Advertisement

Parambrata Chatterjee: কাজ জুটবে না? ফেডারেশনের সঙ্গে আইনি লড়াই থেকে সরলেন পরমব্রত

ফেডারেশনের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় সহ একাধিক অভিনেতা-পরিচালকেরা। বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। যা নিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছিল ওই ১৩ জন মামলাকারীকে। তবে রবিবার কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে পরমব্রতর মুখে শোনা গেল সম্পূর্ণ অন্য কথা।

পরমব্রত-স্বরূপ বিশ্বাসপরমব্রত-স্বরূপ বিশ্বাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2025,
  • अपडेटेड 11:00 AM IST
  • ফেডারেশনের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় সহ একাধিক অভিনেতা-পরিচালকেরা।

ফেডারেশনের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় সহ একাধিক অভিনেতা-পরিচালকেরা। বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। যা নিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছিল ওই ১৩ জন মামলাকারীকে। তবে রবিবার কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে পরমব্রতর মুখে শোনা গেল সম্পূর্ণ অন্য কথা। বললেন তিনি ব্যক্তিগতভাবে ফেডারেশনের সঙ্গে আর আইনি সংঘাতে যাবেন না। চলচ্চিত্রের স্বার্থে যা ভুল বোঝাবুঝি তা ব্যক্তিগত আলাপ আলোচনার মধ্যে দিয়ে মীমাংসার পথ খুঁজবেন। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস তাহলে কি কেরিয়ারের স্বার্থেই ফেডারেশনের সঙ্গে সব সমস্যা মিটিয়ে নিতে চাইছেন পরম?

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে নিয়মিত দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়কে। তিনি যে কিফে ফিরতে পারেন, তা আগেই আন্দাজ করা গিয়েছিল, যখন তিনি দুর্গাপুজোর কার্নিভালে হাজির হয়েছিলেন। অভিনেতা-পরিচালকের উপস্থিতি স্পষ্ট করে দিয়েছিল কিছুটা যে এবার তিনি ফেডারেশনের সঙ্গে চলা বিরোধের নিষ্পত্তি চাইছেন। আর রবিবার তা আরও স্বচ্ছ হল। পরম নিজেই জানিয়ে দিলেন সেই কথা। রবিবার চলচ্চিত্র উৎসবে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরমব্রত বলেন, আমি বাকিদের কথা বলতে পারব না, নিজেরটা বলতে পারি। যা ভুল বোঝাবুঝি, ঝগড়ঝাঁটি হয়েছে, তা আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মধ্যে মিটবে। আমি আর আইনি পথে নেই। আগামীতেও আইনি পন্থা নেব না।

অভিনেতা-পরিচালক আরও বলেন, বৃহত্তর পরিবারের মধ্যে এরকম সংঘাত হতেই পারে, কিন্তু আলাপ-আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নিতে হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। প্রসঙ্গত, ফেডারেশনের বিরুদ্ধে যে ১৩ জন পরিচালক হাইকোর্টে মামলা করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। নানা ইস্যু নিয়ে ফেডারেশনের বিরুদ্ধে বার বার সরব হয়েছিলেন পরমব্রত। আর যে কারণে পরমব্রত-অনির্বাণ সহ বাকিদের কাজ নিয়েও বহু সংশয় দেখা গিয়েছিল।

অপরদিকে, কলকাতা চলচ্চিত্র উৎসব শুরুর সময় থেকেই নজরে এসেছে ফেডারেশনের অনুপস্থিতি। স্বরূপ বিশ্বাস বা ফেডারেশনের কাউকেই দেখা যায়নি নন্দন চত্ত্বরে। ফেডারেশনের স্টলেও অনুপস্থিত কর্মীরা। শোনা গিয়েছিল, পরমব্রত কলকাতা চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই ফেডারেশন নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। যদিও এ বিষয়ে স্বরূপ বিশ্বাস কোনও মন্তব্য করতে নারাজ। কিন্তু পরমব্রত জানালেন এই বিষয়টি তাঁর কানে এসেছে। কিন্তু তাঁর জন্য ফেডারেশন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছেন না সে বিষয়ে তাঁর কোন ধারণা নেই। তিনি বলেন, ‘এমনটা কাম্য নয়।’

Advertisement

Read more!
Advertisement
Advertisement