Advertisement

Soumitrisha-Paroma: 'খুব শক্ত নাম, অর্থ কী'? নাম নিয়ে সৌমিতৃষাকে খোঁচা পরমার, পাল্টা দিলেন 'মিঠাই রানি'

বেশ কয়েক বছর লাইমলাইট থেকে দূরেই রয়েছেন পরমা বন্দ্যোপাধ্যায়। একটা সময়ে তিনি চুটিয়ে সঞ্চালনার কাজ করেছেন, গানের গলাও ভারী সুন্দর। কিন্তু এখন আর তাঁকে সেভাবে প্রচারের আলোতে আসতে দেখা যায় না। তবে মাঝে মধ্যেই টলিউড নায়িকাদের খোঁচা মেরে পোস্ট করে থাকেন পরমা।

পরমা-সৌমিতৃষাপরমা-সৌমিতৃষা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jan 2026,
  • अपडेटेड 10:38 AM IST
  • এর আগেও পরমা মিমি চক্রবর্তীকে কটাক্ষ করেছিলেন তাঁর পোস্টে।

বেশ কয়েক বছর লাইমলাইট থেকে দূরেই রয়েছেন পরমা বন্দ্যোপাধ্যায়। একটা সময়ে তিনি চুটিয়ে সঞ্চালনার কাজ করেছেন, গানের গলাও ভারী সুন্দর। কিন্তু এখন আর তাঁকে সেভাবে প্রচারের আলোতে আসতে দেখা যায় না। তবে মাঝে মধ্যেই টলিউড নায়িকাদের খোঁচা মেরে পোস্ট করে থাকেন পরমা। আর সেই পোস্ট ঘিরেই হইচই শুরু হয়ে যায়। গায়িকার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এরকম পোস্ট নজরে আসবে। এবার টেলি অভিনেত্রীর নাম নিয়ে প্রশ্ন তুলেছেন পরমা। সৌমিতৃষা কুণ্ডু ও তনিষ্কা তিওয়ারির নামের অর্থ কী, প্রশ্ন তুললেন পরমা। 

গায়িকা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে লেখেন, আচ্ছা, ‘ভারতীয়দের ভাল নামের অর্থ হয় বলে শুনেছি, সেদিন একটা নাম শুনলাম, সৌমিতৃষা। আরেকটা নাম শুনলাম, তনিষ্কা। এটা বেশ জনপ্রিয় গত কয়েক বছর। আচ্ছা সৌমিতৃষা মানে কি? আজকাল এইরকম শক্ত নামের খুব ট্রেন্ড।’ পরমার এই পোস্টে উপচে পড়েছে কমেন্ট। অনেকেই তাঁর এই পোস্টকে সমর্থন করেছেন। কেউ আবার এই নামের অর্থ বলেছেন। আবার কেউ কেউ তাঁদের সন্তানের কঠিন কঠিন নাম রাখার পিছনে কারণও ব্যাখা করেছেন। 

তবে পরমার এই পোস্টে যে দুজন অভিনেত্রীর নাম রয়েছে, তাঁরা হলেন সৌমিতৃষা ও তনিষ্কা। দুজনেই টেলিভিশনের ভীষণ চেনা মুখ ও জনপ্রিয় বটে। এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে সৌমিতৃষাকে এই নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর কানেও এই খবর এসেছে। তিনি বলেন, কোনও কিছুর অর্থ আমি জানি না তাই তার কোনও অর্থ নেই তা তো নয়। বাঙালিরা এমন অনেক শব্দ ব্যবহার করেন যা সংস্কৃত শব্দ থেকে নেওয়া। আসনে পৃথিবীটা অনেক বড়, জানার পরিধিতাও অনেক বেশি। একজন বয়স্ক মানুষ তাঁর বয়সে এসে কিছু একটা জানেন না মানেই যে তিনি পরবর্তীতে আর কিছু জানবেন না তা তো নয়। শেখার শেষ নেই। শেখার বয়স হয় না। আর আমার মনে হয় এগুলো ছাড়াও আর ভাবার অনেক বিষয় আছে। এগুলো খুবই তুচ্ছ বিষয়।

Advertisement

এর আগেও পরমা মিমি চক্রবর্তীকে কটাক্ষ করেছিলেন তাঁর পোস্টে। হইচইতে মিমির ডাইনি সিরিজ দেখে খুব খারাপভাবে সমালোচনা করেন পরমা। এরপরই তাঁকে ট্রোলড করা হয়। মিমির সিরিজটিকে যাত্রার সঙ্গে তুলনা করে নিজেই সমালোচিত হয়েছিলেন গায়িকা। মিমি নিজেও এই সমালোচনার জবাব দিয়েছিলেন পরোক্ষভাবে।

Read more!
Advertisement
Advertisement