Advertisement

Parno Mitra: কার্ভি ফিগারে সাহসী লুকস, পার্নোকে বিকিনিতে দেখে যা হল...

Parno Mitra: বিকিনি বা সুইম স্যুট পরতে হলে মেয়েদের মেদহীন ফিগার দরকার। এই প্রচলিত কথাটি অনেক আগেই ভেঙে দিয়েছেন অনেক অভিনেত্রীরাই। এবার সেই তালিকায় নাম যোগ হল টলিউড অভিনেত্রী পার্নো মিত্রের। শ্রীলঙ্কায় ভ্যাকেশনে গিয়ে পার্নোর বিকিনি লুকস ট্রোলের মুখে পড়েছিল।

পার্নো মিত্রপার্নো মিত্র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2024,
  • अपडेटेड 4:40 PM IST
  • বিকিনি বা সুইম স্যুট পরতে হলে মেয়েদের মেদহীন ফিগার দরকার। এই প্রচলিত কথাটি অনেক আগেই ভেঙে দিয়েছেন অনেক অভিনেত্রীরাই।

বিকিনি বা সুইম স্যুট পরতে হলে মেয়েদের মেদহীন ফিগার দরকার। এই প্রচলিত কথাটি অনেক আগেই ভেঙে দিয়েছেন অনেক অভিনেত্রীরাই। এবার সেই তালিকায় নাম যোগ হল টলিউড অভিনেত্রী পার্নো মিত্রের। শ্রীলঙ্কায় ভ্যাকেশনে গিয়ে পার্নোর বিকিনি লুকস ট্রোলের মুখে পড়েছিল। তবে সেইসব বিষয়কে তোয়াক্কা না করেই পার্নো ফের নিজের বিকিনি পরা ছবি দিলেন সোশ্যাল মিডিয়াতে। 

বর্তমানে পার্নোকে দেখলে যে কেউ বলবেন যে অভিনেত্রীর ওজন একটু বেড়েছে। শরীরে অল্প-বিস্তর মেদও জমেছে। আর এই ফিগারেই কালো রঙের বিকিনিতে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ার পারদ চড়ালেন অভিনেত্রী। পার্নো যে তিনটে ছবি পোস্ট করেছেন তা হোটেলের বারান্দায় দাঁড়িয়ে। পিছনে সমুদ্র। কালো বিকিনির ওপর নীল রঙের শার্ট, যদিও তার বোতাম খোলা। ব্ল্যাক সানগ্লাস পরে পোজ দিচ্ছেন। 

নীল শার্টের ফাঁক দিয়ে পার্নোর বক্ষযুগল স্পষ্ট। তবে নেটিজেনদের নজর কেড়েছে পেটের কার্ভ। পার্নো এই শরীরেই বিকিনি পরার সাহসীকতা দেখিয়েছেন। পার্নোর এই ছবিতে টলিউডের অনেক তারকাই প্রশংসা করেছেন। এর আগেও শ্রীলঙ্কার নীল সমুদ্রের ধারে হলুদ বিকিনিতে পার্নোর বোল্ড অবতার ধরা পড়েছিল। এই ভ্যাকেশনে চুটিয়ে বিকিনি পরেছেন অভিনেত্রী। যদিও এই ট্রিপে যাওয়ার আগে পায়ে চোট পেয়েছিলেন। 

শ্রীলঙ্কার আগে দুবাইতে গিয়েছিলেন পার্নো। আর সেখানেই সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে চোট পান তিনি। নিয়মিত ব্যান্ডেজ বেঁধে রাখছেন। নিয়মিত ওষুধও চলছে। তবে চোটের কথা ভুলে গিয়ে পার্নো ঘুরে বেরিয়েছেন শ্রীলঙ্কায়। গত মাসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে পার্নোর দুটি ছবি- ‘বনবিবি’ এবং ‘সুজি কিউ’। চন্দন রায় সন্যাল পরিচালিত ‘সুজি কিউ’ পার্নোর কেরিয়ারের প্রথম হিন্দি ছবি।

ইতিমধ্যেই কলকাতায় ফিরে এসেছেন পার্নো। আর এসেই কাজে মন দিয়েছেন। সম্প্রতি এক আর্ট এক্সিজিবিশনে গিয়েছিলেন অভিনেত্রী। পার্নো নতুন বছরকে স্বাগত  জানিয়েছেন অন্য দেশে। এই বছরটা আরও বেশি করে নিজের সঙ্গে সময় কাটাতে চান নায়িকা। ঘুরে দেখতে চান পৃথিবীর নানান প্রান্ত।  

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement