রাতের বেলায় যাঁর গল্প শুনে গা ছমছম করে, যিনি সত্যি ঘটনা অবলম্বনে ভৌতিক গল্প শোনান শ্রোতাদের, সেই জনপ্রিয় প্রেতকথার যিনি প্রধান উদ্যোক্তা সেই গৌরব তপাদারের বিয়ে হয়ে গেল। মাঘের শুভ দিনক্ষণ দেখে শুক্রবার বিয়ের পিঁড়িতে বসলেন গৌরব তপাদার। পাত্রী প্রিয়াঙ্কা সরকার। আর বাসর রাতে বউকে কোলে নিয়ে যা কাণ্ড ঘটালেন তা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
গৌরব ও প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে বেশ অনেকদিন ধরেই চর্চা চলছে। প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ের খবর শেয়ার করার পর থেকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে এই কনটেন্ট ক্রিয়েটারকে। তবে এইসব সমালোচনাকে খুব একটা পাত্তা না দিয়ে গৌরব বিয়ে করলেন প্রিয়াঙ্কাকে। বিয়ের কিছুদিন আগে থেকেই তাঁদের আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়ে গিয়েছিল। দুই পরিবার ও গৌরব-প্রিয়াঙ্কার কাছের মানুষদের নিয়ে সাতপাকে বাঁধা পড়লেন তাঁরা। বিয়ের আসরে টুকটুকে লাল বেনারসিতেই পাওয়া গেল গৌরবের কনেকে। আর তসর রঙা পাঞ্জাবির উপর লাল সুতোর কাজ ও মাথায় টোপর দিয়ে বরবেশে ধরা দিলেন গৌরব। বাঙালি সব নিয়ম মেনেই হল বিয়ে।
বাসর রাতে গৌরবকে পাওয়া গেল একেবারে রোম্যান্টিক মুডে। ঘরভর্তি বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনদের সামনেই নতুন বউ প্রিয়াঙ্কাকে কাছে টেনে কোলে বসিয়ে নিলেন গৌরব আর গাইলেন অমর সঙ্গীর গান চিরদিনই তুমি যে আমার গানের এত কাছে রয়েছো তুমি, আরও কাছে তোমাকে যে চাই লাইনটি। আর প্রিয়াঙ্কা তখন গৌরবের কোলে বসে লাজে রাঙা হচ্ছেন। এই গান যে গৌরব তাঁর স্ত্রীকে উদ্দেশ্য করেই গেয়েছেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, গৌরবের সঙ্গে আগে অন্য একজনের সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। এরপরই প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কে জড়ান গৌরব।
গৌরবের জীবনসঙ্গিনী প্রিয়াঙ্কা পেশায় নৃত্যশিল্পী। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর, কাজ করছেন কেন্দ্রীয় বিদ্যালয়ে নাচের শিক্ষিকা হিসেবে। সঙ্গে নানা শো করেন। সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেন নাচের একাধিক রিল। ফেসবুকে তাঁকে ফলো করেন ১৪ হাজারের বেশি মানুষ। প্রিয়াঙ্কা কনটেন্ট ক্রিয়েটার নন, তবে নিজের নাচের ভিডিও মাঝে মাঝেই শেয়ার করে থাকেন তিনি। দুই পরিবার ও কাছের মানুষদের নিয়েই নতুন জার্নি শুরু করলেন গৌরব-প্রিয়াঙ্কা।