টলিউডের ব্যস্ততম পরিচালক রাজ চক্রবর্তী। তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ইন্ডাস্ট্রির এক নম্বর হিরোইন। কাজের সূত্রে তাঁরা কলকাতার আরবানার বিলাসবহুল আবাসনে থাকেন। কিন্তু রাজের শিকড় রয়েছে হালিশহরে। এই মফঃস্বলে জন্ম-বেড়ে ওঠা পরিচালক রাজের। এখান থেকেই তিনি পরিচালক হওয়ার স্বপ্ন দেখেছিলেন, যা আজ বাস্তব। তাই শহুরে জীবনযাত্রায় অভ্যস্ত হলেও রাজ কখনও তাঁর ভিটেবাড়িকে ভোলেননি। সময় পেলেই পুরো পরিবারকে নিয়ে হালিশহরের বাড়িতে চলে যান। এবারও কাজ থেকে একটু সময় বের করে সপরিবারে চলে গেলেন হালিশহরের বাড়িতে। আর এখানে এসে ইউভানের ফুর্তি দেখার মত। সেই ভিডিও শেয়ার করলেন পরিচালক নিজেই।
রাজের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, ইউভানকে বাড়ির পুকুরের সামনে খেলতা দেখা যাচ্ছে। সে পুকুরের দিকে নামার চেষ্টা করলে দূর থেকে ঠাকুমা তাঁকে সাবধান করলেন, ‘উপর দিকে থাকো, নিচে যেও না পা পিছলে যাবে সোনা…।’ এরপরও ইউভান নামতে গেলে শুভশ্রী চিৎকার করে ছেলেকে বারণ করলে ইউভান ফের উঠে এসে মাটি মাখতে শুরু করে। বলে, 'আমি বোনুকে ফলো করছি,…'। ছেলের কাণ্ড দেখে শুভশ্রী শাশুড়িকে বলে ওঠেন, ‘কী করছে দেখো মা…।’ এদিকে ইউভান কিন্তু নিজের খেলা চালিয়ে যেতে থাকে। ইউভান তার জামা-কাপড়ে, শরীরে মাটি মাখতে শুরু করে আর সেই মুহূর্তটি ধরা পড়ে রাজের মোবাইলের ক্যামেরায়।
রাজের হালিশহরের বাড়িতে ইউভান-ইয়ালিনি, শুভশ্রী, পরিচালকের মা লীলা চক্রবর্তী ও রাজের দিদিও এসেছেন। সবাই মিলে সপ্তাহান্তের দুটো দিন উপভোগ করছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইউভানের খেলাধুলো, বাড়িতে হওয়া ব্রোকোলি, আবার রাতে ঠাণ্ডায় আগুন পোহানো সহ শ্বশুরবাড়িতে কাটানো বেশকিছু মুহূর্তের ঝলক পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেও।
প্রসঙ্গত বিয়ের পর থেকে সুখেই কাটছে রাজ-শুভশ্রীর সংসার। বর্তমানে দুই সন্তানের বাবা-মা তাঁরা। ইউভান ইয়ালিনিকে কেন্দ্র করেই কাটছে জীবন। শুভশ্রী ও রাজ তাঁদের ব্যস্ততার মাঝেও দুই সন্তান ও পরিবারকে সময় দিতে ভোলেননা। কিছুদিন আগেই শুভশ্রী ও রাজ ঘুরে এসেছেন ব্যাঙ্কক থেকে। সেখানেই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তাঁরা। রাজের সন্তান ছবি বক্সঅফিসে ভালই সাড়া ফেলেছে। এই ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী।