Advertisement

Ranbir Kapoor Alia Bhatt Wedding Photo: গোপনে সাত পাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া? ফাঁস ছবি!

গোপনেই কি বিয়ে সারলেন দুই তারকা? দীর্ঘদিন ধরেই রণবীর ও আলিয়ার বিয়ের কথা শোনা যাচ্ছিল। শীঘ্রই তাঁরা নাকি বিয়ে করবেন। আর তারকারা এখন বিয়ে করছেন গোপনেই। পরিচিতদের ডেকে বিদেশে বা দেশের কোনও জায়গায় সাত পাকে বাঁধা পড়ছেন। র

রণবীর আলিয়ার বিয়ের ছবি। রণবীর আলিয়ার বিয়ের ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Apr 2022,
  • अपडेटेड 12:43 PM IST
  • রণবীর-আলিয়ার বিয়ের ছবি ভাইরাল।
  • প্রযুক্তির কারসাজি।
  • নেট মাধ্যমে ভাইরাল ছবি।

শেরওয়ানিতে রণবীর। আর লাল শাড়িতে আলিয়া। দু'জনেই পরস্পরের দিকে চেয়ে হাসছেন। নেট মাধ্যমে ভাইরাল হয়েছে এমন ছবি। গোপনেই কি বিয়ে সারলেন দুই তারকা? দীর্ঘদিন ধরেই রণবীর ও আলিয়ার বিয়ের কথা শোনা যাচ্ছিল। শীঘ্রই তাঁরা নাকি বিয়ে করবেন। আর তারকারা এখন বিয়ে করছেন গোপনেই। পরিচিতদের ডেকে বিদেশে বা দেশের কোনও জায়গায় সাত পাকে বাঁধা পড়ছেন। রণবীর-আলিয়াই বা কেন ব্যতিক্রমী হবেন!               

এই ক'দিন আগে সলমন খান ও সোনাক্ষীর সিনহার বিয়ের খবর মাথা ঘুরিয়ে দিয়েছিল ভক্তদের। ভাইজান-ভক্তরা খুশি হয়েছিলেন, যাক শেষে একটা হিল্লে হল সলমনের। তবে সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ ছবিটি ছিল প্রযুক্তির কারসাজি। আর সলমন ও সোনাক্ষীর তো দূরদূরান্তের কোনও সম্পর্ক নেই। তাঁরা নিছকই সহকর্মী। এদিকে কয়েক বছর ঘরে রণবীর আর আলিয়ার বিয়ের গুঞ্জন লেগেই রয়েছে। তারকা-জুটির দুই হাত চার হাত হওয়ার অপেক্ষায় ভক্তরা। সেই বিয়েই নাকি হয়ে গিয়েছে! নেট মাধ্যমের ছবি অন্তত তাই বলছে। তবে ছবিটি আসল নয়। এটি নিছকই প্রযুক্তির কারসাজি। এক নজর দেখলে মনে হবে একেবারে খাঁটি।

মজার কথা, ২০২২ সালের এপ্রিলের দু'জন ছাদনতলায় যেতে পারেন বলে খবর মিলেছিল। আর সেই এপ্রিলেই ভাইরাল হয়েছে এমন ছবি। রণবীর ও আলিয়া কবে গাঁটছড়া বাঁধবেন তা এখনও স্পষ্ট হয়নি। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে তাঁদের ছবি ব্রহ্মাস্ত্র। ২০১৮ সালে শুরু হয়েছিল।শ্যুটিং। সদ্য শেষ হয়েছে।    

আরও পড়ুন

রণবীর ও আলিয়ার দু'টি আলাদা ছবিকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এপ্রিল ফুলস ডে-তে এই ছবি দেখে বেকুব হয়েছেন অনেকে। তবে ভক্তরা চাইছেন, শুভস্য শীঘ্রম। বিয়ে করুন দুই তারকা। যাইহোক, এপ্রিল ফুলের এই ছবি দেখে আপনাদের কেমন লাগল?

Advertisement
Read more!
Advertisement
Advertisement