শেষপর্যন্ত গাঁটছড়া বাঁধতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। নিজেদের সম্পর্ক নিয়ে খুব বেশি প্রকাশ করেন না দু'জন। শোনা যাচ্ছে, এপ্রিলে, অর্থাৎ চলতি মাসেই চার হাত এক হতে চলেছে। ক্যামেরা ফ্ল্যাশের ঝলকানির আড়ালেই বিয়ে সারবেন তাঁরা। আমন্ত্রিত থাকবেন শুধু কাছের বন্ধু ও পরিজনরা।
গত কয়েক মাস ধরে রণবীর ও আলিয়ার বিয়ের জল্পনা জোরদার হয়েছে। তবে দু'তরফেই 'স্পিকটি নট'। সূত্রের খবর, বিয়ের আর বেশি দেরি নেই। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সাত পাকে বাঁধা পড়বেন দুই তারকা। গোপনেই বিয়ে সারবেন। কাছের বন্ধু ও আত্মীয়রা থাকবেন বিবাহ অনুষ্ঠানে। এর আগে তারকা জুটির ঘনিষ্ঠ একজন দাবি করেছিলেন, বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে।
একটি সূত্র বলছে, সদ্য সেলিব্রিটি ডিজাইনার মনীশ মলহোত্রার দোকানে দেখা গিয়েছে রণবীরের মা নীতু কাপুরকে। পরে মনীশ গিয়েছে কাপুরের বাড়িতে। এমনকি শ্যুট থেকে বিরতিও নাকি চেয়ে নিয়েছেন রণবীর ও আলিয়া।
সূত্রের খবর, ছাদনতলা বসবে মুম্বইয়ের চেম্বুরে পৈত্রিক বাড়ি আরকে হাউসে। এর আগে জানা গিয়েছিল, রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাঁধবেন রণবীর আর আলিয়া। তবে পরিবারের লোকজন মুম্বইয়ে বিবাহের পক্ষে। কারণ ১৯৮০ সালে এই আরকে হাউসে বিয়ে করেছিলেন ঋষি আর নীতু।
সদ্য রাজামৌলীর 'আরআরআর' ছবিতে দেখা গিয়েছে আলিয়া ভাটকে। বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছে এই ছবি। এরপর রণবীরের সঙ্গে ব্রহ্মাস্ত্রে দেখা যাবে নায়িকাকে। সেই ছবির শ্যুটিং সদ্য শেষ হয়েছে। চলতি বছর ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ব্রহ্মাস্ত্র। এছাড়া আলিয়ার হাতে রয়েছে 'ডার্লিংস' এবং 'রকি ঔর রানি কি প্রেম কহানি'। অন্যদিকে, রণবীরকে দেখা যাবে 'শামসেরা'য়। লভ রঞ্জনের একটি ছবিও রয়েছে তাঁর হাতে। সেই ছবির নাম ঠিক হয়নি। 'অ্যানিমাল' নামে আর একটি ছবির শ্যুটিং শুরু করবেন রণবীর।