Advertisement

ভারতে জোড়া অস্কার, RRR-এর 'নাটু নাটু', সেরা তথ্যচিত্র 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'

Oscars 2023 Live Updates: অবশেষে সেই দিন এসেছে যার অপেক্ষায় ছিলেন সবাই। ৯৫-তম একাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কার ২০২৩ একটি জমকালো উদ্বোধনের পরে টিভি এবং সোশ্যাল মিডিয়াতে আধিপত্য বিস্তার করেছে। লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই অ্যাওয়ার্ড শোতে পৌঁছেছেন হলিউড থেকে বলিউডের অনেক তারকা।

অস্কারে ভারতের জয়জয়কার, RRR এর নাটু নাটু পেল সেরা অরিজিনাল সংয়ের পুরস্কার
Aajtak Bangla
  • দিল্লি,
  • 13 Mar 2023,
  • अपडेटेड 12:01 PM IST
  • অবশেষে সেই দিন এসেছে যার অপেক্ষায় ছিলেন সবাই
  • নাটু নাটু গানের লাইভ পারফরম্যান্স ঘোষণা করেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

Oscars 2023 Live Updates: অবশেষে সেই দিন এসেছে যার অপেক্ষায় ছিলেন সবাই। ৯৫-তম একাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কার ২০২৩ (Oscars 2023) একটি জমকালো উদ্বোধনের পরে টিভি এবং সোশ্যাল মিডিয়াতে আধিপত্য বিস্তার করেছে। লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই অ্যাওয়ার্ড শোতে পৌঁছেছেন হলিউড থেকে বলিউডের অনেক তারকা। রেড কার্পেটে তারকাদের তাদের সেরা এবং ফ্যাশনেবল লুকে দেখা গেছে। অস্কার ২০২৩-এ দীপিকা পাড়ুকোনকে হলিউডের সুপরিচিত তারকাদের মধ্যেও দেখা যাচ্ছে। এ বছর উপস্থাপক হিসেবে অনুষ্ঠানে অংশ নিয়েছেন দীপিকা।

অস্কার জেতা প্রসঙ্গে একথা বলেন গুনীত মঙ্গা
শর্ট ডকুমেন্টারি ফিল্ম 'দ্য এলিফ্যান্ট হুইস্পার্স' অস্কার পুরস্কার জিতে আনন্দ প্রকাশ করেছেন প্রযোজক গুনীত মঙ্গা। এটি ভারতের প্রথম অস্কার যা এই বিভাগে দেওয়া হয়েছে। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গুনীত নারীদের স্বপ্ন দেখার বার্তা দিয়েছেন।

সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম
প্রযোজক গুনীত মঙ্গার শর্ট ফিল্ম দ্য এলিফ্যান্ট হুইস্পার্স সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে।

সেরা ভিজুয়াল এফেক্টস
অভিনেত্রী এবং পরিচালক এলিজাবেথ ব্যাঙ্কস সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য পুরস্কার প্রদান করেন। Avatar: The Way of Water এই পুরস্কার জিতেছে।

অস্কারে ছিটকে গেল শৌনক সেনের তথ্যচিত্র

অস্কার ২০২৩-এ সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগ থেকে ছিটকে গেল শৌনক সেনের 'অল দ্যাট ব্রেদস'।
 

নাটু নাটুর লাইভ পারফরম্যান্স
নাটু নাটু গানের লাইভ পারফরম্যান্স ঘোষণা করেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আরআরআর-এর এই গানটি সারা বিশ্বের ভক্তদের পাগল করে তুলেছে। গায়ক কাল ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ অস্কার ২০২৩-র মঞ্চে লাইভ পারফর্ম করে আলোড়ন সৃষ্টি করেছেন। এই পারফরম্যান্সের সময় তারকারাও নাচতে শুরু করেন।

Advertisement

 

 

সেরা পোশাক ডিজাইন
মার্ভেল ফিল্ম ব্ল্যাক প্যান্থার-ওয়াকান্ডা ফরএভার সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার পেয়েছেন।

সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং
হলিউড অভিনেতা ব্রেন্ডন ফ্রেজারের চলচ্চিত্র দ্য হোয়েল সেরা মেক-আপ এবং হেয়ারস্টাইলিংয়ের জন্য পুরস্কার পেয়েছেন।

সেরা সিনেমাটোগ্রাফি
হলিউড ফিল্ম অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছে। এই ছবিটি ২০২৩-এর অস্কারে সর্বোচ্চ বিভাগে মনোনয়ন পেয়েছে।

সেরা শর্ট ডকুমেন্টারি ফিল্ম
সেরা শর্ট ডকুমেন্টারি ফিল্মের পুরস্কার গেল শর্ট ফিল্ম 'অ্যান আইরিশ গুডবাই'। 

সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম
অস্কার বিজয়ী রিজ আহমেদ এবং র‌্যাপার আমির কোয়েস্টলভ সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্মের পুরস্কার প্রদান করেন। ভারতের ডকুমেন্টারি ফিল্ম অল দ্যাট ব্রেদস এই বিভাগে মনোনীত হয়েছিল। যদিও এই চলচ্চিত্রটি জেতেনি। নাভালনি চলচ্চিত্রটি এই পুরস্কার পেয়েছে।

শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রী
সেরা সহকারী অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেমি লি কার্টিস। জেমি এভরিথিং এভরিহ্যায়ার অল অ্যাট ওয়ানস চলচ্চিত্রে তার আশ্চর্যজনক কাজের জন্য এই পুরস্কার পেয়েছেন। তিনি তাঁর ছবির পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন।

সেরা সহায়ক অভিনেতা
সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা কে হিউ কুয়ান। এটি তার প্রথম অস্কার পুরস্কার। বিজয়ী বক্তৃতা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা। তিনি ভক্তদের একটি বার্তা দিয়েছেন,'আপনার স্বপ্নগুলি সর্বদা বাঁচিয়ে রাখুন, কারণ সেগুলি একদিন সত্যি হবে।'

অস্কার ২০২৩-এ প্রথম পুরস্কার বিজয়ী চলচ্চিত্র
পরিচালক গুইলারমো দেল তোরোর ছবি 'পিনোচিও' সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে।

২০২৩-এর অস্কারে জ্বলে উঠতে প্রস্তুত দীপিকা
ইনস্টাগ্রামে নিজের লুক শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন। কালো গাউন এবং হিরের জুয়েলারিতে লাস্যময়ী দীপিকার লুক ভাইরাল।

এবারের কার্পেট লাল নয়, শ্যাম্পেন
অস্কার ২০২৩-এ হলিউডের পাশাপাশি অন্যান্য দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ সবার জন্য একটি বিশেষ দিন।

সেরা অরিজনিাব সং

অস্কারে ভারতের জয়জয়কার। এবার সেরা অরিজিনাল সংয় ক্যাটাগরিতে পুরস্কার পেল  RRR। এই সিনেমাপ নাটু নাটু পেল এই বিভাগের সেরার পুরষ্কার।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement