
একই দিনে মুক্তি পেয়েছে তিনটে বাংলা ছবি। বড়দিনে 'প্রজাপতি ২', 'মিতিন মাসি' ও 'লহ গৌরাঙ্গের নাম রে'...এই তিনটে ছবি মুক্তি পায়। এই ৩ ছবি মুক্তি পাওয়ার আগে থেকেই দর্শকেরা দেবের 'প্রজাপতি ২' নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছিলেন। এমনিতেই বক্স অফিসে ফিগার বাড়িয়ে বলার অভিযোগ রয়েছে দেবের বিরুদ্ধে। তার ওপর স্ক্রিনিং কমিটিকেও মানতে চাইছেন না টলিপাড়ার সুপারস্টার। কিন্তু এত কিছু নিয়ে তাঁর ভাবার সময় কোথায়। দেবের প্রজাপতি ডানা মেলে উড়তে শুরু করে দিয়েছে বক্স অফিসে। বাকি দুই ছবিকে পিছনে ফেলে প্রজাপতি ২ ছক্কা হাঁকিয়ে চলেছে। আসুন দেখে নিই sacnilk-এ তিন ছবি রিপোর্ট কার্ড।
প্রজাপতি ২
বাবা-ছেলের সম্পর্কের গল্প দর্শকেরা যে এভাবে ভালোবাসা দেবে, তা দেব মনে হয় আগে থেকেই ওয়াকিবহাল ছিলেন। আর তিনি যে বছরের শুরু থেকেই ময়দানে নেমে একের পর এক গোল মেরে যাচ্ছেন, তা একেবারেই পরিষ্কার। খাদান ২, ধুমকেতু, রঘু ডাকাতের পর আবারও বক্স অফিসে দ্রুত গতিতে এগোচ্ছে দেবের ছবি। ৭ কোটি টাকার বাজেটের প্রজাপতি ২ মুক্তির পর থেকে সোমবার পর্যন্ত বক্স অফিসে আয় করেছে ২.৪৪ কোটি টাকা। ছবি মুক্তির পঞ্চম দিনে প্রজাপতি ২-এর আয় ০.৩১ লক্ষ টাকা। বিশ্বব্যাপী এই ছবি এখনও পর্যন্ত আয় করেছে ২.৭৩ কোটি।
মিতিন মাসি
দেবের প্রজাপতি ২-এর পাশাপাশি একইদিনে মুক্তি পেয়েছে সুরিন্দর ফিল্মসের মিতিন-একটি খুনীর সন্ধানে। অরিন্দম শীলের এই ছবি ঘিরেও দর্শকদের কৌতুহল কম ছিল না। মিতিন মাসির চরিত্রে কোয়েল বরাবরই দর্শকদের মন জয় করতে সফল হয়েছেন। তবে কোয়েল মল্লিকের ছবি চারদিনে ৫০ লাখের গণ্ডি ছুঁতে পারেনি। প্রথম দিন এই ছবি যেখানে আয় করেছিল ২১ লক্ষ সেখানে সোমবার এই ছবির আয় ছিল মাত্র ৪ লক্ষ। গত পাঁচদিনে এই ছবি আয় করেছে ৪৬ লক্ষ আর বিশ্বব্যাপী এই ছবির আয় ৫৩ লক্ষ।
লহ গৌরাঙ্গের নাম রে
মিতিনের বক্স অফিসকে প্রায় ধরে ফেলেছে সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে। যদিও এই ছবি প্রথম দিনে ১৮ লক্ষের বাজার করলেও রবি ও সোমে এই ছবি আয় করেছে যথাক্রমে ৮ লাখ ও ৪ লাখ। সুতরাং এখনও পর্যন্ত এই ছবির আয় ৪৩ লাখ এবং বিশ্বজুড়ে এই ছবি বক্স অফিসে আয় করেছে ৪৯ লক্ষ।
নিন্দকরা যাই বলুক, দেবের ছবি ব্য়বসার নিরিখে বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে তা স্পষ্ট বলছে ট্রেন্ড। অভিনেতা দেবের হিসাব অনুযায়ী, খাদান ব্যবসা করেছে ২৫ কোটি। একটু পিছিয়ে ধুমকেতু শেষ করেছে ২২ কোটিতে, অন্যদিকে রঘু ডাকাত ব্যবসা হাঁকিয়েছে ১৩ কোটি টাকার। অর্থাৎ দেবের শেষ তিন ছবির আয় ৬০ কোটি টাকা। তবে আপাতত তিনটি সিনেমার জন্যই সামনে লম্বা সময় ব্যবসা করার। বর্ষবরণের সপ্তাহেও হলে লোক মন্দ হবে না! তবে প্রথম সপ্তাহের ব্যবসার উপরেই মূলত নির্ভর করবে, দ্বিতীয় সপ্তাহে কে কটা হল বা শো পাবে।