Advertisement

Ankush-Oindrila: অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়েতে নিতবর প্রসেনজিৎ পুত্র, লাল পাঞ্জাবিতে জমালেন আসর

Ankush-Oindrila: টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা প্রসেনজিৎ-এর পুত্র তিনি। স্টারকিড হওয়ার সুবাদে প্রসেনজিৎ-পুত্র তৃষাণজিৎ বরাবরই লাইমলাইটে থাকেন। বাবার সঙ্গে তৃষাণজিৎকে একাধিক ইভেন্টে দেখা যায়। বুম্বাদার পুত্র হওয়ার জন্য টলিউডের একাধিক তারকাদের সঙ্গে হৃদ্যতা রয়েছে তৃষাণজিৎ-এর। তবে সকলের চেয়ে তৃষাণজিৎ খুবই প্রিয় অঙ্কুশ ও ঐন্দ্রিলার।

অঙ্কুশ-ঐন্দ্রিলার সঙ্গে তৃষাণজিৎঅঙ্কুশ-ঐন্দ্রিলার সঙ্গে তৃষাণজিৎ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2023,
  • अपडेटेड 6:39 PM IST
  • টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা প্রসেনজিৎ-এর পুত্র তিনি।
  • স্টারকিড হওয়ার সুবাদে প্রসেনজিৎ-পুত্র তৃষাণজিৎ বরাবরই লাইমলাইটে থাকেন।
  • বুম্বাদার পুত্র হওয়ার জন্য টলিউডের একাধিক তারকাদের সঙ্গে হৃদ্যতা রয়েছে তৃষাণজিৎ-এর

টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা প্রসেনজিৎ-এর পুত্র তিনি। স্টারকিড হওয়ার সুবাদে প্রসেনজিৎ-পুত্র তৃষাণজিৎ বরাবরই লাইমলাইটে থাকেন। বাবার সঙ্গে তৃষাণজিৎকে একাধিক ইভেন্টে দেখা যায়। বুম্বাদার পুত্র হওয়ার জন্য টলিউডের একাধিক তারকাদের সঙ্গে হৃদ্যতা রয়েছে তৃষাণজিৎ-এর। তবে সকলের চেয়ে তৃষাণজিৎ খুবই প্রিয় অঙ্কুশ ও ঐন্দ্রিলার। আর তাই তো ঐন্দ্রিলার পাশে নিতবর হয়ে বসলেন তৃষাণজিৎ। 

লাল রঙের পাঞ্জাবীতে দেখা গেল তৃষাণজিৎকে। বসে রয়েছেন একেবারে ঐন্দ্রিলার পাশে। আসলে ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলার লাভ ম্যারেজ। দক্ষিণ কলকাতার এক প্রাচীন প্রেক্ষাগৃহে এই সিনেমার বিশেষ প্রদর্শনী হয়। সেখানেই ঘোড়ার গাড়িতে চেপে এলেন পর্দার বরকনে। একেবারে বাঙালি কায়দায় নাচতে নাচতে ঢুকলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। অঙ্কুশ এবং ঐন্দ্রিলার সঙ্গে নিতবর সেজে এল তৃষাণজিৎ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন

প্রসেনজিৎ-এর ছেলে তৃষাণজিৎ টলিউডে দারুণভাবে জনপ্রিয়। টলি পাড়ার একাধিক ইভেন্টে প্রসেনজিৎ-এর সঙ্গে দেখা যায় তাঁর পুত্রকে। ফিল্ম ইন্ডাস্ট্রির খুবই প্রিয় তৃষাণজিৎ। এদিন তার বাবার শেষ পাতা সিনেমারও প্রিমিয়ার ছিল। কিন্তু সেখানে দেখা যায়নি বুম্বাদার পুত্রকে। আসলে অঙ্কুশ ও ঐন্দ্রিলার সঙ্গে বিশেষ বন্ডিং রয়েছে তার। তাই বাবার সিনেমার প্রিমিয়ার ছেড়ে অঙ্কুশ ও ঐন্দ্রিলার সঙ্গে সেও নাচতে নাচতে হলে ঢোকে। এর আগে তৃষাণজিৎ-এর জন্মদিনেও অঙ্কুশ-ঐন্দ্রিলার নাচতে দেখা গিয়েছে এবং সেই ভিডিও দারুণভাবে ভাইরালও হয়।  এ বার অঙ্কুশ এবং ঐন্দ্রিলার সঙ্গে নিতবর সেজে ছবির প্রিমিয়ারে হাজির হল প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ। 

টিনসেল টাউনে এখন শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি টলিউডে পা দেবে তৃষাণজিৎ। যদিও কোন সিনেমায় বা কোন পরিচালক কিছুই এখনও জানা যায়নি। যদিও এ নিয়ে প্রসেনজিৎ বা তৃষাণজিৎ-এর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। প্রসঙ্গত, প্রসেনজিৎ ও অর্পিতার একমাত্র ছেলে হল তৃষাণজিৎ।        

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement