Advertisement

Porimoni- Razz: পরীর বাড়িতে রাজ! যত্ন করে প্রাক্তনকে রেঁধে খাওয়ালেন নায়িকা! সম্পর্কের সমীকরণ বদলাল?

Porimoni- Razz: মাঝে নায়িকা মন্তব্য করেছিলেন, 'ও আমার কাছে মৃত...।' হঠাৎ এক বছর পর পরীর বাড়িতে যাতায়াত বেড়েছে রাজের। তাহলে কি অভিমানের বরফ গলছে?

পরীমনি ও শরিফুল রাজ পরীমনি ও শরিফুল রাজ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 May 2024,
  • अपडेटेड 2:41 PM IST

আলোচনায় থাকেন ঢালিউড নায়িকা পরীমনি (Porimoni) ও তাঁর স্বামী শরিফুল রাজ (Sariful Razz)। কর্মের চেয়ে, ব্যক্তিগত জীবন নিয়েই বেশি শিরোনামে থাকেন তাঁরা। বাংলাদেশের এই তারকা জুটির বিচ্ছেদ হয়েছে প্রায় বছর খানেক আগে। মাঝে নায়িকা মন্তব্য করেছিলেন, 'ও আমার কাছে মৃত...।' হঠাৎ এক বছর পর পরীর বাড়িতে যাতায়াত বেড়েছে রাজের। তাহলে কি অভিমানের বরফ গলছে? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ?   

সিনে দুনিয়ায় জোর চর্চা, পরীমনি  এবং রাজের সম্পর্কের সমীকরণ নাকি অনেকটা বদলে গিয়েছে। এই চর্চা আরও বাড়ে কারণ, সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানেও দু’জনের দেখা হয়েছে। সন্তানকে দেখার জন্যেই নাকি এর মধ্যে বেশ কয়েকবার নায়িকার বাড়িতে গিয়েছেন রাজ। যদিও প্রাক্তন স্বামী যে সম্প্রতি তাঁর বাড়িতে গিয়েছিলেন, সে কথা স্বীকারও করেছেন পরী।

এপ্রসঙ্গে প্রশ্ন উঠতেই বাংলাদেশের সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, "অন্য একটি কারণে সে বাড়িতে আসে। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বারণ ছিল যাতে বাড়িতে না ঢোকে। তবে কিছু দিন আগে হঠাৎই ও আমার বাড়িতে আসে। বাড়ি ছাড়ার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল ওঁর। কাগজপত্রগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণই ছিল। এলে তো আর বার করে দিতে পারি না।" 

আরও পড়ুন

পরীমনি আরও বলেন, "পুণ্যও তাঁর সন্তান। আমি রান্না করেছিলাম। সবাই মিলে একসঙ্গে খাওয়াদাওয়া করেছি। রাজ পুণ্যকে কোলে নিতে চেয়েছিল কিন্তু, ছেলে ওঁকে বাবা হিসেবে চিনতে পারে না এখন। অথচ আগে রাজ ছাড়া পুণ্য কিছুই বুঝত না। এটি রাজের জন্য নির্মম।" 

সম্প্রতি চর্চিত বাংলাদেশী অভিনেত্রী শবনম বুবলির সঙ্গে নাম জড়ায় রাজের। খবর রটে, গত ১৩ মে বুবলির সঙ্গে নাকি গোপনে বিয়ে সেরেছেন রাজ। আসলে, বুবলির উইকিপিডিয়ায় স্বামীর জায়গায় শরিফুল রাজের নাম যোগ হওয়ার পর থেকেই এই জল্পনা শুরু হয়।  

Advertisement

প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারি মাসে বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। শোনা যায় গিয়াসউদ্দিন সেলিমের 'গুনিন' ছবিতে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন দুই তারকা। ২০২২ সালের ১০ অগাস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্র সন্তান।

 

Read more!
Advertisement
Advertisement