Advertisement

Parvathy Baul: পার্বতী বাউলকে তাড়িয়েই দিল আমেরিকা, সান ফ্রান্সিসকোর কনসার্ট বাতিল, কেন?

Parvathy Baul: গ্রাম থেকে রাজ্য, রাজ্য ছাড়িয়ে দেশ আর দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন পার্বতী বাউল। বাউল সঙ্গীতের প্রতি তাঁর ভালোবাসা-টান এতটাই গভীর যে তিনি আর অন্য কোনওদিকে তাকানোর সুযোগই পাননি। সেই গানকে বিদেশের মানুষের মনেও ছড়িয়ে দিতে পেরেছিলেন পার্বতী। তাঁর গানে মুগ্ধ আবালবৃদ্ধবনিতা।

পার্বতী বাউলপার্বতী বাউল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2025,
  • अपडेटेड 10:17 AM IST
  • সেই পার্বতী বাউল আমেরিকায় অনুষ্ঠান করতে গিয়ে বাধার মুখে পড়লেন।সেই পার্বতী বাউল আমেরিকায় অনুষ্ঠান করতে গিয়ে বাধার মুখে পড়লেন।

গ্রাম থেকে রাজ্য, রাজ্য ছাড়িয়ে দেশ আর দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন পার্বতী বাউল। বাউল সঙ্গীতের প্রতি তাঁর ভালোবাসা-টান এতটাই গভীর যে তিনি আর অন্য কোনওদিকে তাকানোর সুযোগই পাননি। সেই গানকে বিদেশের মানুষের মনেও ছড়িয়ে দিতে পেরেছিলেন পার্বতী। তাঁর গানে মুগ্ধ আবালবৃদ্ধবনিতা। সেই পার্বতী বাউল আমেরিকায় অনুষ্ঠান করতে গিয়ে বাধার মুখে পড়লেন। সম্প্রতি, সান ফ্রান্সিসকোয় কনসার্ট বাতিল হয়েছে তাঁর। জানা গিয়েছে, ১৮ মে অনুষ্ঠান করার কথা ছিল সেখানে শিল্পীর। সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই চরম হেনস্থার সম্মুখীন হতে হয়েছে পার্বতীকে। সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠান বাতিলের কথা নিজেই তুলে ধরেছেন তিনি। এমনকী তাঁদের পাঁচ বছরের জন্য আমেরিকায় ব্যান করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শিল্পী।

পার্বতী বাউল তাঁর ফেসবুক পেজে এই হেনস্থার কথা তুলে ধরেছেন। অনুরাগীদের উদ্দেশ্যে খুব ছোট করে পার্বতী বাউল অনুষ্ঠানের নতুন সময়ও ঘোষণা করেছেন। পার্বতী বাউলের সঙ্গে এহেনও আচরণে ক্ষুব্ধ এই রাজ্যের বাউল সমাজ সহ তাঁর অনুরাগীরাও। পার্বতী বাউলের ফেসবুক পেজ থেকে জানা গিয়েছে যে ১৮ মে রবিবার, মার্কিন সময় অনুযায়ী সন্ধ্যে ৭টায় সানফ্রান্সিসকোয় একটি কনসার্ট ছিল তাঁর। বিখ্যাত মার্কিন সঙ্গীতকার জর্জ ব্রুকসের সঙ্গে জুটি বেঁধে তা হওয়ার কথা ছিল। ব্রুকস ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে জ্যাজের মেলবন্ধনে গান করেন।

সেই ফিউশনেই গান করার কথা ছিল পার্বতী বাউলের। কিন্তু অভিযোগ উঠেছে, আমেরিকায় বাউল শিল্পীকে ঢুকতেই দেওয়া হয়নি। শুধু তাই নয়, তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতে। যার জেরে ব্রুকসের সঙ্গে যৌথ কনসার্ট বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। এক সংবাদমাধ্যমকে পার্বতী জানিয়েছেন যে তিনি প্রতিবছরই আমেরিকায় বাউল গানের প্রচারের জন্য যান। কিন্তু এই বছরই এটা প্রথমবার হল। তিনি কোনওবারই কোনও খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হননি। পার্বতী জানিয়েছেন যে কোনওবার তাঁর সঙ্গে বর্ডারে এমন আচরণ করা হয়নি। এবারে অন্যরকম পরিবেশ ছিল। 

Advertisement

পার্বতী এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তাঁদের ১৪ ঘণ্টা আটকে রাখা হয়েছিল। সাত-আট ঘণ্টা কোনও জল বা খাবার পর্যন্ত দেওয়া হয়নি। তারওপর ছিল একাধিক প্রশ্নের চাপ। যার উত্তর পার্বতা বাউল ও তাঁর টিম যেটাই দিচ্ছিল, তার অন্যরকম অর্থ বের করে আমেরিকার প্রশাসন। পার্বতীর অভিযোগ, তাঁদের অনেক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং তার পর কিছু শর্তে রাজি করানোর চেষ্টাও করা হয়। শিল্পীদের তরফে দ্বিমত পোষণ করলে, টিম-সহ পার্বতীদের আগামী পাঁচ বছরের জন্য আমেরিকায় ব্যান করে দেওয়া হয় বলেও অভিযোগ শিল্পী। 

যদিও সোমবার রাত ৮টায় জুম-এর মাধ্যমে অনলাইন কনসার্ট করেন পার্বতী বাউল। সেটা ছিল একেবারেই বিনামূল্যে। উল্লেখ্য, শুধু বাংলা নয়,  আন্তর্জাতিক সংস্কৃতি মহলে বাউল সাধিকা ও সঙ্গীতশিল্পী হিসেবে সমাদৃত পার্বতী বাউল। তাঁর মিষ্টি ব্যবহার ও সুরের জাদুতে মাতোয়ারা সঙ্গীতপ্রেমীরা।

    

  

Read more!
Advertisement
Advertisement