Advertisement

Sahitya Aaj Tak 2025: মায়ের মৃত্যুর পরের দিন কী করছিলেন জুবিন? 'Sahitya Aaj Tak'-কে জানালেন পাপন

এই বছরের Sahitya Aaj Tak 2025 শুরু হয়েছে শুক্রবার ২১ নভেম্ব থেকে। এই মঞ্চে একাধিক বড় বড় ব্যক্তিত্বের উপস্থিতি অনুষ্ঠানের শোভা আরও উজ্জ্বল করেছে। আর এই সাহিত্য মঞ্চেই পাপন তাঁর বিশেষ বন্ধু তথা প্রয়াত গায়ক জুবিন গর্গের স্মরণে অজানা কিছু কথা সকলের সঙ্গে শেয়ার করে নেন।

জুবিন স্মরণে পাপনজুবিন স্মরণে পাপন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Nov 2025,
  • अपडेटेड 6:10 PM IST
  • এই বছরের Sahitya Aaj Tak 2025 শুরু হয়েছে শুক্রবার ২১ নভেম্ব থেকে।

এই বছরের Sahitya Aaj Tak 2025 শুরু হয়েছে শুক্রবার ২১ নভেম্ব থেকে। এই মঞ্চে একাধিক বড় বড় ব্যক্তিত্বের উপস্থিতি অনুষ্ঠানের শোভা আরও উজ্জ্বল করেছে। আর এই সাহিত্য মঞ্চেই পাপন তাঁর বিশেষ বন্ধু তথা প্রয়াত গায়ক জুবিন গর্গের স্মরণে অজানা কিছু কথা সকলের সঙ্গে শেয়ার করে নেন। পাপন জানিয়েছেন যে জুবিন তাঁর গানের প্রতি ভীষণভাবে আবেগপ্রবণ ছিলেন। এমনকী মা মারা যাওয়ার পরের দিনই সে গান তৈরি করতে বসে যায়। জুবিনের সেই পুরনো দিনের কথা মনে করে চোখে ল আসে পাপনের। 

জুবিনের কোন কথাটি সবচেয়ে বেশি মনে পড়ে? পাপন বলেন যে তাঁর সঙ্গে যুক্ত একাধিক স্মৃতি রয়েছে। যার মধ্যে একটি হল, জুবিনের সঙ্গে পাপনের প্রথম সাক্ষাৎ। যেখানে জুবিন স্টুডিওতে তাঁর প্রথম অ্যালবাম রেকর্ড করছিল, যা এখনও মুক্তি পায়নি। এটা অনেকেই জানেন না যে পাপনের বাবাও একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ছিলেন। তাঁকে বিহু সম্রাট বলা হত। অভিভাবকদের নিয়ে কথা বলতে গিয়ে পাপন বলেন, 'আমার বাবা ও মা অসমের বড় সঙ্গীতশিল্পী ছিলেন। বাবার কারণে আমার ওপর খুবই চাপ ছিল। এখনও ওই চাপ রয়েছে, কারণ মানুষ আমাকে তাঁর ছেলে হিসাবেই দেখে। এটা খুবই সম্মানের বিষয়। কিন্তু আমাকে নিজের পরিচিতি তৈরি করতে হত। আমার আলাদাই সংঘর্ষ ছিল।' 

পাপন বলেন, 'আমার মনে আছে আমি রেকর্ডিং করছিলাম, কারণ বাবা চাইতেন আমি গান করি। আমি সেই সময় ২০-২১ বছরের। জুবিন সেই সময় থেকেই জনপ্রিয় ছিল। জুবিন হঠাৎ করেই স্টুডিওতে আসে। আমার বাবাকে প্রণাম করে আর আমার সঙ্গে দেখা করে, এরপরই আমাদের বন্ধুত্ব হয়। জুবিন ও পাপন একসঙ্গে গানও বানিয়েছিলেন। তাঁদের বন্ধুত্ব অটুট ছিল। এরপরই পাপন জুবিনকে নিয়ে একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, জুবিন সবেমাত্র তাঁর মাকে হারিয়েছেন। আমি তখন তাঁর স্টুডিওতে দেখা করতে গিয়েছিলাম। আমি ভাবছিলাম জুবিনের মা হারানোর ঘটনায় আমি কী প্রতিক্রিয়া দেব, এতটাই ছোট আমি। আমি ভয়ে তার সাথে দেখা করতে গেলাম। ভাবছিলাম এই পরিস্থিতিতে আমি তাকে কী বলব। আমি তার পাশে গিয়ে বসলাম। সে কিবোর্ডে কিছু গান তৈরি করছিল। সে আমাকে শোনার জন্য হেডফোন দিল। আমি শুনলাম। জুবিন জিজ্ঞাসা করল কেমন লাগছে আমার। আমি জিজ্ঞাসা করলাম জুবিন কী করছে। আমায় বলল নতুন গান বানাচ্ছে। একদিন আগেই ওর মা মারা গিয়েছে আর পরের দিন জুবিন গান তৈরি করছে। সঙ্গীতশিল্পীরা এমনই হয়। আমাদের জন্য The Show Must Go on।' 

Advertisement

শেষে তাঁর গাওয়া গান গেয়ে শ্রদ্ধা জানান পাপন। শুধু তাই নয়, মায়াবিনী গান দিয়ে গায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সাহিত্য আজ তক তিন দিনের একটি মহোৎসব। ২১ নভেম্বর থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। যা চলবে ২৩ নভেম্বর, রবিবার পর্যন্ত। সাহিত্য আজতক চলছে মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে।       

Read more!
Advertisement
Advertisement