Advertisement

Moubani Sorcar Wedding: সাতপাকে বাঁধা পড়লেন পি সি সরকার-কন্যা, মৌবনীকে কী উপহার দিলেন স্বামী সৌম্য?

জাদু সম্রাট পি সি সরকারের বাড়িতে বিয়ের সানাই বাজল। বাড়ির মেজ মেয়ে মৌবনী সরকারের বিয়ে হয়ে গেল রবিবারের সন্ধ্যেতে। খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে পাত্র খুঁজে, সেই পাত্রের গলায় মালা দিলেন পি সি সরকার-কন্যা।

মৌবনী-সৌম্যর বিয়েমৌবনী-সৌম্যর বিয়ে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 10:10 AM IST
  • জাদু সম্রাট পি সি সরকারের বাড়িতে বিয়ের সানাই বাজল।

জাদু সম্রাট পি সি সরকারের বাড়িতে বিয়ের সানাই বাজল। বাড়ির মেজ মেয়ে মৌবনী সরকারের বিয়ে হয়ে গেল রবিবারের সন্ধ্যেতে। খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে পাত্র খুঁজে, সেই পাত্রের গলায় মালা দিলেন পি সি সরকার-কন্যা। মৌবনীর বিয়ের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

কনের সাজে মধুবনীকে একেবারে লক্ষ্মী প্রতিমার মতোই লাগছিল। বারাণসী থেকে আনা বেগুনী রঙের বেনারসী, সোনার গয়না, শোলার মুকুট, কপালে চন্দন ও মাথায় ভেল পরে মিষ্টি দেখাচ্ছিল মৌবনীকে। বাঙালি বিয়ের সব রীতিনীতি মেনেই বিয়ের কাজ সম্পন্ন হল। আশীর্বাদ পর্ব, মালা বদল থেকে সিঁদুর দান সবটাই হল। জামাই সৌম্যকে বরণ করতে গিয়ে চোখের জল থামাতে পারলেন না জাদুসম্রাটের স্ত্রী। 

ছবি সৌজন্যে: ফেসবুক

কন্যাদানের সময়ও চোখে জল দেখা যায় পি সি সরকার ও তাঁর স্ত্রীর। বোনের বিয়ে বলে কথা, বরকর্তা হিসাবে বিয়ের সবদিক খুঁটিয়ে দেখছিলেন মুমতাজ ও মানেকা। সৌম্যর পরনে ছিল প্রিন্টেট পাঞ্জাবি, গলায় হার, লাল ধুতি, মাথায় মুকুট। জানা গিয়েছে, হবু জামাইকে জাদুসম্রাট হীরের বোতাম দিয়ে আশীর্বাদ করেন।  পি সি সরকারকে লাল রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং গলায় সাদা উত্তরীয়তে দেখা গিয়েছে। টলিপাড়ার অনেক তারকাদেরই এই বিয়েতে উপস্থিত থাকতে দেখা যায়। চন্দননগর নিবাসী পাত্র সৌম্য রায়ের সঙ্গে এদিন সাতপাকে বাঁধা পড়ছেন মৌবনী। পাত্র পেশায় রিসার্চ অ্যানালিস্ট।

ছবি সৌজন্যে: ফেসবুক

বিয়ের সন্ধ্যেতে সৌম্যর কাছ থেকে উপহারও পেয়ে যান মৌবনী। স্ত্রী মৌবনীকে হিরের আংটি পরিয়ে দেন সৌম্য রায়। আর সেই আংটি ছিল সোশ্যাল মিডিয়ায় আলোচিত লাবুবু ডল-এর মধ্যে। তাই অনেকেই ভেবেছিলেন যে বিয়ের দিন হয়তো সৌম্য তাঁর স্ত্রীকে লাবুবু ডল উপহার দিয়েছেন। হিরের আংটির সঙ্গে সেই বিখ্যাত ‘লাবুবু ডল’ মৌবনীর হাতে তুলে দিলেন সৌম্য৷ উপহার পেয়ে খুব খুশি বিয়ের কনে। সিঁদুর দানের পর মৌবনীর পুরো রূপই বদলে যায়। সরকার বাড়ির প্রথম বিয়ে সম্পন্ন হল, এবার দেখা যাক দুই মেয়ের মধ্যে কোন মেয়ে এবার বিয়ের পিঁড়িতে বসছে।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement