Advertisement

Pushpa movie OTT Release date : ৩০০ কোটি ব্যবসা করে পুষ্পা এবার OTT-তে, কবে রিলিজ?

থিয়েটারে গত ১৭ ডিসেম্বর মুক্ত পেয়েছে ছবিটি। ক্রমেই বেড়ে চলেছে ছবির রোজগার। এখনও পর্যন্ত বক্স অফিসে ৩০০ কোটি পেরিয়ে গিয়েছে ছবিটি। এটি মালায়লম, হিন্দি সহ আরও বেশকিছু ভাষায় মুক্তি পেয়েছে। হিন্দিতে ছবির ব্যবসা খুব তাড়াতাড়িই ৭৫ কোটি পেরিয়ে যাবে। আর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে ছবিটি। 

ওটিটিতে আসছে পুষ্পাওটিটিতে আসছে পুষ্পা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 Jan 2022,
  • अपडेटेड 12:01 AM IST
  • ওটিটিতে আসছে পুষ্পা
  • ৭ জানুয়ারি পাচ্ছে মুক্তি
  • ব্যাপক উৎসুক দর্শকরা

অল্লু অর্জুন অভিনীত ছবি পুষ্পা (Pushpa: The Rise) ব্যাপক ব্যবসা করছে। ছবিটি নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা। এবার দর্শকদের জন্য আরও একটি সুখবর। খুব তাড়াতাড়ি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ছবিটি। পরিচালক জানাচ্ছেন, ছবিটির হিন্দি ভার্সানটি এখনও পর্যন্ত ৩০০ কোটিরও বেশি ব্যবসা করেছে। এমনকী রণবীর সিং-এর ৮৩-কেও পিছনে ফেলে দিয়েছে ছবিটি। এবার ওটিটি প্ল্যাটফর্মেও শীর্ষে আসার চেষ্টা করছে পুষ্পা। 

থিয়েটারে গত ১৭ ডিসেম্বর মুক্ত পেয়েছে ছবিটি। ক্রমেই বেড়ে চলেছে ছবির রোজগার। এখনও পর্যন্ত বক্স অফিসে ৩০০ কোটি পেরিয়ে গিয়েছে ছবিটি। এটি মালায়লম, হিন্দি সহ আরও বেশকিছু ভাষায় মুক্তি পেয়েছে। হিন্দিতে ছবির ব্যবসা খুব তাড়াতাড়িই ৭৫ কোটি পেরিয়ে যাবে। আর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে ছবিটি। 

 

আরও পড়ুন

ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও সমান্থা প্রভুর এন্ট্রি দর্শকদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছ। এই প্রথমবার দক্ষিণের ৩ জনপ্রিয় অভিনেত্রী একই ছবিতে অভিনয় করেছেন। ছবিটিকে ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে বিক্রি করে দেওয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবে। 

 

Read more!
Advertisement
Advertisement