বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ফারহা খান। যিনি প্রযোজক হিসাবেও বেশ নাম কামিয়েছেন। ফারহা মাঝে মধ্যেই কোনও না কোনও বিষয় নিয়ে বিতর্কে থাকেন। এবারও সেটাই হল। হোলি উৎসবের ওপর করা ফারহার মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ফারহার এই মন্তব্য ঘিরে বেশ চর্চা শুরু। ধার্মিক মনোভাবে আঘাত দিয়েছেন কোরিওগ্রাফার, এটাও বলা হচ্ছে। পুলিশের কাছে এই নিয়ে অভিযোগও দায়ের হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদির মন্তব্য ঘিরে দারুণ চর্চা হয়। যা আদালত পর্যন্ত পৌঁছায়। তারই মাঝে ফারহা খানের এই মন্তব্য।
ফারহা খান সেলিব্রিটি মাস্টারশেফ রিয়্যালিটি শো-এর এক পর্বে এসে হোলি উৎসব নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন। ফারহা বলেন, রঙের উৎসব হোলি 'ছাপড়ি'দের প্রিয় অনুষ্ঠান। আর কোরিওগ্রাফারের এই মন্তব্য মোটেও ভাল নজরে দেখছেন না সোশ্যাল মিডিয়ার একাংশ। তাঁকে নিয়ে ট্রোল শুরু হয়েছে খুবই খারাপভাবে। নেটিজেনদের একাংশের দাবি, তিনি ভারতীয়দের ধর্মীয় মনোভাবে আঘাত করেছেন। এ ভাবে বিশেষ এক সম্প্রদায়কে নিশানা বানিয়ে আদতে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হেনেছেন, অভিযোগ উঠেছে ফারহার বিরুদ্ধে।
শনিবার হিন্দুস্তানি ভাউ নামে পরিচিত বিকাশ ফটক নামে এক ব্যক্তি ফারহার বিরুদ্ধে খার থানায় অভিযোগ দায়ের করেছেন। এ-ও জানা গিয়েছে, তিনি ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ অনুযায়ী ফারহার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। ‘হিন্দুস্তানি ভাউ’-এর আইনজীবী এ প্রসঙ্গে জানিয়েছেন, ফারহার এই ধরনের মন্তব্য সাম্প্রদায়িক। এই ধরনের বক্তব্য বিশেষ উৎসবকে খাটো করে দেখানো হয়েছে। পাশাপাশি, হিন্দুদেরও অসম্মানিত করা হয়েছে, যা ক্ষমার অযোগ্য।
২০ ফেব্রুয়ারি ‘সেলিব্রিটি মাস্টারশেফ’-শোয়ে যোগ দিয়ে ফারহান প্রকাশ্যেই হোলি নিয়ে এহেন মন্তব্য করেন। যদিও বলিউড পরিচালক তথা কোরিওগ্রাফার রসিকতা করেই বলেছিলেন, হোলি ছাপড়িদের উৎসব, তবে তাঁর এহেন মন্তব্য অনেকেরই আপত্তিকর বলে মনে হয়েছে। আর সেই প্রেক্ষিতেই ‘হিন্দুস্তানি ভাউ’ এইআইআর দায়ের করেছেন। ‘হিন্দুস্তানি ভাউ’য়ের আর্জি কঠোর ব্যবস্থা নেওয়া হোক ফারহা খানের বিরুদ্ধে।