Advertisement

Kantara Chapter 1: বক্স অফিসে 'কান্তারা চ্যাপ্টার ওয়ান' ঝড়, মাত্র তিন দিনে আয় ১৫০ কোটি পার

Kantara Chapter 1: মুক্তির আগেই ঝড় তুলেছিল পরিচালক ঋষভ শেঠির 'কান্তারা চ্যাপ্টার ১'। এই বছরের সবচেয়ে বড় ছবি ইতিমধ্যেই সিনেমা হলে পৌঁছে গিয়েছে আর দর্শকদের প্রতিক্রিয়া অভূতপূর্ব। এই সিনেমা শুধুই সিনেমা বললে ভুল হবে, এ এক রোমহর্ষক অভিজ্ঞতা।

কান্তারা চ্যাপ্টার ১কান্তারা চ্যাপ্টার ১
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Oct 2025,
  • अपडेटेड 12:33 PM IST
  • মুক্তির আগেই ঝড় তুলেছিল পরিচালক ঋষভ শেঠির 'কান্তারা চ্যাপ্টার ১'।

মুক্তির আগেই ঝড় তুলেছিল পরিচালক ঋষভ শেঠির 'কান্তারা চ্যাপ্টার ১'। এই বছরের সবচেয়ে বড় ছবি ইতিমধ্যেই সিনেমা হলে পৌঁছে গিয়েছে আর দর্শকদের প্রতিক্রিয়া অভূতপূর্ব। এই সিনেমা শুধুই সিনেমা বললে ভুল হবে, এ এক রোমহর্ষক অভিজ্ঞতা। লোকবিশ্বাস, ভক্তি, ক্ষমতা আর লালসার সংঘর্ষে তৈরি এই গল্প যেন যুগ যুগান্তরের প্রতিধ্বনি। ‘কান্তারা (২০২২)’ যে আধ্যাত্মিক উন্মাদনা তৈরি করেছিল, এই প্রিকুয়েল সেটাকে আরও গভীর, আরও রহস্যময় স্তরে নিয়ে গিয়েছে। বক্স অফিসে ঋষভ শেঠির এই ছবি রীতিমতো সাড়া ফেলেছে। এই বছরের দুটি প্যান ইন্ডিয়া ছবি ওয়ার ২ এবং কুলী-কেও মাত দিয়ে ফেলেছে। 

'কান্তারা চ্যাপ্টার ১' প্রথমদিনই বক্স অফিসে নিজের জাত চিনিয়ে দিয়েছে। প্যান ইন্ডিয়া ছবি হিসাবে এই সিনেমা ৬১.৮৫ কোটির উপার্জন ইতিমধ্যেই করে ফেলেছে। ২ অক্টোবর এই ছবি মুক্তির পর বক্স অফিস জুড়ে শুধুই কান্তারা চ্যাপ্টার ১-এর গুণগান শোনা যাচ্ছে দর্শকদের কাছে। তবে শুক্রবরার এই ছবির বক্স অফিস কালেকশন একটু বিগড়ালেও, শনি ও রবিবার ১০০ কোটির ওপর উপার্জন করে ফেলেছে এই সিনেমা। 

শনিবার বক্স অফিস কালেকশনের রিপোর্ট সামনে এসেছে। SACNILC-এর রিপোর্ট অনুযায়ী, কন্তারা চ্যাপ্টার ১ তৃতীয় দিনে গোটা ভারতে ৫৫ কোটি আয় করেছে। হিন্দিতে এটা প্রায় ১৯-২০ কোটি আয় করেছে। যদিও এটা প্রাথমিক ট্রেন্ড। প্রথম সপ্তাহান্তে এই ছবির উপার্জন ১৬২.৮৫ কোটিতে পৌঁছে গিয়েছে। এখনও দেশের প্রধান শহরগুলোতে দর্শক টানছে। এই ছবির বাজেট ছিল ১২৫ কোটি। আর মনে করা হচ্ছে, মাত্র তিনদিনের মধ্যে এই ছবি নিজের বাজেট উঠিয়ে নিয়েছে। 

ঋষভ শেঠির এই ছবি ঋত্ত্বিক রোশন-জুনিয়র এমটিআরের ওয়ার ২ এবং রজনীকান্তের কুলী-এর প্রথম সপ্তাহান্তের আয়কেও বাজিমাত দিয়ে দিয়েছে। এই দুটো সিনেমাই এই বছরের সবচেয়ে বড় ছবি ছিল, যা প্যান ইন্ডিয়া সিনেমার তকমা পায়। পর্যালোচক ও দর্শকরা এটিকে "অসাধারণ" এবং "চলচ্চিত্রের শ্রেষ্ঠ কাজ" বলে আখ্যা দিয়েছেন। 'কান্তারা চ্যাপ্টার ১'-এর সাফল্য নিয়ে ইন্ডাস্ট্রির বহু তারকা প্রশংসা করেছেন। হোম্বালে ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই ছবিটি ঋষভ শেঠির ২০২২ সালের সুপারহিট ছবি 'কান্তারা'-এর প্রিক্যুয়েল। এটি প্রাক-ঔপনিবেশিক উপকূলীয় কর্ণাটকের পটভূমিতে নির্মিত। ছবিতে দেবতা এবং 'গুলিকা'-এর পূর্বের কাহিনি তুলে ধরা হয়েছে। 

Advertisement

ওয়ার ২ তার প্রথম সপ্তাহান্তে ১৪৩.১ কোটি আয় করলেও, কুলি ১৫৯.২৫ কোটি আয় করতে সফল হয়েছে। তবে কান্তারা চ্যাপ্টার ১-এর এখনও একটি দিন বাকি আছে, যা এর প্রথম সপ্তাহান্তের মোট আয় বাড়িয়ে দিতে পারে। যদি এইভাবে বক্স অফিসের এই ছবির উপার্জনের গ্রাফ ঊর্ধ্বমুখী হয়, তাহলে প্রথম সপ্তাহান্তের আয় ২০০ কোটি ছাপিয়ে যেতে পারে বলে মনে হচ্ছে। এই ছবির আয় এত তাড়াতাড়ি কমবে বলে মনে হচ্ছে না। 

Read more!
Advertisement
Advertisement