Advertisement

Tollywood Couple Wedding: শুরু আইবুড়োভাত, ফেব্রুয়ারিতেই বিয়ে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের

টেলি দুনিয়ায় চর্চিত কাপল প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহা। দুজনে চুটিয়ে প্রেম করছেন। ২০২৪ সালেই বাগদান এবং আইনি বিয়ে সেরে ফেলেছেন প্রিয়াঙ্কা ও শুভ্রজিৎ। এবার সামাজিক বিয়ের পালা।

কবে বিয়ে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের?কবে বিয়ে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jan 2026,
  • अपडेटेड 4:30 PM IST
  • টেলি দুনিয়ায় চর্চিত কাপল প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহা।

টেলি দুনিয়ায় চর্চিত কাপল প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহা। দুজনে চুটিয়ে প্রেম করছেন।  ২০২৪ সালেই বাগদান এবং আইনি বিয়ে সেরে ফেলেছেন প্রিয়াঙ্কা ও শুভ্রজিৎ। এবার সামাজিক বিয়ের পালা। নতুন বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি। ইতিমধ্যেই আইবুড়ো ভাত খাওয়া শুরু। কবে বিয়ে করছেন এই তারকা জুটি? 

২০২৪ সালেই সেরে ফেলেছেন সই সাবুদের বিয়ে এবং সঙ্গে আংটি বদল। আর তার বছর দেড়েকের মাথায় সাতপাকে ঘুরবেন প্রিয়াঙ্কা ও শুভ্রজিৎ। নতুন বছরের একদম গোড়াতেই বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। শনিবার আইবুড়োভাত খেলেন জুটিতে। আর সেখানেই প্রিয়াঙ্কা নিজেই জানালেন তাঁদের বিয়ের আর মাত্র এক মাস বাকি। এদিন জমিয়ে আইবুড়োভাত খেলেন প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ। 

এদিন দুজনেই পরেছিলেন ট্র্যাডিশনাল পোশাক। প্রিয়াঙ্কা পরেছিলেন রানি রঙের শাড়ি ও ম্যাচিং স্লিভলেস ব্লাউজ আর শুভ্রজিৎ-এর পরনে ছিল মেরুন রঙের পাঞ্জাবি। দু'জনের মাথাতেই শোলার মুকুট এবং গলায় রজনীগন্ধার মালা ছিল।  দুজনের সামনেই সাজানো আইবুড়োভাতের থালা, যেখানে থরে থরে সাজানো খাবার। যেখানে ভাত, পোলাও থেকে শুরু করে লুচি, ডাল, মাছের মাথা, চিংড়ি মালাইকারি, মাংস, চাটনি, পাঁপড়, ইত্যাদি রাখা। প্রিয়াঙ্কা ও শুভ্রজিতের বন্ধুরা তাঁদের এই আইবুড়োভাতের ব্যবস্থা করেছিলেন। 

প্রিয়াঙ্কার পোস্ট অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি তাঁদের বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। ওইদিনই সাতপাকে ঘুরবেন এই জুটি। প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর মাসে আইনি বিয়ে সারেন শুভ্রজিৎ সাহা এবং প্রিয়াঙ্কা মিত্র। সেই সময় রানি রঙের বেনারসি পরে কাগুজে বিয়ে সারেন অভিনেত্রী। শুভ্রজিতের পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি। পরিবারের সকলের উপস্থিতি এবং আশীর্বাদ নিয়েই তাঁদের নতুন জীবন শুরু করেন। একই দিনে আতশবাজির রোশনাই, আলোর সাজের মাঝে পিচ রঙের গাউন পরে ধরা দেন বাগদানের লুকে। শুভ্রজিৎ পরেছিলেন সাদা শার্ট এবং কালো স্যুট। এই বেশেই আংটি বদল সারেন তাঁরা। সেই ঘটনার বছর দেড়েক মধ্যেই তাঁরা এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। 

Advertisement

প্রসঙ্গত, শুভ্রজিৎ সাহা এবং প্রিয়াঙ্কা মিত্র, দুজনেই ছোট পর্দার চেনা মুখ। অভিনেত্রীকে বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'চিরসখা'য় দেখা যাচ্ছে। সেখানে বাবিলের নতুন প্রেমিকা হিসেবে নতুন এন্ট্রি নিয়েছেন তিনি। যদিও তিনি 'খড়কুটো' ধারাবাহিকে 'চিনি'র চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি অর্জন করেছিলেন। অন্যদিকে শুভ্রজিৎ সাহাও একাধিক ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। 'নয়নতারা', 'রাখি বন্ধন'-এর মতো ধারাবাহিকে তিনি নজর কেড়েছিলেন। এই তারকা জুটি মাঝে মধ্যেই তাঁদের এক সঙ্গে কাটানো নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এবার সকলে অপেক্ষায় তাঁদের বিয়ের ছবি দেখার জন্য।     

Read more!
Advertisement
Advertisement