Advertisement

Narendra Modi Biopic: প্রধানমন্ত্রীর জন্মদিনে বায়োপিক ঘোষণা! ‘মা বন্দে’-তে পর্দার মোদী কে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে এক বড়সড় চমক দিলেন চলচ্চিত্র নির্মাতারা। মালায়ালাম প্রযোজনা সংস্থা সিলভার কাস্ট ক্রিয়েশনস ঘোষণা করেছে নতুন বায়োপিক ‘মা বন্দে’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা উন্নি মুকুন্দন। আন্তর্জাতিক মানের প্রযোজনা এবং অত্যাধুনিক ভিএফএক্স প্রযুক্তি ব্যবহারের আশ্বাস দিয়েছেন প্রযোজকরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক।-কোলাজপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক।-কোলাজ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Sep 2025,
  • अपडेटेड 2:49 PM IST
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে এক বড়সড় চমক দিলেন চলচ্চিত্র নির্মাতারা।
  • মালায়ালাম প্রযোজনা সংস্থা সিলভার কাস্ট ক্রিয়েশনস ঘোষণা করেছে নতুন বায়োপিক ‘মা বন্দে’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা উন্নি মুকুন্দন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে এক বড়সড় চমক দিলেন চলচ্চিত্র নির্মাতারা। মালায়ালাম প্রযোজনা সংস্থা সিলভার কাস্ট ক্রিয়েশনস ঘোষণা করেছে নতুন বায়োপিক ‘মা বন্দে’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা উন্নি মুকুন্দন। আন্তর্জাতিক মানের প্রযোজনা এবং অত্যাধুনিক ভিএফএক্স প্রযুক্তি ব্যবহারের আশ্বাস দিয়েছেন প্রযোজকরা।

শৈশব থেকে নেতা হওয়ার গল্প
চলচ্চিত্র নির্মাতাদের দাবি, এই বায়োপিকটিতে নরেন্দ্র মোদীর শৈশব থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত যাত্রা ফুটিয়ে তোলা হবে। বিশেষ করে তাঁর প্রয়াত মা হীরাবেন মোদীর সঙ্গে সম্পর্ক এবং জীবনে তার প্রভাব এই ছবির মূল উপজীব্য। শিখর পর্যন্ত পৌঁছনোর পথে মা-ই ছিলেন মোদীর অনুপ্রেরণার উৎস, এ কথাই তুলে ধরতে চান পরিচালক।

উন্নি মুকুন্দনের বক্তব্য
বিশেষ দিনে ছবির পোস্টার শেয়ার করে উন্নি মুকুন্দন লিখেছেন, 'আমি গর্বিত যে আসন্ন চলচ্চিত্র ‘মা বন্দে’-তে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর ভূমিকায় অভিনয় করতে চলেছি। আহমেদাবাদে বড় হয়ে আমি তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে চিনতাম। ২০২৩ সালে তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাই, যা আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে। একজন অভিনেতা হিসেবে এই চরিত্রে অভিনয় করা অভূতপূর্ব এবং অনুপ্রেরণাদায়ক।'

তিনি আরও জানান, মোদীর সঙ্গে সাক্ষাতের সময় শোনা দুটি গুজরাটি শব্দ, 'ঝুকভানু নাহি” (কখনও মাথা নত করবেন না), তাঁর জীবনে এক অদম্য শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে।

তারকাখচিত টেকনিক্যাল টিম
এই ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে থাকছেন ক্রান্তি কুমার সিএইচ, প্রযোজক বীর রেড্ডি এম। চিত্রগ্রাহক হিসেবে যুক্ত হচ্ছেন কে কে সেন্থিল কুমার, সঙ্গীতে রবি বসরুর, সম্পাদনায় শ্রীকর প্রসাদ এবং প্রযোজনা ডিজাইনে সাবু সিরিল। অ্যাকশন পরিচালনা করবেন কিং সলোমন।

সর্বভারতীয় মুক্তির পরিকল্পনা
প্রযোজনা সংস্থা জানিয়েছে, ইংরেজি সহ প্রায় সব বড় ভারতীয় ভাষায় মুক্তি দেওয়া হবে এই ছবি। লক্ষ্য একটাই, 'এক অনুপ্রেরণামূলক বায়োপিকের মাধ্যমে দর্শকদের অবিস্মরণীয় সিনেমাটিক অভিজ্ঞতা দেওয়া।'

উল্লেখযোগ্য, ২০১৯ সালে বিবেক ওবেরয় অভিনীত এবং ওমাং কুমার পরিচালিত ‘পিএম নরেন্দ্র মোদী’ ছিল মোদীর জীবনীভিত্তিক প্রথম বায়োপিক। এবার দক্ষিণী সিনেমার হাত ধরে আবারও বড় পর্দায় আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গল্প।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement