিল হল 'ইতি মা'? এসব নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনের।

'পুতুল' ছবির দৃশ্য, ইন্দিরা ধর মুখোপাধ্যায় (ছবি:সংগৃহীত) 'পুতুল' ছবির দৃশ্য, ইন্দিরা ধর মুখোপাধ্যায় (ছবি:সংগৃহীত)
সৌমিতা চৌধুরী
  • কলকাতা ,
  • 12 Dec 2024,
  • अपडेटेड 6:36 PM IST

২০২৫ সালের অ্যাকাডেমি পুরস্কারে সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছে 'পুতুল' ছবির 'ইতি মা' গানটি। অস্কারের দৌড়ে সামিল হয়েছে ইমন চক্রবর্তীর গাওয়া এই গানটি। এই খবরে রীতিমতো উৎসাহিত বাঙালি। আগামী বছর মার্চ মাসে ঘোষিত হবে পুরস্কার। এই মুহূর্তে চলছে ঝাড়াই-বাছাই পর্ব। গানটি কি সত্যি মনোনয়ন পেয়েছে? কীভাবে অস্কারের দৌড়ে সামিল হল 'ইতি মা'? এসব নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনের। এবার বাংলা ডট আজতক ডট ইন- এর কাছের লড়াইয়ের গল্প শেয়ার করলেন, 'পুতুল' ছবির পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়। 

পরিচালক জানালেন, "আমি প্রথমত বলতে চাই যে, এখন অবধি ২০২৫-র অস্কারের যে তালিকা বের হয়েছে, সেটা চূড়ান্ত তালিকা এবং বাছাই করে এই তালিকার মধ্যে আসাও একটা বড় ব্যাপার, অতটাও সহজ নয়। কারণ অস্কার কমিটিই এটা বেছে নিয়েছে। নমিনেশন হয় সেরা পাঁচের মধ্যে। অনেকের মধ্যে বিভ্রান্তি হচ্ছে। তবে এটাও নমিনেশনের মতোই। কারণ আমরা প্রতিযোগিতায় সামিল হওয়ার জন্যে মনোনীত। এমনকী সেরা পাঁচের জন্য যে গানগুলি বেছে নেওয়া হবে, সেটাও মনোনয়ন। ইংরাজি ভাষাতে 'নমিনেশন' বা 'সিলেকশন' যে শব্দটাই ব্যবহার হোক না কেন, সেটা সমার্থক। এছাড়াও এটা কখনও কেউ অস্বীকার করতে পারবে না, যে ৭৯ টা গান এখন বেছে নেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রতিযোগিতার জন্যই বেছে নেওয়া হয়েছে। এখান থেকে পরে সেরা পাঁচ বেছে নেওয়া হবে বিভিন্ন ধাপে।" 

 

আরও পড়ুন

কিছুটা আগেবপ্রবণ হয়ে পরিচালক জানান, "আমি একদিকে যেমন খুশি, সেরকম এই মুহূর্তে কিছুটা মন খারাপ রয়েছে। কারণ আমার কাছে টাকা নেই ছবির প্রচার করার। ছবিটার মেরিট আছে। আমিই এই ছবির প্রযোজক। ছবিটা শুরু করে একটা সময়ের পর দেখলাম, 'পুতুল'-র যা প্রযুক্তিগত দিক আছে, সেটা আর্থিকভাবে সামলাতে পারছি না। এটা আমার গোটা ইউনিট জানে। এদিকে ছবিটা শেষ করতে হবে। সেই সময় বাবা- মাকে বসিয়ে, বুঝিয়েছিলাম। ওঁদের সমর্থন পাই। আমায় গয়না বেচতে হয়। সব গয়না বিক্রি করে ছবিটা শেষ করেছি আমি।"  

Advertisement

'পুতুল' ছবির মাধ্যমেই পরিচালনায় ডেবিউ করেছেন ইন্দিরা। যদিও এর আগে ৭ বছর শর্ট ফিল্ম বানিয়েছেন তিনি। সবকটি ছবিই ছিল হিন্দি ভাষায়। এমনকী পরিচালকের পরের ছবিটাও হিন্দিতে। যেখানে অভিনয় করেছেন দিব্যা দত্ত ও নীরজ কবি। কিছুদিন আগেই এই ছবির শ্যুটিং শেষ হয়েছে। তবে বাংলা ছবি দিয়েই ডেবিউ করতে চেয়েছিলেন,  বাংলার দর্শকদের জন্য খাঁটি বাংলা ছবি বানাবেন বলে। 

 

এরপর কি টলিউডে কাজ করবেন ইন্দিরা? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমার জন্যে ছবিটা ভারতীয় ছবি। ভাষা একদমই গুরুত্বপূর্ণ নয় এখানে। আমার কাছে বলিউড- টলিউড বলে আলাদা কিছু নেই। অস্কারে জন্য 'পুতুল' একটি ভারতীয় ছবি হিসাবে মনোনীত। আমার পরের ছবির ভাষা হয়তো হিন্দি। কিন্তু ওটা একটা আন্তর্জাতিক ছবি। সুযোগ- সুবিধা এলেই বাংলা ছবিও নিশ্চয় বানাবো।" 
          
ভারতের সব পথ শিশুদের উৎসর্গ করে 'পুতুল' ছবিটা বানানো। পথ শিশুদের নিয়ে এবং তাদের জন্য ছবিটা তৈরি করেছেন ইন্দিরা। সমাজের বর্তমান  চিত্র ফুটে উঠবে 'পুতুল'-এ। অস্কারে যাওয়ার আগে ছবিটি দেখানো হয় কান চলচ্চিত্র উৎসবে। এমনকী সেখানে এক দিন একটি বিশেষ প্রদর্শনীও হয় 'পুতুল'-র। আগামী ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে এই ছবি। তবে অর্থের কথা ভেবেই, কোনও ডিস্ট্রিবিউটর না রেখে, ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্বও নিজেই কাঁধে তুলে নিয়েছেন পরিচালক।

 

Read more!
Advertisement
Advertisement