Advertisement

Television Gossip: সম্প্রচার হবে দুই চ্যানেলেই, 'রাণী ভবানী' হচ্ছেন কোন দুই সুন্দরী?

Television Gossip: কিছুদিন ধরেই খবরে রয়েছে টেলিভিশনের মুখ্য দুই চ্যানেল। আর তাদের খবরে থাকার কারণই হল একসঙ্গে এই দুই চ্যানেলেই আসতে চলেছে রাণী ভবানী। ইতিহাসের পাতা থেকে উঠে আসা গল্প ছোটপর্দায় এলে, তা দেখতে পছন্দ করেন দর্শকরা। যেমন রাণী রাসমণির গল্প এনেছিল ‘জি বাংলা’ চ্যানেল। আবার কাদম্বিনী দেবীর গল্প নিয়ে ‘স্টার জলসা’ আর ‘জি বাংলা’ চ্যানেলের মধ্যে বেজায় লড়াই হয়েছিল।

রাণী ভবানী চরিত্রে দেখা যাবে কোন দুই নায়িকাকে?রাণী ভবানী চরিত্রে দেখা যাবে কোন দুই নায়িকাকে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2025,
  • अपडेटेड 3:12 PM IST
  • কিছুদিন ধরেই খবরে রয়েছে টেলিভিশনের মুখ্য দুই চ্যানেল।

কিছুদিন ধরেই খবরে রয়েছে টেলিভিশনের মুখ্য দুই চ্যানেল। আর তাদের খবরে থাকার কারণই হল একসঙ্গে এই দুই চ্যানেলেই আসতে চলেছে রাণী ভবানী। ইতিহাসের পাতা থেকে উঠে আসা গল্প ছোটপর্দায় এলে, তা দেখতে পছন্দ করেন দর্শকরা। যেমন রাণী রাসমণির গল্প এনেছিল ‘জি বাংলা’ চ্যানেল। আবার কাদম্বিনী দেবীর গল্প নিয়ে ‘স্টার জলসা’ আর ‘জি বাংলা’ চ্যানেলের মধ্যে বেজায় লড়াই হয়েছিল। একটি চ্যানেলে কাদম্বিনী রূপে দেখা গিয়েছিল ঊষসী রায়কে। আবার অন্য একটা চ্যানেলে কাদম্বিনীর চরিত্র করেছিলেন শোলাঙ্কি রায়। এবার ‘স্টার জলসা’তে দেখা যাচ্ছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ আসছে, এমন বার্তা দেওয়া হয়েছে। আবার অন্যদিকে ‘জি বাংলা’ রাণী ভবানীর গল্প নিয়ে আসবে এমন ঘোষণা হয়ে গিয়েছে। দুই চ্যানেলেই দেখানো হবে এমনটাই জানানো হয়েছে। দুই চ্যানেলের এই ধারাবাহিকে রাণী ভবানী কে হবেন তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। 

শোনা গিয়েছে, জি বাংলার রাণী ভবানী সিরিয়ালে অভিনয় করার জন্য প্রস্তাব গিয়েছে স্বস্তিকা দত্তের কাছে। আর এই সিরিয়ালের মাধ্যমেই ফের ছোটপর্দায় ফিরছেন স্বস্তিকা। এর আগে তাঁকে দুগ্গা দুগ্গা, ভজ গোবিন্দ, বিজয়িনী, কি করে বলব তোমায় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। এরপর বেশ অনেকদিনই ছোটপর্দা থেকে দূরে ছিলেন স্বস্তিকা দত্ত। এবার ফের জি বাংলার রাণী ভবানী রূপে দর্শকেরা তাঁকে দেখতে পারবেন।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

অপরদিকে স্টার জলসায় রাণী ভবানী কে হচ্ছেন তা নিয়েও আলোচনা বিস্তর। ইন্ডাস্ট্রির খবর, রাজনন্দিনী পালের কাছে এসেছে এই ধারাবাহিকে কাজ করার প্রস্তাব। ছোটপর্দায় রাণী ভবানী করতে রাজি হয়েছেন ইন্দ্রাণী দত্তের কন্যা। তবে রেখেছেন কিছু শর্ত। সেগুলো নিয়ে ফাইনাল কথা হলেই হয়তো সই হবে কাগজপত্র। প্রসঙ্গত, রাজনন্দিনী এখন টলিপাড়ায় বেশ চেনা মুখ। নিজের পরিচিতি অভিনেত্রী ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন। তবে রাজনন্দিনী ছাড়াও আরও কিছু নাম ভাবা হচ্ছে রাণী ভবানীর চরিত্রে।  

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এর আগে করোনার সময় জি ও স্টার জলসার লড়াই বেঁধেছিল কাদম্বিনী সিরিয়াল নিয়ে। প্রায় একই সময়ে দুই চ্যানেলে সম্প্রচার হত এই সিরিয়াল। জি বাংলার 'কাদম্বিনী'-তে অভিনয় করছিলেন উষসী রায়। স্টার জলসার 'প্রথমা কাদম্বিনী'-তে অভিনয় করছেন শোলাঙ্কি রায়। তবে সেই সময়, টিআরপিতে বাজি মেরেছিল স্টার জলসা। এবার রাণী ভবানীকে নিয়ে দুই চ্যানেলের মধ্যে কে টেক্কা দেয় এখন সেটাই দেখার। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement